বিনোদন দুনিয়া

Bollywood Actor: ছবির বাচ্চাটিকে চিনতে পারছেন? বর্তমানে বলিউডের জনপ্রিয় অভিনেতা ইনি

বলিউডের হ্যান্ডসাম তারকাদের মধ্যে অন্যতম হলেন এই 'সুনীল শেট্টি' (Suniel Shetty)।

Advertisements

Identify This Bollywood Actor: সাধারণ মানুষ সবসময়ই সিনেমাপ্রেমী। প্রত্যেকেরই সিনেমার মুখ্য আকর্ষণ নিজেদের পছন্দের তারকাদের এক ঝলক দেখা। তবে শুধু সিনেমা নয়, বরং তাঁদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে শৈশব, সমস্ত কিছু জানতে সাধারণ মানুষ বড়ই উৎসুক। মাঝে মধ্যে যদি সেই রকম কোনো তথ্য প্রকাশ্যে আসে, তবে কোনো কথাই নেই।

Recognize This Bollywood Actor

সাধারণ মানুষের কাছে তারকাদের শৈশব জীবন থাকে রহস্যে ঘেরা। তাই সেই সমস্ত বিষয় জানতে চেষ্টা চালিয়ে যান অনেকেই। অন্যদিকে বর্তমানে সামাজিক মাধ্যমের দৌলতে সেই সমস্ত ঘটনা জানা আরও সহজ হয়ে উঠেছে কারণ সামাজিক মাধ্যম সমস্ত বাধা-বিপত্তি পেরিয়ে পৌঁছে গিয়েছে সকলের বেডরুমে। তাতে মাঝে মধ্যেই ভাইরাল হয়ে পড়ে বিভিন্ন ধরনের ছবি কিংবা ভিডিও। সম্প্রতি ঠিক সেই রকমই একটি ছবি প্রকাশ্যে এসেছে।

Advertisements

Bollywood actor

যেখানে দেখা গিয়েছে, সাদাকালো ছবিতে এক ছোটো ছেলে দাঁড়িয়ে রয়েছে। তাঁর পরনে রয়েছে হাফ হাতা জামা। অনেকেই অবশ্য প্রথমে বুঝে উঠতে পারেননি ছেলেটিকে। ভালোভাবে দেখতে থাকুন ছোট্ট বালকটিকে! কি চিনতে পারছেন আপনাদের পছন্দের অভিনেতাকে? হ্যাঁ, ঠিক ধরেছেন! এই শিশুটি আর কেউ নন, সকলের পছন্দের ‘সুনীল শেট্টি’। বলিউডের হ্যান্ডসাম তারকাদের (Bollywood actor) মধ্যে অন্যতম হলেন এই ‘সুনীল শেট্টি’ (Suniel Shetty)।

Advertisements

চেনেন এই অভিনেতাকে? বর্তমানে বলিউডের সুপারস্টার ইনি

Suniel Shetty

৯০-এর দশক থেকে তিনি এক চেটিয়া ভাবে সকলের মন জয় করে চলেছেন। ‘বর্ডার’ থেকে শুরু করে ‘ফির হেরা ফেরি’, আজও সাধারণ মানুষের অনেক কাছের। ছবিটি ‘@SunielShetty_FC’ নামের এক ফ্যান পেজ থেকে পোস্ট করা হয়েছে। যা ইতিমধ্যেই কয়েক লক্ষ ভক্তের হৃদয়ে দাগ কেটেছে।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles