বিনোদন দুনিয়া

Indian Actress : ছোট্ট মেয়েটি এককালে বলিউডের সেরা অভিনেত্রী ছিলেন, বলতে পারবেন ইনি কে? 99 শতাংশ মানুষের উত্তর অজানা

ভাইরাল হওয়া সেই সাদা কালো ছবিতে দেখা যাচ্ছে মিষ্টি এক মেয়েকে। সুন্দর সাজে নিজেকে সাজিয়ে তুলেছে সে।

Advertisements

Indian Actress : সোশ্যাল মিডিয়ার (Social Media) রমরমায় এখন সবকিছুই যেন হাতের মুঠোয়। নিত্যদিন সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে একের পর এক তারকার ছোটবেলার ছবি। অনুরাগীদের মনের ইচ্ছা পূরণ করতে মাঝেমধ্যেই তারকারা নিজেদের ভেরিফাইড সোশ্যাল মিডিয়ায় আপলোড করে থাকেন ছোটবেলার ছবি। যা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তেমনই একটি ছবি (Indian Actress)। ভাইরাল হওয়া সেই সাদা কালো ছবিতে দেখা যাচ্ছে মিষ্টি এক মেয়েকে। সুন্দর সাজে নিজেকে সাজিয়ে তুলেছে সে।

Indian Actress :

Indian Actress : ছোট্ট মেয়েটি এককালে বলিউডের সেরা অভিনেত্রী ছিলেন, বলতে পারবেন ইনি কে? 99 শতাংশ মানুষের উত্তর অজানা

Advertisements

খুব অল্প বয়সেই অভিনয় জগতে হাতে খড়ি হয়েছিল জনপ্রিয় এই অভিনেত্রীর। সিনে প্রেমীদের তিনি উপহার দিয়েছেন একগুচ্ছ ছবি। কেবলমাত্র অভিনয় নয়, নৃত্য শিল্পেও ভীষণ পটু তিনি। কেবলমাত্র বলিউড নয়, তামিল, তেলেগু সহ বিভিন্ন ছবিতে মুখ্য চরিত্রে ধরা দিয়েছেন এই অভিনেত্রী।

Indian Actress

Advertisements

বুঝতে পারলেন কার কথা হচ্ছে? এখনও যদি বুঝতে না পারেন তাহলে আরও একটু হিনটস দিচ্ছি। প্রথম ছবিতে অভিনয় করে দর্শকদের মনে ঝড় তুলেছিলেন তিনি। একটা সময় মাত্র 10 টাকার পারিশ্রমিক নিয়ে অভিনয় জগতে নিজের কেরিয়ার শুরু করেছিলেন। অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, রাকেশ রোশন সহ বলিউডের বহু সুপারস্টারের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন এই অভিনেত্রী।

বলিউড থেকে টলিউড এক নামে সবাই চেনে! চিনতে পারছেন ছবির এই ছোট বাচ্চাটিকে?

Jaya Prada

হ্যাঁ ঠিকই ধরেছেন। ছোট্ট এই মেয়েটি বলিউডের প্রথম সারির অভিনেত্রী (Indian Actress) জয়া প্রদা (Jaya Prada)। ছোট থেকেই কিন্তু বেশ সুন্দরী ছিলেন তিনি। সেই প্রমাণ মিললো তাঁর এই ছবিতেই। প্রিয় অভিনেত্রীর ছোটবেলার ছবি দেখে আনন্দিত হয়ে উঠেছে ভক্তমহল। কমেন্ট বক্সে বইছে ভালোবাসার কমেন্ট।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি

Related Articles