Icche Putul: ‘আমি মরে যেতে চাই’! রূপের আসল চরিত্র দেখে আত্মহত্যা করতে গেল গিনি, প্রকাশ্যে ধামাকাদার পর্ব
বর্তমানে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত হওয়া ধারাবাহিকগুলির মধ্যে বহুল চর্চিত হলো ইচ্ছে পুতুল (Icche Putul)।

Icche Putul: বর্তমানে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত হওয়া ধারাবাহিকগুলির মধ্যে বহুল চর্চিত হলো ইচ্ছে পুতুল (Icche Putul)। সম্প্রচারের প্রথম দিকে কটাক্ষের শিকার হলেও ইদানিং সেসব অতীত। টিআরপি তালিকায় ছক্কা হাঁকাতে গল্পে একের পর এক টুইস্ট আনছেন নির্মাতা। দর্শকের মনে পাকাপাকি স্থান অর্জন করেছে এই ধারাবাহিক।
Icche Putul Zee Bangla
ধারাবাহিকের সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পর্বগুলিতে দেখা গিয়েছে বাড়ির অনেকের অমতেই রূপকে বিয়ে করে গিনি। কারোর বারণই সে শোনে না। রূপের ব্যাপারে বলা মেঘের কথাগুলো প্রথমে কেউ বিশ্বাস না করলেও বিয়ের দিন থেকে মিনির মনে রূপের ব্যাপারে সন্দেহ জেগেছে। রূপের আচরণ মোটেই ভালো লাগেনি তার। শশুরবাড়িতে যাওয়ার পর থেকেই রূপের আচরণে সন্দেহ দানা বাঁধে গিনির মনে। এদিকে রূপ রাতে বাড়ি না ফিরলে গিনিকে শালিনী দেবী জানায় সে যেন বারবার ফোন করে রূপকে বিরক্ত না করে এবং তার ব্যক্তিগত বিষয়ে মাথা না ঘামায়। শালিনী দেবীর কথায় অবাক হয় গিনি। এমনকি সে রূপের বাড়ি থেকে চলে যাওয়ার জন্য গিনিকেই দায়ী করে। এদিকে ভাত কাপড়ের অনুষ্ঠানে মদ্যপ অবস্থায় বাড়ি ফেরে রূপ। এমনকি ভাত কাপড়ের থালা গিনির হাতে তুলে না দিয়ে মাটিতে ফেলে দেয়। গিনি বুঝতে পারে সে চরম ভুল করেছে।
Icche Putul New Episode
আর এইসবের মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আসন্ন নয়া পর্ব, যেখানে দেখা যাবে রূপের ব্যাপারে সব সত্যি জেনে গিয়ে নিজেকে শেষ করার সিদ্ধান্ত নেয় গিনি। কিন্তু শেষমেশ তাকে বাঁচায় মেঘ। সে গিনিকে জানায় শাস্তি পাওয়ার হলে রূপ এবং তার সহযোগীরা পাবে। গিনি কিছুক্ষন চুপ থাকার পর মেঘকে জড়িয়ে কেঁদে ফেলে বলে ‘বৌদি তুমিই ঠিক ছিল, আমি ইগো আর জেদের কারণে এই শাস্তি পাচ্ছি, এর পিছনে ময়ূরীদিরও হাত আছে’।
‘বাজে ছেলে একটা’! গিনির মুখে সবটা শুনে রূপের ওপর রেগে লাল নীলের মা, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব
মেঘ গিনিকে বলে এইসব কথা পরে হবে তাকে দেখে মনে হচ্ছে তার খাওয়া হয়নি তাই আগে কিছু খেয়ে নেওয়া যাক। গিনি অবাক হয়ে জিজ্ঞেস করে সে জানলো কি করে? উত্তরে মেঘ জানায় সে জানে রূপ ও রূপের মা কেমন শুধু সে নয় বরং গোটা পাড়া জানে ওরা কেমন! গিনি যে সেখানে টিকতে পারবে না সেই কথা জানত মেঘ। এরপর মেঘ গিনিকে গাঙ্গুলী বাড়িতে পৌঁছে দিতে গেলে মেঘকে অপমান করে নীল। সেই সময়ই সামনে চলে আসে গিনি। তবে কি এইবার গিনি সব সত্যিটা বলে দেবে? ময়ূরীর চক্রান্ত কি ফাঁস হয়ে যাবে সকলের সামনে? সব সত্যি জেনে আদৌ কি ময়ূরীকে বিয়ে করবে নীল নাকি কাছে টেনে নেবে মেঘকে? কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প জানতে দেখতে হবে ইচ্ছে পুতুল।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি