Astrology: জন্মের তারিখ অনুযায়ী কোন পেশায় আপনার সাফল্য অবধারিত? জেনে নিন এখনি
জন্ম তারিখ (Date of Birth) মানলে জীবনে সেই সব কাজে সাফল্য লাভ পাওয়ার সম্ভাবনাও বেশি।

Astrology: জন্ম তারিখই বলে দেবে আপনার জীবনে কোন কাজটি শুভ, কোন কাজের মাধ্যমে জীবনে সাফল্য লাভ করতে পারবেন। জন্ম তারিখ (Date of Birth) মানলে জীবনে সেই সব কাজে সাফল্য লাভ পাওয়ার সম্ভাবনাও বেশি। পেশা বেছে নেওয়ার আগেই নিজের জন্ম তারিখ অনুযায়ী তা শুভ না অশুভ, জেনে নেওয়া একান্ত আবশ্যক। তাই দেরি না করে জেনে নিন, আপনার জন্মের তারিখে কোন পেশা সেরা।
Astrology: Date of Birth and Career Relation
১,১০,১৮ ২৮ তারিখ
এই তারিখ গুলিতে যাদের জন্ম হয়, তাদের সাথে সূর্যের খুব ঘনিষ্ঠ সম্পর্ক। তাদের পড়াশোনা খুব একটা ভালো হয় না। শাসন, প্রশাসন, রাজনীতি এইসব দিকেই তুখর হন এই জাতীয় মানুষেরা। সব দিকেই তারা নেতৃত্ব প্রদান করতে ভালোবাসেন। ২০২৩ সালে এই জাতীয় মানুষদের জীবনে কিছু ভালো-খারাপ পরিবর্তন ঘটতে পারে।
২,১১,১৯,২৯ তারিখ
এই তারিখগুলিতে যেসব জাতকদের জন্ম, তাদের সাথে চন্দ্রের সম্পর্ক রয়েছে । এদের অনেক সাধ্য সাধনার পরেই শিক্ষা সম্পূর্ণ হয়। এই জাতীয় মানুষদের নৌ বাহিনী, খাদ্য-পানীয়, শিক্ষা, চলচ্চিত্র, চিকিৎসা, শিল্প এই জাতীয় কর্মক্ষেত্রগুলিতে কাজের সুযোগ রয়েছে। এই জাতীয় মানুষদের ক্যারিয়ারের শুরুতে কিছু সমস্যা থাকলেও, ধীরে ধীরে তা দূরে সরে যায়। ২০২৩ সালে বড় পরিবর্তন আসতে পারে কর্মজীবনে।
৩,১২,২১,৩০ তারিখ
এই তারিখগুলিতে যাদের জন্ম তাদের বৃহস্পতির সাথে সম্পর্ক রয়েছে। এরা অত্যন্ত জ্ঞানী প্রকৃতির হয়। এদের শিক্ষাগত যোগ্যতা বেশ উন্নত মানের। এই জাতীয় মানুষদের সেরা কর্ম যোগ হলো শিক্ষা, ধর্ম, গণমাধ্যম, আইন প্রভৃতি। ক্যারিয়ারের শুরুতে এদের নানান সমস্যা দেখা দিলেও পরবর্তীকালে তা ঠিক হয়ে যায়। ২০২৩ সালে কর্মজীবনে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
৪, ১৩, ২২,৩১ তারিখ
এই জাতীয় জাতকদের সাথে রাহুর সম্পর্ক রয়েছে। এদের শিক্ষায় উত্থান-পতন বর্তমান। কম্পিউটার, ইলেকট্রিক্যাল, জ্যোতিষ শাস্ত্র, বিপণন এই জাতীয় ক্ষেত্রেই এরা সাফল্য লাভ করতে পারে। কর্মজীবন শুরু হবে অনেক অল্প বয়স থেকেই। ২০২৩ সালে বড় সিদ্ধান্ত আসতে পারে।
৫,১৪,২৩ তারিখ
বোধের সাথে সম্পর্ক রয়েছে এই জন্ম তারিখের মানুষদের। ব্যাংকিং, অর্থ, বিপণন, বাণিজ্য এই জাতীয় কর্ম ক্ষেত্রে এদের সাফল্য আসতে পারে । অনেক জিনিস ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।
৬,১৫, ২৪ তারিখ
এই তারিখগুলিতে যাদের জন্ম তাদের শুক্রের সাথে সম্পর্ক বর্তমান। শিক্ষার ক্ষেত্রে এদের বহু পরিবর্তন থাকে। মিডিয়া, মেডিসিন, কেমিকাল, জুয়েলারি, ফিল্ম, সৌন্দর্য, শিক্ষা এই জাতীয় দিকেই এদের কর্ম যোগ ভালো।
মানুষের মন পড়তে পারেন এই রাশির মহিলারা! আপনার সঙ্গিনী এই রাশির অধিকারিণী নয় তো?
৭,১৬, ২৫ তারিখ
যাদের এই জাতীয় তারিখে জন্ম তাদের কেতুর সাথে সম্পর্ক রয়েছে। এরা শিক্ষার দিক থেকে খুব বুদ্ধিমান হয়ে থাকে। ব্যবস্থাপনা, দর্শন, ভ্রমণ, সৃজনশীলতা, প্রযুক্তি এইসব দিকে এদের ভালো কেরিয়ার রয়েছে।
৮,১৭, ২৬ তারিখ
এই তারিখগুলিতে যাদের জন্ম তাদের সাথে সম্পর্ক শনির। এদের লেখাপড়া খুব একটা ভালো হয় না। কাজও বেশ বিলম্বের সাথে শুরু হয়। কারখানা, শিল্প, লোহা, কয়লা, আইন এই জাতীয় ক্ষেত্রে এদের ক্যারিয়ার ভালো হতে পারে।
৯,১৮,২৭ তারিখ
যে সব ব্যক্তিদের জন্ম এই তারিখে জন্ম তাদের সাথে মঙ্গলের সম্পর্ক রয়েছে। এদের শিক্ষার মান সব সময় মাঝামাঝি থাকে। সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন, জমি, কারখানা এই জাতীয় ক্ষেত্রে এদের সফলতা আসতে পারে ।
খুব অল্প বয়সেই কাজে জীবন শুরু হয়।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি