Icche Putul: ধুন্ধুমার এপিসোড! ময়ূরীর মিথ্যা প্রেগনেন্সির নাটক ধরে ফেলল মেঘ
জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক 'ইচ্ছে পুতুল (Icche Putul)'। টানটান উত্তেজনা নিয়ে এগিয়ে চলেছে এই ধারাবাহিকটি।

Icche Putul: জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল (Icche Putul)’। টানটান উত্তেজনা নিয়ে এগিয়ে চলেছে এই ধারাবাহিকটি। টিআরপি তালিকাতেও বেশ ভালো ফলাফল করতে দেখা যাচ্ছে এই icche Putul ধারাবাহিকটিকে। নিয়মিত দর্শকরা সকলেই জানেন রূপ ও ময়ূরীর আসল রূপ সামনে আসার পর থেকেই গাঙ্গুলী বাড়ির সকলে আবারও মেঘকে আপন করে নিতে চাইছে। কিন্তু মেঘ তার সিদ্ধান্তে অনড় রয়েছে। সে ঠিক করেছে নীলকে সে ডিভোর্স দেবেই। আর সবকিছুর মাঝে নীল ও মেঘের ডিভোর্সের দিনও এসে গিয়েছে।
Icche Putul Zee Bangla
ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখা গিয়েছে মেঘকে গাঙ্গুলী বাড়িতে নিয়ে আসতে ফন্দি আঁটে নীল। ডিভোর্সের দিন সকালে সে মেঘকে অনুরোধ জানায় শেষ বারের মতো তার গাড়িতে তার সঙ্গে কোর্টে যেতে। নীলের কথায় রাজি হয়ে যায় মেঘ। নীল তাকে আনতে এলে তার গাড়িতে উঠে কোর্টের উদ্দেশ্যে রওনা দেয় মেঘ। উপর থেকে এই ঘটনার সবটাই দেখে ময়ূরী। কিছুটা রাস্তা যাওয়ার পর নীল মেঘকে বলে সে তার আইডি প্রুফগুলি ফেলে এসেছে যার কারণে মেঘকে নিয়ে তাকে একবার গাঙ্গুলী বাড়িতে ফিরতে হবে। মেঘ বুঝতে পারে নীল ইচ্ছাকৃত এই কাণ্ড ঘটিয়েছে। মেঘকে গাড়িতে রেখে নীল ভিতরে গেলে সেখানে উপস্থিত হয় গিনি। গিনি মেঘের সঙ্গে কথা বলতে বলতে তাকে একবার গাঙ্গুলী বাড়িতে যেতে অনুরোধ জানায়। মেঘ গিনির কথায় রাজি হয়ে গাঙ্গুলী বাড়িতে পা দিলে তাকে বরণ করতে আসে মীনাক্ষী।
মেঘ তাতে বাধা দিয়ে মীনাক্ষী দেবীকে বুঝিয়ে দেয় এক বছর সে প্রতিটা ক্ষেত্রে কতটা কষ্ট অপমান মুখ বুজে সহ্য করেছে। শশুরবাড়ির প্রায় সকলকেই হিপোক্রেট তকমা দেয় সে। নীলকে মেঘ জানায় যে সে আবারও মেঘের বিশ্বাস ভঙ্গ করেছে শুধুমাত্র তার স্বার্থসিদ্ধির জন্য। মেঘ নীলকে জিজ্ঞেস করে মেঘের বাইরে গান গাওয়া, আড্ডা মারা বা বন্ধু বান্ধবকে নীল মেনে নিয়ে থাকতে পারবে কিনা! এমন সময় সেখানে এসে ঠাম্মি মিলকে বলে সে কি এখনো চুপ করে থাকবে! এরপরই মেঘ চলে যেতে গেলে তাকে দাঁড়াতে বলে নীল।
Icche Putul Upcoming New Episode
এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আসন্ন আগামী পর্ব যেখানে দেখা যাবে ভিডিও ফুটেজ দেখিয়ে নীলকে হাত করতে না পারায় প্রেগনেন্সির নাটক করে তাকে ব্ল্যাকমেল করার ফন্দি আঁটে ময়ূরী। এরপরই দেখা যায় অসুস্থতার নাটক করে সে। ময়ূরীর এমন অসুস্থতা দেখে মেঘ তার কাছে এলে ময়ূরী জানায় সে নীলের সন্তানের মা হতে চলেছে। যা শুনে মেঘ জিজ্ঞেস করে এটা কীভাবে সম্ভব! ময়ূরী জানায় নীল মদ্যপ অবস্থায় তার সঙ্গে এই ঘটনা ঘটিয়েছে যদিও এখন তার কিছুই মনে নেই। এমন সময় ময়ূরীর ঘরের সামনে আসে নীল। দরজার আড়াল থেকে সবটা শুনে ময়ূরী বলে চিৎকার করে ওঠে নীল এবং মেঘকে জানিয়ে দেয় ময়ূরী তাকে ফাঁসানোর জন্য এইসব নোংরা মন্তব্য করছে। মেঘও মনে মনে ভাবতে থাকে যে ময়ূরীর বলা এই কথাগুলো সত্যি নাও হতে পারে।
গল্পে নতুন টুইস্ট! ঠাম্মির কথায় শেষবারের মত নীলকে ক্ষমা করল মেঘ, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব
যদিও এই ভিডিওটি চ্যানেল কর্তৃপক্ষের তরফে প্রকাশ্যে আনা হয়নি বরং ইউটিউবের একটি ফ্যান পেজ থেকে ভিডিওটি আপলোড করা হয়েছে। তবে কী সত্যি এইবার নীলকে পাওয়ার জন্য এতটা নিচে নামবে ময়ূরী! কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প! জানতে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি