Icche Putul: অবিশ্বাস্য চমক! কলেজে মিনির সঙ্গে অসভ্যতা করলে রূপকে উচিত শিক্ষা দিল জিষ্ণু, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব
ধারাবাহিকের সাম্প্রতিক পর্বগুলিতে দেখা গিয়েছে টানটান উত্তেজনা।

Icche Putul: বর্তমানে জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় রয়েছে ইচ্ছে পুতুল (Icche Putul)। কয়েক মাসের মধ্যেই দর্শকের মনে চাহিদা করে নিয়েছে এই ধারাবাহিক। ধারাবাহিকের সাম্প্রতিক পর্বগুলিতে দেখা গিয়েছে টানটান উত্তেজনা। একের পর এক টুইস্ট দর্শকদের জন্য সাজিয়ে রেখেছেন নির্মাতারা। দর্শকদের মনে এখন শুধু একটাই প্রশ্ন এরপর কি হবে? নিয়মিত দর্শকরা সকলেই জানেন বেশ কয়েকদিনই ধারাবাহিকের গল্প আবন্তিত হচ্ছে রূপ ও গিনির বিয়েকে কেন্দ্র করে।
Icche Putul Zee Bangla
কিছুদিন আগের টেলিকাস্ট করা পর্বে দেখা গিয়েছিল, ময়ূরী তার প্ল্যানে সফল হয়েছে। মেঘকে আবারো ভুল বুঝে নীল তার জীবন থেকে তাকে দূরে সরিয়ে দিয়ে ময়ূরীকে আপন করে নিয়েছে। যা এতদিন ধরে চাইছিল ময়ূরী। অন্যদিকে ময়ূরীর মিথ্যা কথায় বিশ্বাস করে রূপের মতো একটা লম্পট ছেলের সঙ্গে গিনির বিয়ের ঠিক করে গাঙ্গুলী পরিবারের সকলে। মেঘ বাধা দিলেও তার কথা বিশেষ পাত্তা দেয়নি কেউই। তবে বিয়ের দিনই রূপের চরিত্র একটু একটু করে ধরা পড়েছে মিনি ও লালের চোখে। কিন্তু শেষ রক্ষা হয়নি।রূপের বিয়ে সুসম্পন্ন হয়েছে গিনির সঙ্গে। এদিকে বিয়ের দিনই গিনির বদলে রূপের মনে ধরেছে তার বোন মিনিকে। সে প্রাণপণে তাকে পেতে চাইছে। রূপের অসভ্যতামো কিছুটা বুঝতেও পেরেছে মিনি। তাই সবাই গিনির বিয়ে নিয়ে আনন্দ প্রকাশ করলেও তার মনে একটা সংশয় থেকেই যায়।
Icche Putul New Episode
এরই মাঝে প্রকাশ্যে এসছে ধারাবাহিকের আসন্ন পর্ব, যেখানে দেখা যাবে মিনির কলেজে পৌঁছে যায় রূপ। সেখানে মিনির সঙ্গে সেই অসভ্যতা করার চেষ্টা করলে রূপের হাত থেকে মিনিকে রক্ষা করে জিষ্ণু। মিনি জিষ্ণুর প্রেমে পড়ে এবং মিনিকেও বেশ পছন্দ করে জিষ্ণু ঠিক এই সময়ে পিছনে এসে দাঁড়ায় মেঘ। সে এসে গলায় হালকা কাশি দিয়ে বলে সে তার দাদার জন্য মিনির মতোই একটা ভালো মেয়ে চাইছিল। জিষ্ণু বলে মিনির জামাইবাবু ওর সঙ্গে অসভ্যতা করছিল তাই সে তাকে শুধুমাত্র বাঁচিয়েছে। মিনি মনে মনে ভাবতে থাকে তারা এতদিন যা ভেবেছিল সেই সবই মিথ্যে সে আজই নীল ও তার মাকে গিয়ে সমস্ত কথা খুলে বলবে। এইসবের মাঝে সেখানে চলে আসে নীল ও ময়ূরী। ময়ূরী এসেই জিষ্ণুকে জড়িয়ে মেঘকে নোংরা মন্তব্য করতে থাকলে এগিয়ে আসে মিনি। তবে কি এইবার নীলকে সমস্ত সত্যি কথা বলে দেবে মিনি! নাকি ময়ূরীর চক্রান্তে আবারো নীল ভুল বুঝবে মেঘকে!
খবরদার! শিমুলের গায়ে হাত দিতেই পরাগকে উচিত শিক্ষা দিল শতদ্রু, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব
যদিও এমন কোনো পর্ব চ্যানেল কর্তৃপক্ষের তরফে এখনো প্রকাশ্যে আনা হয়নি। বরং সোশ্যাল মিডিয়ার ফ্যান পেজগুলির তরফে ভিডিওটি আপলোড করা হয়েছে ইউটিউবে। গল্পে আদৌ এমন কোনো ঘটনা ঘটবে কিনা বা গল্প কোন দিকে এখন মোড় নেবে তা জানতে অবশ্যই দেখতে হবে ইচ্ছে পুতুল।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি