বিনোদন দুনিয়া

Bollywood Actress: ছবির এই খুদেকে চিনতে পারছেন? বর্তমানে বলিউডের জনপ্রিয় তারকা ইনি

Advertisements

Bollywood Actress: সাধারণ মানুষ বরাবরই তারকাদের নিয়ে একটু বেশিই আগ্রহী। সেই তালিকায় সর্বাগ্রে থাকেন বলিউডের নানান অভিনেতা- অভিনেত্রীরা । তারাও নিজেদের বিভিন্ন কর্মকান্ড সাধারণ মানুষের সাথে ভাগ করে নেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি এরকমই এক জনপ্রিয় অভিনেত্রী (Bollywood Actress), তার ছোটবেলার ছবি সকলের সাথে ভাগ করে নিলেন। যা দেখে তো রীতিমতো অবাক সোশ্যাল মিডিয়াবাসিরা! অনেকেই তাকে চিনতে (Identify) ভুল করেনি। খুদে পাইলটকে দেখে বুঝে গেছেন যে, এই জনপ্রিয় তারকা আসলে কে!

Can you recognize this Bollywood actress?

Bollywood actress

ছবি তে থাকার পাইলটের পোশাক পরা সেই মিষ্টি খুদেটি আর কেউ নয়, বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অনন্যা পান্ডে (Ananya Pandey)। নিজের ছোটবেলার ছবি এভাবেই সোশ্যাল মিডিয়ায় সকলের কাছে ভাগ করে নিয়েছেন তিনি। তার বাবা চাঙ্কি পান্ডেও সমানভাবে জনপ্রিয়। তবে মেয়ে বলিউডের বেশ কিছু সিনেমার দ্বারাই জনপ্রিয়তা পেয়েছে। ভিডিওতে অভিনেত্রীর পাশাপাশি তাকেও দেখা গেছে, পোস্ট করা আরেকটি ভিডিওতে।

Advertisements

Actress Ananya Pandey Shares Her Childhood Video

ভিডিওটিতে চাঙ্কি তার ছোট্ট মেয়েকে একাধিক প্রশ্ন করেছেন, তিন দেখা গেছে। তিনি মেয়ে অনন্যাকে প্রশ্ন করেছিলেন, তিনি কি প্লেন চালাবেন নাকি তিনি বিমান সেবিকা? এর উত্তরে অভিনেত্রী বলেছিলেন, তিনি পাইলট। তারপরেই তিনি মেয়েকে বলেন তাকে খুব সুন্দর লাগছে। এভাবেই অভিনেত্রীর পোস্ট কথা ভিডিও এবং ছবি, দর্শকদের মন জিতে নিয়েছে। নানান মন ভালো করা ফটোতে ভরে উঠেছে ওই ছবি ও ভিডিওর কমেন্ট বক্স।

চেনেন এই অভিনেতাকে? বর্তমানে বলিউডের সুপারস্টার ইনি

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles