Diwali Lizard Astro: দিওয়ালির দিন ঘরে টিকটিকি দেখলে না তাড়িয়ে করুন এই কাজটি, সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে জীবন
দীপাবলির দিন লক্ষ্মী-গণেশ পূজোর পাশাপাশি বাড়িতে দীপান্বিতা লক্ষ্মী পূজাও করা হয়ে থাকে।

Diwali Lizard Astro: আর কয়েকদিন বাদেই দীপাবলী। হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে এটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি উৎসব। প্রতি বছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে ঘরে ঘরে দীপাবলী পালন করা হয়ে থাকে। ধনসম্পদ লাভের আশায় এই দিন ধনলক্ষ্মীর পূজা করা হয়ে থাকে। বিশ্বাস করা হয়, এইদিন মা লক্ষ্মী ভক্তদের বাড়িতে এসে আশীর্বাদ প্রদান করেন। দীপাবলির (Diwali) দিন লক্ষ্মী-গণেশ পূজোর পাশাপাশি বাড়িতে দীপান্বিতা লক্ষ্মী পূজাও করা হয়ে থাকে।
প্রচলিত মত অনুসারে দীপাবলির দিন ঘরে টিকটিকি দেখতে পাওয়া অত্যন্ত শুভ বলে গণ্য হয়। বিশ্বাস করা হয়, দীপাবলির (Diwali) দিন টিকটিকির রূপে ঘরে আসেন মা লক্ষ্মী। তাই দীপাবলীর দিন ঘরে টিকটিকি দেখলে বুঝতে হবে মা লক্ষ্মীর আগমন ঘটেছে। এইদিন যাতে মা লক্ষ্মীর পা বাড়িতে পড়ে সেই কারণে সমস্ত জানলা-দরজা খুলে দেওয়া হয়। অন্যসময় বাড়িতে টিকটিকি দেখলে সকলেই বিরক্তিবোধ বোধ করেন বা অনেকে আবার তাড়িয়েও দেন। কিন্তু জানেন কী দীপাবলীর দিন এই টিকটিকিই ঘরে শুভ ফল বহন করে আনতে পারে!
জানেন দীপাবলীর (Diwali) দিন কেনো ঘরে টিকটিকির আমন্ত্রণ জানানো হয় ?
বিশিষ্ট পণ্ডিতদের মতানুসারে, দীপাবলীর দিন যারা মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান তারা টিকটিকির থেকেই আশীর্বাদ পেয়ে থাকেন। তাই দীপাবলীর দিন ঘরে টিকটিকি ঘোরাঘুরি করতে দেখা গেলে বুঝতে হবে ঘরে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি পড়েছে। অনেকের মতে বাড়িতে টিকটিকি থাকা ভালো নয়। তবে দীপাবলীর দিন এই টিকটিকিই আলাদা তাৎপর্য বহন করে।
এই বছর চন্দননগরের জগদ্ধাত্রী পূজায় থাকছে নয়া চমক! চিন্তা কমবে স্থানীয় মানুষের
জানুন কেন টিকটিকি দেখা শুভ?
প্রচলিত বিশ্বাস অনুসারে, দীপাবলীর দিন ঘরে টিকটিকির দেখা মিললে আর্থিক বাধা-বিপত্তি দূর হওয়ার সঙ্গে সঙ্গে ঘরে ধনসম্পদের প্রাচুর্য দেখা দেয়। বিশিষ্ট পণ্ডিতদের মতে, ঘরের দেওয়ালে টিকটিকির দেখা পাওয়া গেলে বাড়ির ঠাকুরঘর বা পুজোর সিংহাসনে রাখা চাল নিয়ে টিকটিকির উপর ছিটিয়ে দিয়ে নিজের মনের কথা বললে খুব শীঘ্রই তা পূরণ হবে। এছাড়া শাস্ত্রে উল্লিখিত আছে, এইদিন টিকটিকি ঘরে এলে ধনলাভের সঙ্গে সম্পদ লাভের নতুন পথও খুলে যায়। প্রচলিত মতানুসারে, টিকটিকি ঘরের দেওয়ালে যেভাবে আটকে থাকে, ঠিক সেইভাবেই বাড়িতে অর্থ এবং সম্পদ আটকে থাকে এই সরীসৃপ প্রাণীর দ্বারা।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি