Bollywood Actress: শৈশবের ছবি দেখে চিনতে পারছেন এই অভিনেত্রীকে? সময় মাত্র ৫ মিনিট
বলিউডে তাঁকে 'জুবিলী গার্ল' বলে আখ্যা দেওয়া হতো।

Bollywood Actress: আজকের এই প্রতিবেদনে হাজির করা হয়েছে একটি চমকপ্রদ চ্যালেঞ্জ। এটিকে চোখের পরীক্ষা বলেও আখ্যা দেওয়া যেতে পারে। তবে কোনো প্রকার অপটিক্যাল ইলিউশনের ধাঁধা এটি নয়! ছবি দেখে চিহ্নিতকরণ করতে হবে এক জনপ্রিয় অভিনেত্রীকে। তাঁর ছোটবেলার ছবি তুলে ধরা হয়েছে প্রতিবেদনের পাতায়। সাদাকালো ফ্রেমে মোড়া এই ছবিটি দেখে বলতে হবে, বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী কে ছিলেন? তবে সমাধানকারীদের হাতে সময় কিন্তু মাত্র ৫ মিনিট। এর মধ্যেই পর্যবেক্ষণ করে সঠিক উত্তরটি দিতে হবে।
Identify This Bollywood Actress from Her Childhood Photo
সাদা-কালো ছবিটিতে দেখা যাচ্ছে, একটি বাচ্চা মেয়ে নাচের পোশাক পরে দাঁড়িয়ে রয়েছে। তাঁর ছবিটি দেখেই বোঝা গেছে, শাস্ত্রীয় নৃত্যে তিনি অত্যন্ত দক্ষ ছিলেন। ১৯৬০-৭০ দশকের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী ছিলেন ছবির এই মেয়েটি। বলিউডে তাঁকে ‘জুবিলী গার্ল’ বলে আখ্যা দেওয়া হতো। কি চিনতে পেরেছেন এই জনপ্রিয় অভিনেত্রীকে?
You Have 5 Minutes
না পারলে আর একটু জেনে নেওয়া যাক। এই অভিনেত্রী কোনোদিনই বিবাহ বন্ধনে আবদ্ধ হননি।তবে নিজের অভিনয় দক্ষতার দ্বারা লক্ষ লক্ষ দর্শকদের মন জয় করে নিয়েছিলেন একদা। রাজেশ খান্না, ধর্মেন্দ্রর মতো বড় বড় অভিনেতাদের সাথেও কাজ করেছেন তিনি। এবার চিনতে পারলেন ছবির এই তরুণীকে?
হ্যাঁ একদমই ঠিক ধরেছেন সাদা-কালো ছবির এই ইয়ং লেডি হলেন, একসময়ে বলিউডের খ্যাতনামা অভিনেত্রী ‘আশা পারেখ’ (Asha Parekh)।
Asha Parekh
কিছুদিন আগেই আশা পারেখ নিজের জীবন কাহিনী অবলম্বনে একটি বই লিখেছেন, নাম ‘আশা পারেখ: দ্য হিট গার্ল’। তাঁর এই আত্মজীবনীর মাধ্যমে অনেক না জানা কথা প্রকাশ্যে এসেছে। বায়োগ্রাফিতে তিনি লিখেছেন, তিনি জীবনে একটি মানুষকেই ভালোবাসতেন আর সে হলো তাঁর মেন্টের ‘নাসির হোসেন’। এছাড়া সম্প্রতি একটি ইন্টারভিউতে বিয়ে সম্পর্কে অভিনেত্রীর ধারণা কেমন, তা তিনি তুলে ধরেছেন সকলের সামনে। তিনি জানিয়েছিলেন, “বিয়েটা হলো ভাগ্যের ব্যাপারে। যদি কারোর হওয়ার থাকে তাহলে হবে আর যদি না হওয়ার থাকে তাহলে হবে না। আমার ভাগ্যে বিয়ে ছিল না। তাই আমার হয়নি। আশা করি আপনারাও আমার সাথে একমত হবেন”।
বলিউডের ‘পারফেক্ট গার্লফ্রেন্ড’! চিনতে পারছেন ছবির এই ছোট্ট মেয়েটিকে?
আশা পারেখের আত্মজীবনী নিয়ে লেখা বইটি মাত্র ছয় মাসের মধ্যেই বেস্ট সেলারের আখ্যা পেয়েছে। ইতিমধ্যেই এর দ্বিতীয় পর্ব প্রকাশনার চিন্তাভাবনা চলছে। অভিনেত্রী তাঁর বইয়ের এমন সাফল্যে কার্যত বেশ খুশি! তাঁকে যে দর্শকরা এখনো এতটা ভালোবাসে, সেটি জেনে সত্যিই উচ্ছ্বাসিত অভিনেত্রী।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি