India Post GDS Document Verification: ভারতীয় পোস্টের GDS-র রেজাল্ট প্রকাশিত হল, কবে নথি যাচাই করতে হবে? জানুন বিস্তারিত
ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফে সরকারি ওয়েবসাইটে গ্রামীণ ডাক সেবক অর্থাৎ (জিডিএস) পদের ফলাফল ঘোষণা করা হয়েছে।

India Post GDS Document Verification: ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফে সরকারি ওয়েবসাইটে গ্রামীণ ডাক সেবক অর্থাৎ (জিডিএস) পদের ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রার্থীরা ইন্ডিয়া পোস্টের ওয়েবসাইট অর্থাৎ indiapostgdsonline.cept.gov.in- থেকে ইন্ডিয়া পোস্ট GDS 2023- এর ফলাফল দেখতে পারবেন।
যে সকল প্রার্থীরা নির্বাচিত হয়েছেন তাদের ১৬ই সেপ্টেম্বর বা তার আগে নিজ নিজ বিভাগে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য উপস্থিত হতে হবে। তালিকাভুক্ত প্রার্থীদের আসল ছাড়াও সমস্ত প্রাসঙ্গিক নথির স্ব-প্রত্যয়িত (Self Attested) ফটোকপির দুটি সেট নিয়ে আসতে হবে।
India Post DV 2023 Date
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে তালিকাভুক্ত প্রার্থীদের ১৬ই সেপ্টেম্বর ২০২৩ এর মধ্যে তাদের নামের পাশে উল্লেখিত বিভাগীয় প্রধানের দ্বারা সকল ডকুমেন্ট যাচাই করাতে হবে। অর্থাৎ প্রার্থীদের ১৬ই সেপ্টেম্বর এর আগেই বিভাগীয় অফিসে পৌঁছতে হবে।
Documents Required for Indian Post DV 2023
যে সকল প্রার্থীদের তালিকাভুক্ত করা হয়েছে তাদের আসল ছাড়াও প্রতিটি প্রাসঙ্গিক নথির স্ব-প্রত্যায়িত ফটোকপির দুসেট যাচাইয়ের জন্য নিয়ে যেতে হবে।
যে সকল নথি প্রয়োজন
- বোর্ড পরীক্ষার আসল মার্কসশীট
- মূল সম্প্রদায়/কাস্ট শংসাপত্র।
- মূল PWD শংসাপত্র।
- আসল ট্রান্সজেন্ডার সার্টিফিকেট
- বার্থ সার্টিফিকেট
- মেডিকেল সার্টিফিকেট। যেকোনো সরকারি হাসপাতাল/সরকারি ডিসপেনসারি/সরকারি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ইত্যাদির মেডিকেল অফিসার হতে হবে (বাধ্যতামূলক)।
- আসল কাগজপত্র
Indian Post GDS Result
ইন্ডিয়ান পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটটে পিডিএফ ফরম্যাটে রাজ্যভিত্তিক নির্বাচিত প্রার্থীদের মেধা তালিকা আপলোড করা হয়েছে। ফলাফলের জন্য আবেদনকারী প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে হবে।
How to Download India Post DV List 2023?
ইন্ডিয়া পোস্ট ডিভি লিস্ট 2023 ডাউনলোড করার পদ্ধতি:
- প্রথমে ইন্ডিয়া পোস্ট অফিস-indiapostgdsonline.cept.gov.in-এর ওয়েবসাইটে গিয়ে শর্টলিস্টেড ক্যান্ডিডেট ট্যাবে যেতে হবে।
- এরপর রাজ্য নির্বাচন করতে হবে।
- এরপর ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস ডিভি শিডিউল তালিকা 2023 ডাউনলোড করতে হবে।
এটিএমে এবার থেকে করুন কার্ডবিহীন লেনদেন ইউপিআই-এটিএমের মাধ্যমে! জানুন বিস্তারিত
What is After India Post DV Round?
সকল নথি কর্তপক্ষ দ্বারা সঠিকভাবে যাচাই হয়ে গেলে প্রার্থীদের বাধ্যতামূলক প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হবে। নিযুক্ত কর্তৃপক্ষের যাচাইকরণ ব্যর্থ হলে সেই প্রার্থীকে বাতিল করা হবে। সকল নথি যাচাইয়ের ভিত্তিতে, সিস্টেম নিজেই (নিবন্ধিত এসএমএস/ইমেলের মাধ্যমে) প্রভিশনাল এনগেজমেন্টের প্রস্তাব পাঠাবে।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি