Icche Putul: ধামাকাদার এপিসোড! সকলকে চমকে দিয়ে আবারও কোর্টে গিনির পাশে দাঁড়াল মেঘ
বর্তমানে প্রতিনিয়ত দর্শকদের মনোরঞ্জন করে চলেছেন জি বাংলার (Zee Bangla) 'ইচ্ছে পুতুল (Icche Putul)' ধারাবাহিকটি।

Icche Putul: বর্তমানে প্রতিনিয়ত দর্শকদের মনোরঞ্জন করে চলেছেন জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল (Icche Putul)’ ধারাবাহিকটি। যত দিন যাচ্ছে ততই ধারাবাহিকটির জনপ্রিয়তা বাড়ছে। জনপ্রিয়তার কারণে টিআরপি তালিকাতেও বেশ ভালো ফলাফল করছে এই ধারাবহিক। সঙ্গে ধারাবাহিকের প্রতিটি চরিত্র আলাদাভাবে নজর কেড়েছে দর্শকদের। ধারাবাহিকের নিত্য দর্শকরা সকলেই জানেন রূপ ও ময়ূরীর আসল চেহারা সামনে আসার পর নিজেদের ভুল বুঝতে পেরে মেঘকে বাড়ি ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছেন গাঙ্গুলী পরিবারের সকল সদস্য। কিন্তু মেঘ ডিভোর্সের সিদ্ধান্তে অনড় রয়েছে।
Icche Putul Zee Bangla
ধারাবাহিকের সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গিয়েছে ডিভোর্সের দিন ইচ্ছা করে নীল কোর্টে না যাওয়ায় মেঘ ও নীলের ডিভোর্সটা আটকে যায়। উকিল জানিয়ে দেন যা হবে আবার সব পূজোর পর। এরই মাঝে দেখা যায় নীলের পাড়ার দুর্গা পুজোর অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মেঘকে অনুরোধ করে পাড়ার ছেলেরা। এমনকি মেঘের বাড়ি পর্যন্ত চলে যায়। কিন্তু নীলের পাড়ায় গান গাইবে না বলে মেঘ জানিয়ে দেয় সে যেহেতু আর ওই পাড়ার বউ নেই তাই উপযুক্ত পারিশ্রমিক দিলে তবেই সে গান গাইবে। মেঘের এই ব্যবহার অবাক করে সকলকে। যদিও তারা জানিয়ে আসেন ক্লাবের অন্যান্য সকলের সঙ্গে আলোচনা করে মেঘকে জানানো হবে।
Icche Putul Latest Episode
ধারাবাহিকের শেষ পর্বে দেখা গিয়েছে সব ঘটনা নীলকে খুলে জানান তাদের পাড়ার বিমল কাকু। নীল বুঝতে পারে মেঘ তাদের পাড়ায় গান গাইবে না বলেই এত বেশি পারিশ্রমিক চেয়েছে। নীল মনে মনে ঠিক করে সে মেঘকে গান গাওয়াবেই। তাই সে পাড়ার ছেলেদের জানিয়ে দেয় তাদের বাজেটের বাইরে যে টাকা লাগবে সেটা নীল দেবে। যা শুনে খুশি হয়ে যায় সকলেই। এরই মধ্যে গিনি ও রূপের কেস কোর্টে উঠেছে যার কারণে বেশ ভয় পেয়ে আছে গিনি। গিনির উকিল তাকে আশ্বস্ত করে যে রূপের নামে যা যা চার্জশিট আছে তাতে কোনোভাবেই সে জেল থেকে ছাড়া পাবেনা। এমন সময় কোর্টে উপস্থিত হয়ে গিনির উকিলের সঙ্গে কথা বলতে থাকে মেঘ। মেঘকে দেখে চমকে যায় সকলেই।
মেঘ গিনির উকিলকে জানায় রূপ যাতে কোনোভাবেই জেলের বাইরে আসতে না পারে তার ব্যবস্থা করতে। গিনির উকিল জিজ্ঞেস করে মেঘ যা বয়ান দিয়েছে সেই কথাই কোর্টে বলতে পারবে কিনা! মেঘ জানায় সে আবারও একই কথা বলবে। এরপরই দেখা যায় রূপ ও রূপের মাকে কোর্টে নিয়ে যাচ্ছে পুলিশ। রূপকে দেখে ভয় পেয়ে গিনি মেঘের হাত ধরে গিনি। রূপ গিনির দিকে এগিয়ে এলেও মেঘ সামনে থাকায় কিছু না বলেই চলে যায়।
মোড় ঘোরানো পর্ব! শিমুলের সঙ্গে শতদ্রুর বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন মধুবালা দেবী!
তবে কী কোর্টের নির্দেশে জেল থেকে ছাড়া পাবে রূপ ও তার মা! আবারও কী কোনো বড় ক্ষতির সম্মুখীন হতে চলেছে গাঙ্গুলী পরিবার ও মেঘ! কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প! জানতে দেখতে হবে ইচ্ছে পুতুল।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি