Icche Putul: চাঞ্চল্যকর এপিসোড! মুখ খুলেই গিনির গোপন ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দিল রূপ
জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় জায়গা করে নিয়েছে 'ইচ্ছে পুতুল (Icche Putul)'।

Icche Putul: জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় জায়গা করে নিয়েছে ‘ইচ্ছে পুতুল (Icche Putul)’। সম্প্রচারের প্রথম দিকে টিআরপি তালিকায় সেইভাবে স্থান অর্জন করতে না পারলেও ইদানিং টিআরপি তালিকার এক থেকে দশের মধ্যে স্থান অর্জন করেছে এই ধারাবাহিকটি। আপাতত গল্প যেদিকে মোড় নিয়েছে তাতে দর্শকদের জন্য ধারাবাহিকের প্রতি পর্বেই থাকছে নতুন চমক।
Icche Putul Zee Bangla
ধারাবাহিকের সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গিয়েছে গিনির উপর আবার অত্যাচার শুরু করেছে রূপ। সে গিনিকে জানিয়ে দিয়েছে যদি গিনি তার কথা মতো সুকান্ত বাবুর সম্পত্তির অর্ধেক তার নামে করে দিতে পারে তবেই সে গিনির সঙ্গে থাকবে। গিনি রূপের কথায় সম্মতি না জানালে তাকে মারধর শুরু করে রূপ। কোনোরকমে শালিনী দেবী রূপকে ছাড়িয়ে আনে এবং গিনি যাতে মুখ বন্ধ রাখে তার ব্যবস্থা তাকেই করতে হবে। মিথ্যা ভালোবাসার নাটক চালিয়ে যেতে হবে। অন্যদিকে দেখা যায় জিষ্ণু মেঘের কলেজে যাওয়ায় তাকে সকলের সামনে চূড়ান্ত অপমান করে নীল। যার কারণে নীলের উপর অসন্তুষ্ট হয় মেঘ।
Icche Putul New Episode
এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আগামী পর্ব যেখানে দেখা যাবে, গিনি যাতে অষ্টমঙ্গলায় গাঙ্গুলী বাড়িতে গিয়ে রূপের ব্যাপারে কিছু না বলে তার জন্য নতুন ফন্দি আঁটে সে। মায়ের কথা মতো গিনির কাছে এসে তাকে জড়িয়ে ধরে ক্ষমা চায় রূপ এবং তারপরই বলে তার গিনির সঙ্গে কিছু কথা আছে। এরপরই রূপ গিনিকে তার ফোনে থাকা গিনির একটি গোপন ভিডিও ক্লিপ দেখায়। যা দেখে চমকে ওঠে গিনি। রুপ গিনিকে জানিয়ে দেয় সে যদি গাঙ্গুলী বাড়িতে গিয়ে কোনোভাবে তাদের বৈবাহিক সম্পর্কের কথা বলে বা রূপের কথামতো না চলে তবে এই ভিডিওটি সে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবে। রূপের এই কথা শুনে গিনিও জানিয়ে দেয় সে যা বলবে তাই করবে। কিন্তু মনে মনে ভাবতে থাকে যেভাবেই হোক রূপের ফোন থেকে তাকে এই ভিডিও উদ্ধার করতে হবে যার কারণে সে ফোন করে মেঘকে। মেঘ সবটা জানার পর রাতের অন্ধকারে সান্যাল বাড়িতে এসে রূপের ফোন থেকে ভিডিওটি উদ্ধার করে গানগুলি বাড়ির সকলকে গিয়ে জানিয়ে দেয় ভিডিওর কথা এবং বলে এই কারণেই গিনি তাদেরকে রূপের অসভ্যতা বা তার ওপর হওয়া অত্যাচারের কথা কিছুই জানাতে পারেনি।
সহ্যের বাঁধ ভাঙলো! রূপের অত্যাচারের সীমা পেরোতেই প্রতিবাদী হয়ে উঠল গিনি, প্রকাশ্যে ধামাকাদার পর্ব
যদিও এই ভিডিওটি চ্যানেল কর্তৃপক্ষের তরফে এখনো প্রকাশ্যে আনা হয়নি বরং ইউটিউবের একটি পেজ থেকে ভিডিওটি আপলোড করা হয়েছে।তবে যদি সত্যিই এইভাবে রূপের পর্দা ফাঁস করে মেঘ তবে কেমন লাগবে দর্শকদের!
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি