বিনোদন দুনিয়াভিডিও

Icche Putul: নীল অতীত! ময়ূরীর জীবনে আগমন নতুন নায়কের!

বর্তমানে একের পর এক ধামাকাদার পর্ব নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছে জি বাংলার (Zee Bangla) 'ইচ্ছে পুতুল (Icche Putul)' ধারাবাহিকটি।

Advertisements

Icche Putul: বর্তমানে একের পর এক ধামাকাদার পর্ব নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছে জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল (Icche Putul)’ ধারাবাহিকটি। যতদিন এগোচ্ছে ততই ধারাবাহিকের জনপ্রিয়তা বাড়ছে। যে কোনো ধারাবাহিকেই নায়ক বা নায়িকার পাশাপাশি খলনায়ক বা খলনায়িকার অভিনয় আলাদাভাবে দৃষ্টি আকর্ষণ করে দর্শকদের। আসলে যে কোনো ধারাবাহিকের প্রতি দর্শকদের আকর্ষণ জিয়ে রাখে তারাই। ইচ্ছে পুতুল (Icche Putul) ধারাবাহিকেও এর ব্যতিকম নেই। এই ধারাবাহিকেও খলনায়িকার চরিত্রে শ্বেতা ভট্টাচার্যের অভিনয় আলাদা ভাবে মনে ধরেছেন সকলে। নিত্য দর্শকরা সকলেই জানেন মেঘ ও ময়ূরী দুই বোন হলেও ছোটো বোনের প্রতি প্রথম থেকেই হিংসাত্মক মনোভাব পোষণ করেছে ময়ূরী।

Advertisements

Icche Putul Zee Bangla

Icche Putul

মেঘের রক্তে ছোটো থেকে প্রানে বাঁচলেও তার প্রতি কৃতজ্ঞ না হয়ে জীবনের প্রতি পদক্ষেপে তাকে বিপদে ফেলেছে ময়ূরী। মেঘের প্রতি রাগ আরও বেড়ে যায় নীল মেঘকে ভালোবেসে বিয়ে করার পর। ময়ূরী ঠিক করে মেঘের বিবাহিত জীবন সে নরক করে তুলবে। মেঘের বিয়ের পর থেকে শশুরবাড়িতে নানাভাবে তাকে হেনস্থা করতে থাকে ময়ূরী। প্রথম দিকে মুখ বুঝে সহ্য করলেও চরিত্রহীনার তকমা দেওয়ার পর মেঘ প্রতিবাদী হয়ে ওঠে। এরপরই নীলের জীবন থেকে মেঘকে পাকাপাকি ভাবে বের করতে উদ্যোগী হয় ময়ূরী। যদিও এখন সেসব অতীত। রূপ ও তার চক্রান্ত সামনে আসার পর ময়ূরীর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সকলেই। তাই নীলের জীবনে কীভাবে আবার জায়গা করে নেবে নতুন করে তার ভাবনাচিন্তা করছে ময়ূরী।

Advertisements

দূর্ধর্ষ এপিসোড! মেঘকে মারতে গেলে শেষ পর্যন্ত ময়ূরীকে পুলিশের হাতে তুলে দিল তার বাবা

এরই মধ্যে জানা যাচ্ছে গল্পে আসতে চলেছে নতুন চমক। নীলের বদলে ময়ূরীর জীবনে আসতে চলেছে নতুন নায়ক। আসলে ফ্যান পেজের তরফে একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে টলি পাড়ার জনপ্রিয় অভিনেতা রাজা গোস্বামীকে (Raja Goswami) দেখা গিয়েছে। তবে কী নীলের বদলে এই নতুন নায়ক আসতে চলেছে ময়ূরীর জীবনে! কোন দিকে মোড় নিতে চলেছে ধারাবাহিকের আগামী পর্ব জানতে দেখতে হবে ইচ্ছে পুতুল।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles