বিনোদন দুনিয়াভিডিও

Icche Putul: গল্পে নতুন মোড়! মান অভিমান ভুলে গাঙ্গুলী বাড়িতে ফিরল মেঘ

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি জনপ্রিয় ও চর্চিত ধারাবাহিক হলো 'ইচ্ছে পুতুল (Icche Putul)'।

Advertisements

Icche Putul: জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি জনপ্রিয় ও চর্চিত ধারাবাহিক হলো ‘ইচ্ছে পুতুল (Icche Putul)’। যত সময় অতিবাহিত হচ্ছে ততই দর্শকমহলে জনপ্রিয়তা বর্ধিত হচ্ছে এই ধারাবাহিকের। টিআরপি তালিকাতেও বেশ ভালো ফলাফল করছে এই মেগা। মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী তিতিক্ষা দাস, মৈনাক ব্যানার্জি এবং খলনায়িকার চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে।

Advertisements

Icche Putul Zee Bangla

ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখা গিয়েছে গিনি ও রূপের কেস কোর্টে ওঠায় গিনির পাশে এসে দাঁড়ায় মেঘ। কিন্তু তদন্ত সম্পূর্ণ না হওয়ায় কোর্টের নির্দেশে জামিন পেয়ে যায় রূপ। এরপরই কোর্ট চত্বরে দাঁড়িয়ে মেঘকে হুমকি দেয় সে। এখানেই শেষ নয় বাড়িতে ফিরেই মেঘকে ফোন করে হুমকি দেয় সে। এরপরই দেখা যায় মেঘের ক্ষতি করতে সে ময়ূরীর শরণাপন্ন হয়েছে। ময়ূরীও নিজের পথের কাঁটা দূর করতে আবারও হাত মেলায় রূপের সঙ্গে। অন্যদিকে পাড়ায় মেঘ গান গাইতে আসছে শুনে গাঙ্গুলী পরিবারের সকলেই বেশ খুশি হয়েছে।

Advertisements

Icche Putul New Episode

এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আসন্ন আগামী পর্ব। যেখানে দেখা যাবে নীলের অনুরোধে পাড়ার পূজো মণ্ডপে আসে গিনি। লাল ও নীল মিলে ঠামিকেও নিয়ে আসে। একে একে সকলেই পূজা মণ্ডপে উপস্থিত হয়। তার মধ্যেই সকলের মধ্যে অনুষ্ঠানে গান গাইতে উপস্থিত হয় মেঘ। এরপরই মেঘকে মঞ্চে স্বাগত জানিয়ে তার হাতে ফুলের তোরা দেয় নীল। এরপরই মেঘের গানে মুগ্ধ হয়ে যান উপস্থিত সকল দর্শক।

দুর্ধর্ষ এপিসোড! রূপকে খুন করে মেঘকে ফাঁসিয়ে দিল ময়ূরী

Icche Putul

মেঘ স্টেজ থেকে দেখতে পায় তার গান শুনতে এসেছে গাঙ্গুলী পরিবারের সকলে। স্টেজ থেকে নেমে গাঙ্গুলী পরিবারের সকলকে তার গান শুনতে আসার জন্য ধন্যবাদ জানায় মেঘ। যা দেখে অবাক হয় সকলে। তবে কী এইবার সব মান-অভিমান ভুলে গাঙ্গুলী বাড়িতে ফিরবে মেঘ! জানতে দেখতে হবে ইচ্ছে পুতুল।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles