Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খবর

IDBI Bank Recruitment: IDBI ব্যাঙ্কের একাধিক শূন্য পদে নিয়োগ! জানুন বিস্তারিত

সম্প্রতি IDBI ব্যাঙ্কের তরফে ২১০০ টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।২২ শে নভেম্বর থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। চলবে আগামী ৬ই ডিসেম্বর পর্যন্ত। 

Advertisements

IDBI Bank Recruitment: চাকরি প্রার্থীদের জন্য সুখবর।  সম্প্রতি IDBI ব্যাঙ্কের তরফে ২১০০ টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আইডিবিআই ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারেন। ২২ শে নভেম্বর থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। যা চলবে আগামী ৬ই ডিসেম্বর পর্যন্ত।

IDBI- এর তরফে প্রকাশিত নোটিশের সঙ্গে নিয়োগ সংক্রান্ত পরীক্ষার দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়েছে। আগামী ৩০ ও ৩১ শে ডিসেম্বর পরীক্ষা নেওয়া হবে।জুনিয়র অ্যাসিট্যান্ট ম্যানেজার পদে নিয়োগের জন্য অনলাইন পরীক্ষা হবে ৩১ শে ডিসেম্বর এবং এক্সিকিউটিভদের জন্য অনলাইন পরীক্ষা হবে ৩০শে ডিসেম্বর। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।

Advertisements

IDBI Bank Recruitment

Number of vacancies

শূন্যপদের সংখ্যা

IDBI- এ ব্যাঙ্কে অ্যাসিস্ট্য়ান্ট ম্যানেজার গ্রেড ‘ও’ পদে মোট ৮০০টি শূন্যপদ রয়েছে। যার মধ্যে ৩২৪টি জেনারেল ক্যাটেগরির প্রার্থীদের জন্য, এসসি (SC)-দের জন্য ১২০টি ,ওবিসিদের (OBC) জন্য ২১৬ ও ইডব্লিউএস (EWS) এর জন্য ৮০টি খালি পদ রয়েছে।

Advertisements

 

এগজিকিউটিভ সেলস ও অপারেশনের ক্ষেত্রে শূন্য পদের সংখ্যা ১৩০০ টি। তার মধ্যে জেনারেল ৫৫৮, এসসি ২০০টি, ওবিসি ৩২৬ ও ইডব্লিউএস ১৩০ টি শূন্যপদ রয়েছে।

Age Limits:

বয়সসীমা: 

আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়সসীমা ২০-২৫ বছরের মধ্য হতে হবে।

Qualification Of Applicant

আবেদনকারী প্রার্থীর যোগ্যতা: 

Junior Assistant Manager (JAM), Grade ‘O’: এই পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের স্নাতক হতে হবে এবং নূন্যতম ৬০ শতাংশ পেতে হবে। জেনারেল এবং ওবিসি ক্যাটেগরির আবেদনকারীদের ক্ষেত্রে এই নম্বর প্রযোজ্য। অন্যদিকে সংরক্ষিত শ্রেণি অর্থাৎ তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং বিশেষভাবে সক্ষমdএর ৫৫ শতাংশ নম্বর নিয়ে স্নাতক হতে হবে। কোনও স্বীকৃতিপ্রাপ্ত বা সরকারের অনুমোদনপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে আবেদনকারী প্রার্থীদের। উক্ত প্রতিষ্ঠানে সরকারি সংগঠন যেমন- AICTE, UGC- এর অনুমোদন থাকতে হবে।

Executives – Sales and Operations (ESO): একজন স্নাতক ব্যক্তি এই পদের জন্য আবেদন করতে পারবেন। যে কোনো স্ট্রিমে একটি স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। তবে বিশ্ববিদ্যালয়টিতে সরকার বা সরকারি সংগঠন AICTE, UGC- এর অনুমোদন থাকতে হবে।

পাল্টে গেল দাদাগিরির সময়! কখন দেখা যাবে এই রিয়্যালিটি শো

IDBI Bank

Selection Procedure:

নির্বাচন পদ্ধতি 

জুনিয়র অ্যাসিসট্যান্ট ম্যানেজার (JAM), Grade ‘O’ পদের ক্ষেত্রে অনলাইন পরীক্ষা, ডকুমেন্ট বা নথির ভেরিফিকেশন, পার্সোনাল ইন্টারভিউ এবং প্রি-রিক্রুটমেন্ট মেডিক্যাল টেস্টের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। অন্যদিকে এক্সিকিউটিভ- সেলস এবং অপারেশনস (ESO) পদে নিয়োগের ক্ষেত্রে অনলাইন টেস্ট ডকুমেন্ট ভেরিফিকেশন এবং প্রি রিক্রুটমেন্ট মেডিক্যাল টেস্টের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।

Application Fee

তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি ২০০ টাকা। বাকিদের জন্য অ্যাপ্লিকেশন ফি ১০০০ টাকা। ডেবিট কার্ড (RuPay/Visa/MasterCard/Maestro), ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্ক, আইএমপিএস, ক্যাশ কার্ড/মোবাইল ওয়ালেটের সাহায্যে আবেদন ফি জমা দেওয়া যাবে।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles