বিনোদন দুনিয়াভিডিও

Icche Putul: দুর্ধর্ষ এপিসোড! পার্টিতে এসেই রূপের আসল চেহারা দেখতে পেলেন মীনাক্ষী দেবী

জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হওয়া এক ঝাঁক নতুন ধরবাহিকের মধ্যে অন্যতম হলো 'ইচ্ছে পুতুল (Icche Putul)'।

Advertisements

Icche Putul: জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হওয়া এক ঝাঁক নতুন ধরবাহিকের মধ্যে অন্যতম হলো ‘ইচ্ছে পুতুল (Icche Putul)’। মাত্র কয়েক মাসের মধ্যেই জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে এই ধারাবাহিক। ইদানিং বেশ জমে উঠেছে ধারাবাহিকটি। বলতে গেলে দর্শকের ইচ্ছা মতোই এই ধারাবাহিকের গল্প এগিয়ে চলেছে। সকল দর্শকই চেয়েছিল যাতে বিয়ের পরই গিনির কাছে রূপের আসল চেহারা চলে আসে আর ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে তারই নিদর্শন পেয়েছে দর্শক যার কারণে একটি পর্বও মিস করতে চাইছেন না তারা।

Icche Putul Zee Bangla

Icche Putul

Advertisements

ধারাবাহিকের সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গিয়েছে রূপ গিনিকে জানিয়ে দিয়েছে তার বাবার টাকা পয়সা এবং আশ্রয় পেতেই গিনির মতো একটা মেয়েকে বিয়ে করতে বাধ্য হয়েছে সে। এরপরই গিনির সঙ্গে তার পূর্ব প্রেমিকাদের তুলনা টানে রূপ। রুপ তাকে বলে বিভিন্ন মেয়ের সঙ্গে ঘুরে বেড়াতে তার ভালো লাগে তারপর শখ মিটে গেলেই সে ছুঁড়ে ফেলে দেয়। রূপের কথা শুনে গিনির পায়ের তলা থেকে মাটি সরে যায়। এর মধ্যেই রূপের ঘরে এসে গিনিকে শালিনী দেবী জানিয়ে দেন রাতে একটি পার্টিতে যাওয়ার আছে। যেখানে তাকে যেতে হবে রূপের সঙ্গে। গিনিকে খুব সুন্দর করে সাজিয়ে দেয় শালিনী দেবী এবং খানিক হুমকির সুরেই বলেন যদি সে মুখ খোলে তবে সেও রূপের মতই খারাপ হয়ে যাবে। রূপের সঙ্গে পার্টির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে গিনি। রাস্তায় একটি ফুলের দোকানে আচমকাই তার ধাক্কা লাগে মেঘের সঙ্গে। মেঘকে সে তার পড়াশোনা ও গানের কথা জিজ্ঞাস করে। গিনি লুকানোর চেষ্টা করলেও তার গায়ের ক্ষতচিহ্ন নজর এড়ায়না মেঘের। সে বুঝতে পারে গিনি ভালো নেই। এরপর গিনি রূপকে নিয়ে গাঙ্গুলী বাড়িতে অষ্টমঙ্গলা করতে গেলেও রূপের আসল চরিত্র কাউকে বলতে পারেনা। অশ্লীল ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে গিনির মুখ বন্ধ করে দেয় রূপ।

Icche Putul New Episode

Icche Putul

Advertisements

এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আসন্ন নয়া পর্ব, যেখানে দেখা যাবে পার্টিতে গিয়ে গিনিকে ছেড়ে অন্য মেয়ের সঙ্গে অসভ্যতা করতে থাকে রূপ। তার এই রূপ দেখে গিনি ক্ষেপে যায়। কিন্তু এরই মধ্যে সেই পার্টিতে উপস্থিত হয়েছে মীনাক্ষী দেবী। রূপের এই অসভ্য আচরণ তারও নজর এড়ায় না। সে নিজের সিদ্ধান্তের উপর ধিৎকার জানায়। সে ভাবতে থাকে কীভাবে গিনির সামনে গিয়ে দাঁড়াবে সে এবং কিভাবেই বা তার মানুষ চিনতে এত ভুল হলো! সে গিনিকে খুঁজতে থাকে কিন্তু লজ্জায় সেখান থেকে নিজেকে আড়াল করে গিনি। এইসবের মাঝেই সেই অনুষ্ঠানে উপস্থিত হয় মেঘ ও জিষ্ণু। মীনাক্ষী দেবী মেঘকে দেখে তার বলা কথাগুলো ভাবতে থাকে। অন্যদিকে গিনি ভাবে মেঘকে যখন সে পেয়েছে তার সঙ্গে একবার কথা বলবে।

ঘুরে গেল গল্প! ময়ূরীর বদলে মেঘকে বরণ করে ঘরে তুলল মীনাক্ষী দেবী, প্রকাশ্যে মোড় ঘোরানো পর্ব 

Icche Putul

যদিও এই ভিডিওটি এখনও চ্যানেল কর্তৃপক্ষের তরফে প্রকাশ্যে আনা হয়নি। বরং সোশ্যাল মিডিয়ার ফ্যান পেজের তরফে ভিডিওটি আপলোড করা হয়েছে ইউটিউবে। তবে কি এইবার মেঘের সঙ্গে কথা বলাকালীন গিনিকে দেখতে পাবে মীনাক্ষী দেবী! গিনির গায়ে থাকা ক্ষতচিহ্ন কী চোখে পড়বে তার! কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প! জানতে দেখতে হবে ইচ্ছে পুতুল।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles