Icche Putul: ঘুরে গেল গল্প! ময়ূরীর বদলে মেঘকে বরণ করে ঘরে তুলল মীনাক্ষী দেবী, প্রকাশ্যে মোড় ঘোরানো পর্ব
বেঙ্গল টপারের বিপরীতে থেকেও চলতি সপ্তাহতে টিআরপি তালিকার এক থেকে দশের মধ্যে নিজের জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক।

Icche Putul: জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় জায়গা করে নিয়েছে ইচ্ছে পুতুল (Icche Putul)। বর্তমানে বেশ জমজমাট হয়ে উঠেছে ধারাবাহিকটি। বেঙ্গল টপারের বিপরীতে থেকেও চলতি সপ্তাহতে টিআরপি তালিকার এক থেকে দশের মধ্যে নিজের জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক।
Icche Putul Zee Bangla
ধারাবাহিকের সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পর্বে সকল দর্শকই দেখতে পেয়েছেন বিয়ের পর থেকে কীভাবে রূপের দ্বারা শারীরিক ও মানসিক অত্যাচারের শিকার হয়েছে গিনি। নিজের শাশুড়িকেও পাশে পায়নি সে। শেষ পর্বে দেখা গিয়েছে রূপের সঙ্গে গিনিকে একটি পার্টিতে যাওয়ার জন্য সুন্দর করে সাজিয়ে দেন শালিনী দেবী। যাতে তার শরীরের ক্ষত চিহ্ন কেউ দেখতে না পায়। পার্টিতে যাওয়ার আগে বারবার সে গিনিকে মনে করিয়ে দেয় সে যেন কোনোভাবেই কারোর কাছে রূপের ব্যাপারে মুখ না খোলে। রূপের সঙ্গে পার্টিতে যাওয়ার জন্য রওনা দেয় গিনি। এদিকে মেঘের সাফল্যে খুশি হয়ে জিষ্ণু মেঘকে একটি ফুলের তোরা দেওয়ার জন্য একটি ফুলের দোকানে নিয়ে আসে আর সেখানেই মেঘের সঙ্গে অসাবধানতাবশত ধাক্কা লাগে গিনির। গিনি মেঘকে তার পড়াশোনা ও গান নিয়ে প্রশ্ন করে যা দেখে একটু থমকে যায় মেঘ। গিনি সেখান থেকে তাড়াতাড়ি করে চলে গেলেও তার গলা ও ঘাড়ে হওয়া ক্ষতচিহ্ন চোখ এড়ায়নি মেঘের। সে বুঝতে পারে গিনি রূপের অত্যাচারের শিকার হয়েছে। অন্যদিকে ময়ূরী ও নীলের চার হাত এক করতে উতলা হয়ে উঠেছেন মীনাক্ষী দেবী।
Icche Putul New Episode
এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আসন্ন নয়া পর্ব যেখানে দেখা যাবে নীল ও ময়ূরীর আশীর্বাদের দিনই গিনিকে রূপের বাড়ি থেকে উদ্ধার করে মেঘ ও নীল। মেঘ গিনিকে ফিরিয়ে নিয়ে আসে গাঙ্গুলী বাড়িতে। গিনির কাছ থেকে সকল সত্যি জানতে পারে মীনাক্ষী দেবী। আশীর্বাদে দেরি হলে ময়ূরী মীনাক্ষী দেবীকে জিজ্ঞেস করে তাকে আশীর্বাদ করা হবে না? মীনাক্ষী দেবী জানান অব্যশই আজ সে তার ঘরের লক্ষ্মীকে শুধু আশীর্বাদ নয় বরণ করে ঘরে তুলবে। কিন্তু সেটা ময়ূরী নয় মেঘকে। ময়ূরী নিজের কানে এই কথা বিশ্বাস করতে না পেরে মীনাক্ষী দেবীকে জিজ্ঞেস করে কেন সে এমন কথা বলছে? ময়ূরীকে থামিয়ে দিয়ে মীনাক্ষী দেবী তাকে বলে গিনির জীবন নষ্ট করার জন্য তাকে জেলে পাঠানো উচিত সেটা কি সে চায়! মীনাক্ষী দেবীর কথা বুঝতে পারেননা মধুমিতা দেবী। ওইদিকে গিনির মাও গিনিকে বলে সে কেন আগে থেকে কিছু জানায়নি? এইসবের মাঝেই ময়ূরী ভাবে তাকে এমন কিছু করতে হবে যাতে সব দোষ আবারও মেঘের হয়।
ধামাকাদার প্রোমো! পরাগের বিরুদ্ধে গিয়ে শিমুলের সঙ্গে নাচে শামিল হলেন মধুবালা দেবী
যদিও এই ভিডিওটি চ্যানেল কর্তৃপক্ষের তরফে এখনো প্রকাশ্যে আনা হয়নি। বরং সোশ্যাল মিডিয়ার ফ্যান পেজের তরফে ভিডিওটি আপলোড করা হয়েছে ইউটিউবে। সত্যিই কি তবে ময়ূরীর সব ছলচাতুরি শেষ হলো? ময়ূরীর নোংরা চক্রান্ত বুঝতে পেরে মীনাক্ষী দেবী কী নিজেই তাকে বাড়ি থেকে বের করে দেবেন! নাকি আবারও ময়ূরীর অন্য কোনো প্ল্যানে ভুল বুঝবে মেঘকে! কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প! জানতে দেখতে হবে ইচ্ছে পুতুল (icche Putul)।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি