Icche Putul: পুড়লো মেঘের কপাল! নীলের সন্তানের মা হতে চলেছে ময়ূরী, প্রকাশ্যে চাঞ্চল্যকর পর্ব
ইদানিং বেশ জমজমাট হয়ে উঠেছে ধারাবাহিকের প্রতিটি পর্ব।

Icche Putul: বর্তমানে জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় আছে ‘ইচ্ছে পুতুল (Icche Putul)’। ইদানিং বেশ জমজমাট হয়ে উঠেছে ধারাবাহিকের প্রতিটি পর্ব। নিত্য নতুন চমক থাকছে দর্শকদের জন্য। নিয়মিত দর্শকরা সকলেই জানেন বিয়ের পর থেকে রূপ কীভাবে অত্যাচার করছে গিনির উপর। এমনকি গিনিকে বিয়ে করার আসল কারণ জানিয়ে সে বলে তার ভিন্ন ভিন্ন মেয়েদের সঙ্গে ঘুরে বেড়াতে মেলামেশা করতে ভালো লাগে, ব্যবহার করা হয়ে গেলে সে ছুঁড়ে ফেলে দেয়। এদিকে শালিনী দেবী গিনিকে বলতে থাকে রূপকে নিয়ে মানিয়ে গুছিয়ে থাকতে।
Icche Putul Zee Bangla
ধারাবাহিকের সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গিয়েছে রূপের সঙ্গে একটি পার্টিতে যাওয়ার জন্য শালিনী দেবী সুন্দর করে সাজিয়ে দেয় গিনিকে। মেকআপ দিয়ে তার গায়ের ক্ষত চিহ্ন ঢেকে দেয় সে। পার্টিতে যাওয়ার সময় ফুলের বুকে কিনতে একটি ফুলের দোকানে যায় গিনি। সেখানেই আচমকা তার সঙ্গে ধাক্কা লাগে মেঘের। মেঘকে দেখে থমকে দাঁড়িয়ে পড়ে গিনি তার পড়াশোনা ও গানের খবর নেয়। যা দেখে একটু অবাক হয় মেঘ। গিনির গায়ে ঘাড়ে অজস্র ক্ষতচিহ্ন লক্ষ করে সে। কিন্তু গিনিকে কিছু জিজ্ঞাস করার আগেই সে চলে যায় সেখান থেকে।
এরপরই বাড়ি ফিরে রূপ গিনিকে বলে সে তার সঙ্গেই থাকবে যদি তার বাবার অর্ধেক সম্পত্তি সে রূপের নামে করিয়ে দিতে পারে। গিনি রূপের কথায় রাজি না হলে তার গলা টিপে চুলের মুঠি ধরে মারতে থাকে রূপ। কোনারকমে তাকে ছাড়িয়ে নিয়ে যায় শালিনী দেবী। সে রূপকে বোঝাতে থাকে যে এরম ভাবে চলতে থাকলে সন্দেহ বাড়তে পারে। সে যেন গিনিকে কাছে টেনে বোঝাতে থাকে যাতে সে মুখ না খোলে। অন্যদিকে দেখা যায় মেঘের ইউনিভার্সিটিতে জিষ্ণু যাওয়ায় তাকে সকলের সামনে চূড়ান্ত অপমান করে নীল।
Icche Putul New Episode
এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আসন্ন পর্ব যেখানে দেখা যাবে রূপ গিনিকে মারধর করে ঘরে হাতপা বেঁধে ফেলে রাখে। তাকে সেখান থেকে উদ্ধার করে মেঘ নীলের হাতে তুলে দেয় তাকে। মীনাক্ষী দেবীও নিজের ভুল বুঝতে পেরে মেঘকে নিজের জীবনে ফিরে আসতে অনুরোধ করে। আবারও বিয়ের ঠিক হয় মেঘ ও নীলের। কিন্তু বিয়ের মণ্ডপেই বাধ সাধে ময়ূরী। মেঘ ও নীলের মালা বদলের সময় ময়ূরী এসে সকলকে জানায় মেঘ ও নীলের বিয়ে হলে তার গর্ভের সন্তানের কী হবে! সে নীলের সন্তানের মা হতে চলেছে। যদি নীল তাকে বিয়ে না করে তবে সেই বাচ্চার পিতৃ পরিচয় কি হবে।
ঘুরে গেল গল্প! ময়ূরীকে বিয়ে করতে অস্বীকার করলো নীল, প্রকাশ্যে মোড় ঘোরানো পর্ব
যদিও এমন কোনো ভিডিও চ্যানেল কর্তৃপক্ষের তরফে প্রকাশ্যে আনা হয়নি বরং ইউটিউবের একটি পেজ থেকে ভিডিওটি আপলোড করা হয়েছে। তবে কি সত্যিই নীল ও মেঘের নতুন পথচলায় আবারও বাধ সাধবে ময়ূরী! কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প! জানতে দেখতে হবে ইচ্ছে পুতুল।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি