বিনোদন দুনিয়া

Icche Putul: সত্যি আসল সামনে! রূপের আসল চরিত্র জানতে পেরে মেঘের কাছে ক্ষমা চাইল গিনি, প্রকাশে মোড় ঘোরানো পর্ব 

যত সময় এগোচ্ছে ততই জনপ্রিয়তার শিখরে পৌঁছাচ্ছে ইচ্ছে পুতুল (Icche Putul) ধারাবাহিকটি।

Advertisements

Icche Putul: যত সময় এগোচ্ছে ততই জনপ্রিয়তার শিখরে পৌঁছাচ্ছে ইচ্ছে পুতুল (Icche Putul) ধারাবাহিকটি। এই মুহূর্তে ধারাবাহিকের প্রতিটি পর্বে থাকছে নয়া চমক। নিয়মিত দর্শকরা সকলেই জানেন, মেঘ চেষ্টা করেও রূপ ও গিনির বিয়ে আটকাতে পারেনি। শেষ পর্যন্ত রূপের সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসেছে গিনি।

Icche Putul Zee Bangla

Icche Putul

Advertisements

শেষ পর্বে দেখা দিয়েছে, বরযাত্রী নিয়ে গাঙ্গুলী বাড়িতে উপস্থিত হয়েছে রূপের বাবা-মা। তবে বিয়ে করতে বসার আগেই মদ খেয়ে মাতলামো শুরু করেছে রূপ। যা স্পষ্ট বুঝতে পেরেছে মিনি ও লাল। কিন্তু মুখ ফুটে গিনিকে কোনো সত্যিই তারা জানাতে পারেনি। অন্যদিকে ঠাম্মির কথায় গিনির বিয়েতে উপস্থিত হয়েছে মেঘ। তাকে দেখে বেজায় চটেছে ময়ূরী। ময়ূরী মেঘকে তার গাঙ্গুলী বাড়িতে আসা নিয়ে কথা শোনাতে থাকলে মেঘ বলে রূপ আর সে মিলে আর কি কি প্ল্যান করেছে সেটা সে জানতে চায়। এরপরই নীল সেখানে উপস্থিত হয়ে ময়ূরীকে নিয়ে চলে যায়।

Icche Putul New Episode

Icche putul

Advertisements

এইসবের মাঝেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আসন্ন নয়া পর্ব। যেখানে দেখা যাবে, বিয়ের পরের দিনই সত্যের মুখোমুখি হয়েছে গিনি। রূপের চরিত্র ফাঁস হয়ে গিয়েছে তার সামনে। সে বুঝতে পেরেছে মেঘ এতদিন তাকে যা বলে আসছিল সেই কথাই সত্য। রুপ আসলেই একটি দুশ্চরিত্র এবং লম্পট ছেলে। এর পরের দৃশ্যেই দেখা যায় মেঘকে নিজের বৌদি বলে সম্বোধন করে তার কাছে ক্ষমা চাইছে গিনি। সে আরও বলে আমার জীবন শেষ হয়ে গেলেও আমি তোমার আর দাদাভাইয়ের জীবন শেষ হতে দেব না। ময়ূরীদির কোনো চক্রান্তই আর পরিপূর্ণতা পাবে না। এই কথা শুনে মেঘ বলে চিন্তা করো না রূপকে এমন ভাবেই শায়েস্তা করব যাতে ও ধরতে পারবে না কি হচ্ছে। সে গিনিকে ধৈর্য ধরতে বলে আশ্বস্ত করে যে রূপকে সে একদিন ঠিক করবেই। আড়াল থেকে গিনি ও মেঘের কথোপকথন শুনে চোখে জল আসে নীলের। তবে কি এইবার নিজের ভুল বুঝতে পেরে মেঘের কাছে ক্ষমা চাইবে নীল?

 ‘তুমি আমায় ঠকিয়েছো’! বিয়ের পরের দিনই রূপের দ্বিতীয় স্ত্রীর মুখোমুখি গিনি, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব

Icche Putul: সত্যি আসল সামনে! রূপের আসল চরিত্র জানতে পেরে মেঘের কাছে ক্ষমা চাইল গিনি, প্রকাশে মোড় ঘোরানো পর্ব 

তবে চ্যানেল কর্তৃপক্ষের তরফে ধারাবাহিকের এমন কোন পর্ব এখনো প্রকাশ্যে আনা হয়নি। সকল দর্শকই চাইছেন বিয়ের পর রূপের আসল চরিত্র এই ভাবেই ফাঁস হোক গিনির কাছে এবং সে বুঝুক মেঘ মিথ্যা কথা বলেনি বরং যাকে সে অন্ধের মত বিশ্বাস করেছে সেই তার পিছনে ছুরি মেরেছে। তবে আদৌ এমন কোনো ঘটনা ঘটবে কিনা বা আসন্ন পর্বগুলিতে কি হতে চলেছে তা জানতে দেখতে হবে ইচ্ছে পুতুল।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles