বিনোদন দুনিয়া

Icche Putul: ‘ছি রূপ’! ফুলসজ্জার সারারাত বাইরে কাটিয়ে পরেরদিন সকালে মদ খেয়ে বাড়ি ফিরল রূপ, প্রকাশ্যে টানটান পর্ব 

বর্তমানে মেঘের প্রতিবাদী চরিত্র যেন গল্পের ইউএসপি হয়ে উঠেছে। 

Advertisements

Icche Putul: বর্তমানে দর্শকমহলে জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল (Icche Putul)’ ধারাবাহিকের জনপ্রিয়তা তুঙ্গে। সোশ্যাল মিডিয়া থেকে বাড়ির ড্রয়িং রুম সর্বত্রই চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছে এই ধারাবাহিক। আর ধারাবাহিকের নায়িকা মেঘ আলাদা ভাবে নজর কেড়েছে দর্শকদের। বর্তমানে মেঘের প্রতিবাদী চরিত্র যেন গল্পের ইউএসপি হয়ে উঠেছে।

Icche Putul Zee Bangla

Icche Putul

Advertisements

নিয়মিত দর্শকরা সকলেই জানেন, মেঘের শত বারণের পরেও রূপের সঙ্গেই গিনির বিয়ের ঠিক করে গাঙ্গুলী বাড়ির সকলে। রুপ ও ময়ূরীর চক্রান্তে বাড়ি ছাড়া হতে হয় মেঘকে। বিগত কয়েকদিন ধরে গল্প আবর্তিত হচ্ছে রূপ ও গিনির বিয়েকে কেন্দ্র করে। সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গিয়েছে, বিয়ের দিন রূপ মাতাল অবস্থায় মণ্ডপে পৌঁছালে তা বুঝতে পারে লাল ও মিনি। এমনকি মিনির সঙ্গে খানিক অসভ্যতাও করে রূপ। গিনির সঙ্গে রূপের বিয়েটা কিছুতেই মন থেকে মানতে পারেনা মিনি এবং লাল। কিন্তু বিয়ে ভাঙার আশঙ্কায় কিছুই বলতে পারেনা গিনিকে। শেষ পর্যন্ত বিয়ে হয়ে যায় রূপ ও গিনির। শেষ পর্বে দেখা গিয়েছে গিনির বিদায়ের সময় গাঙ্গুলী পরিবারের সকলে উপস্থিত হয়ে আশীর্বাদ করে তাকে। মিনি বারংবার তাকে জানায় কোনো অসুবিধা হলেই তাকে ফোন করতে। কারণ রূপের আচরণ তার মোটেই ভালোলাগেনি। এরপরই শশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেয় গিনি।

 ‘গিনিকে আমি নিজের বউ মানি না’! বরণ করার আগেই মায়ের হাত থেকে বরণ ডালা ছুড়ে ফেলল রূপ, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব

Icche Putul New Episode

Icche Putul

Advertisements

এরই মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নয়া পর্ব, যেখানে দেখা যাবে, ফুলসজ্জার দিন গিনিকে ঘরে একা রেখে বাইরে মদ খেতে যায় রূপ এবং সকাল হলে বাড়ি ফেরে সে। নিজের ঘরে গিনিকে দেখে অবাক হয়ে রূপ জানতে চায় সে এখানে কেন! রূপের আচরণে অবাক হয় গিনি। কিন্তু ঠিক সেই সময়েই রূপের মা এসে তার গায়ে বডিস্প্রে দিয়ে রূপকে চান করে নিতে বলে এবং গিনিকে সম্পূর্ণ ভুল বুঝিয়ে বলে স্নান করার পর রূপকে যেন একটু ঘুমোতে দেয়। সমস্ত ঘটনাতেই খটকা লাগে গিনির। তবে কি এইবার রূপের ব্যাপারে সব সত্যি কথা জানতে পারবে গিনি? মেঘ যে এতদিন সত্যি কথাই বলছিল এইবার কি সেটা স্পষ্ট হবে গিনির কাছে? রূপের আসল পরিচয় যদি এইভাবেই গিনির সামনে চলে আসে তবে কেমন লাগবে দর্শকদের!

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles