বিনোদন দুনিয়া

Icche Putul: ‘বৌদিকে আমরা ভুল বুঝেছিলাম জেঠিমনি’! মেঘকে অপমান করায় মিনাক্ষী দেবীর বিরুদ্ধে রুখে দাঁড়াল মিনি, প্রকাশ্যে দূর্ধর্ষ পর্ব

বর্তমানে ধারাবাহিকের গল্প জমজমাট হয়ে উঠেছে।

Advertisements

Icche Putul: বর্তমানে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছে ইচ্ছে পুতুল (Icche Putul) । বর্তমানে ধারাবাহিকের গল্প জমজমাট হয়ে উঠেছে। যার কারণে একটি এপিসোডও দর্শক মিস করতে চাইছেন না। গল্পে একের পর এক টুইস্ট হাজির করছেন নির্মাতা।

Icche Putul Zee Bangla

Icche Putul

Advertisements

নিত্য দর্শকরা সকলেই জানেন গিনির সঙ্গে রূপের বিয়ে সুসম্পন্ন হওয়ার পরে ময়ূরী নীলকে বিয়ে করার জন্য উঠেপড়ে লেগেছে। রূপের আসল চরিত্র সকলের সামনে আসার আগেই সে বিয়ে সেরে ফেলতে চায় নীলের সঙ্গে। কিন্তু এরই মধ্যে গিনি রূপের আসল চরিত্র বুঝে গিয়েছে। সে যে নিত্যদিন মদ খেয়ে বাড়ি ফেরে এবং অন্যান্য মেয়েদের সঙ্গে ঘুরে বেড়ায় এই কথা সে স্পষ্ট বুঝে গিয়েছে।পাড়া-প্রতিবেশীদের থেকেও একই কথা শুনেছে সে। এরপরই ভাত কাপড়ের অনুষ্ঠানে রূপের অসভ্য আচরণ গিনি কোনোমতেই মেনে নিতে পারে না। সে সিদ্ধান্ত নেয় বাড়ি ছেড়ে চলে যাবে কিন্তু বাড়ি ফিরে গিয়ে তার বাড়ির লোকেদের কি বলবে বুঝে উঠতে না পেরে নিজের ঘরে কান্নাকাটি করতে থাকে সে। এদিকে মেঘ ও নীলের ডিভোর্সের দিনক্ষণ ঠিক হয়ে গিয়েছে কিন্তু মন থেকেই ডিভোর্সটাকে দুজনেই মেনে নিতে পারছে না বরং আরো বেশি করে মনে পড়ে যাচ্ছে অতীতে কাটানো সুন্দর মুহূর্তগুলি।

গল্পে অবিশ্বাস্য চমক! গিনির থেকে আসল সত্যি জেনে ময়ূরীর গালে থাপ্পর মারলো মীনাক্ষী দেবী, প্রকাশ্যে দূর্ধর্ষ পর্ব

Icche Putul New Episode

Icche Putul: 'বৌদিকে আমরা ভুল বুঝেছিলাম জেঠিমনি'! মেঘকে অপমান করায় মিনাক্ষী দেবীর বিরুদ্ধে রুখে দাঁড়াল মিনি, প্রকাশ্যে দূর্ধর্ষ পর্ব

Advertisements

এরই মাঝে প্রকাশ ধারাবাহিকের আগামী পর্ব যেখানে দেখা যাবে, নীলের পায়ে চোট লাগায় তাকে বাড়ি পৌঁছে দিতে যায় মেঘ। তাকে দেখে ক্ষিপ্ত হয়ে মীনাক্ষী দেবী বাড়ির বাইরে বের করে দিতে গেলে মিনি মেঘকে বৌদি বলে ডেকে থামতে বলে তার মাকে। মিনির মুখে বৌদি ডাক শুনে বেশ অবাক হয় মেঘ। নীল তার মাকে জানায় তার পায়ে চোট লাগলে মেঘের সেবাতেই সে সুস্থ হয়ে ওঠে এবং মেঘ তাকে সেই কারণেই বাড়িতে ছাড়তে এসেছে। কিন্তু মিনির মুখে বৌদি ডাক শুনে মীনাক্ষী দেবী তাকে জিজ্ঞেস করে তার মতিভ্রম হয়েছে কিনা! মিনি জানায় বৌদিকে তো বৌদি বলেই ডাকবে সে। তখনই নীল মিনির কাছে আসল কথাটা জানতে চায়, মিনি বলে সে সব কথা সবাইকে বলবে কিন্তু তার আগে মেঘকে যেন এই বাড়ি থেকে আর চলে যেতে না হয়। মিনির কথা শুনে মীনাক্ষী দেবী বলে আর কয়েকদিন বাদে ময়ূরীর সঙ্গে নীলের বিয়ে সে এখন এমন ধরনের কথা কেন বলছে? মিনি জানায় দুদিন পরের কথা সে জানে না এখন আপাতত মেঘ তার বৌদি। তাই সে তার দাদাকে বলে সে যেন মেঘকে এখানেই রেখে দেয়। তবে এবার কি করবে নীল! সে কি মেঘকে থাকতে অনুরোধ করবে? মিনির এই আর্জি কি মেনে নেবে মীনাক্ষী দেবী নাকি আবার কোনো নতুন অশান্তি শুরু হবে গাঙ্গুলী পরিবারে? কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প! জানতে দেখতে হবে ইচ্ছে পুতুল (Icche Putul)।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles