বিনোদন দুনিয়াখবর

Identify This Bollywood Actor: চেনেন এই অভিনেতাকে? বর্তমানে বলিউডের সুপারস্টার ইনি

ছোট থেকেই সিনেমা জগতের সাথে তার ওঠা-বসা।

Advertisements

Bollywood Actor: ছবিতে থাকা এই হালকা গোঁফের কিশোরটি আসলে বলিউডের একজন নামজাদা তারকা। ৯০ দশকের অনেক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। তবে শুরুর সময়ে তার জনপ্রিয়তা এত সহজেও আসেনি হাতের মুঠোয়। ছোট থেকেই সিনেমা জগতের সাথে তার ওঠা-বসা। অ্যাকশন হিরো (Bollywood actor) হিসেবে বলিউডে নিজের ছাপ ফেলেছেন তিনি। তার আড়াই কিলোর হাত নিয়ে সমালোচনার কোন শেষ নেই! কি চিনতে পেরেছেন জনপ্রিয় অ্যাকশন হিরোকে?

This Teenage Boy is A Great Bollywood Actor

Bollywood Actorহ্যাঁ এই প্রতিবেদনে যার কথা বলা হচ্ছে, তিনি হলেন সানি দেওল (Sunny Deol) আর এটি হল সানি দেওলের কিশোর বেলার এক ছবি। ১৯৮২ সালে অভিনয় জগতে পা দিয়েছিলেন তিনি। সেই সময়টা তার জন্য অতটাও সুখময় ছিল না। এরপর ১৯৯০ ঘায়েল ছবি তৈরীর পরিকল্পনা শুরু হয়। সেই ছবিটি পরিচালনা করছিলেন রাজকুমার সন্তোষী। তবে প্রযোজক হিসেবে কেউই তার জন্য অর্থ বিনিয়োগ করতে চায়নি।

ছবির ছোট্ট মেয়েটি এককালে ছিলেন বলিউডের সেরা অভিনেত্রী, বলতে পারবেন ইনি কে? 99 শতাংশ মানুষের উত্তর অজানা

No One Wanted to Spend Money on His Film

Advertisements

শেষ পর্যন্ত এগিয়ে আসেন সানি দেওলের বাবা ধর্মেন্দ্র। দু’জনে মিলে অভিনয় করেন ছবিতে। স্বাভাবিকভাবেই সেই সময় ধর্মেন্দ্র অভিনীত ছবি সুপারহিট হয়ে ওঠে। এর সাথে সাথেই সানির জনপ্রিয়তাও বেশ খানিকটা বেড়ে যায়। বাবার দরুন অভিনয় জগতে এলেও ঘটক, গদর, ত্রিদেব, অজয়, হিম্মত, বডিগার্ড এরূপ বহু অ্যাকশন ছবিতে তার অভিনয় সকলকে চমকিত করেছিল। বলিউডে অ্যাকশন হিরো হিসেবে তার নাম আজও শীর্ষ ভাগে উঠে আসে। আবারও খুব শীঘ্রই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে, সানি দেওল অভিনীত অ্যাকশন ছবি গদর টু।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles