খবর

Bank Privatization: এবার দেশের এই ব্যাঙ্কটিকে ‘বিক্রির’ পরিকল্পনা নিল কেন্দ্র, শুরু বেসরকারিকরণের পালা

সম্প্রতি আইডিবিআই ব্যাঙ্কের প্রচুর শেয়ার নিলামের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

Advertisements

Bank Privatization: গত আর্থিক বর্ষেই ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া (আইডিবিআই) ব্যাঙ্কের বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। সরকারের তরফে জানানো হয়েছিল যে কমতে পারে সরকারি ব্যাঙ্কের সংখ্যা। মূলত যে সকল ব্যাঙ্কগুলিতে ধারাবাহিকভাবে ঘাটতি দেখা দিয়েছে সেই ব্যাংকগুলিকেই বেসরকারিকরণ করা হয়েছে।

IDBI Bank Privatization

Bank Privatization

Advertisements

সম্প্রতি আইডিবিআই ব্যাঙ্কের প্রচুর শেয়ার নিলামের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে আইডিবিআই ব্যাঙ্কের সম্পদের মূল্যায়ন এবং কৌশলগত বিনিয়োগে সাহায্য করার জন্য সরকার একটি অ্যাসেট ভ্যালুয়ার নিয়োগের কথাও ভাবছে। এলআইসির সহযোগিতায় সরকার IDBI ব্যাঙ্কের প্রায় ৬১ শতাংশ শেয়ার বিক্রি করছে এবং এর জন্য বেশ কয়েকটি EOI ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। বর্তমানে সরকার এবং রিজার্ভ ব্যাঙ্ক বিডগুলি পরীক্ষা করছে। সরকার এবং আরবিআইয়ের অনুমোদন নিয়ে দরদাতাদের বিডিং প্রক্রিয়ার দ্বিতীয় পর্যায়ে যেতে হবে।

Bank Privatization

Advertisements

সোমবার ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট (ডিআইপিএএম), কেন্দ্রীয় সরকার ভারতীয় দেউলিয়া এবং দেউলিয়া বোর্ডের (আইবিবিআই) সঙ্গে রেজিস্ট্রার একটি স্বনামধন্য সম্পদ মূল্যায়নকারী সংস্থা নিয়োগের জন্য একটি RFP জারি করেছে। এই জারি করা বিজ্ঞপ্তিতে, ৯ই অক্টোবর পর্যন্ত দরপত্র দেওয়া যাবে। প্রতিবেদনে, সরকারী নথির উদ্ধৃতি দিয়ে, এই তথ্যটি ভাগ করা হয়েছে যে সরকার কর্তৃক নির্বাচিত মূল্যায়নকারী ব্যাংকের সম্পত্তির মূল্যায়ন এবং বিক্রয় প্রক্রিয়া চলাকালীন প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য দায়ী থাকবেন।

30 হাজারের বেশি টাকা থাকলেই বন্ধ হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট! RBI-এর নতুন নিয়ম!

Bank Privatization

মূলত সরকারের এই পদক্ষেপকে ব্যাঙ্ক বিক্রির প্রক্রিয়ার সূচনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। ডিসেম্বরের মধ্যে IDBI ব্যাঙ্কের জন্য আর্থিক বিড ইস্যু করার এবং চলতি আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকের মধ্যে অর্থাৎ ২০২৪ সালের মার্চের মধ্যে IDBI ব্যাঙ্কে তার শেয়ার বিক্রির পরিকল্পনা করা হচ্ছে। যদিও এই প্রক্রিয়া শুরু হয়েছিল জুলাইয়ে। বর্তমানে অ্যাসেট ভ্যালুয়ার নিয়োগের প্রক্রিয়াকে এগিয়ে রাখা হচ্ছে। IDBI ব্যাঙ্কে কেন্দ্রীয় সরকারের অংশীদারিত্ব ৪৫.৪৮ শতাংশ এবং বর্তমানে তারা ৩০.৪৮ শতাংশ শেয়ার বিক্রি করার কথা ভাবছে। অন্যদিকে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) ৪৯.২৪ শতাংশ শেয়ারের ৩০.২৪ শতাংশ বিক্রি করবে। আইডিবিআই ব্যাঙ্কের কৌশলগত বিনিয়োগের পরে সরকার ১৫% এবং এবং এলআইসি ১৯% অংশীদারিত্ব ব্যাঙ্কে রাখবে।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles