খবর

Indian Railway Rules: টিকিট থাকলেও দিতে হবে জরিমানা! জেনে নিন রেলের নতুন নিয়ম

রেলপথে যাত্রা করার পাশাপাশি, রেলের বিভিন্ন নিয়মও জেনে রাখা দরকার।

Advertisements

Indian Railway Rules: দূরের পথ হোক বা কাছের, সর্বদাই মানুষের পছন্দের পরিবহন ব্যবস্থা রেলপথ। ভিনরাজ্যে যাতায়াতের ক্ষেত্রে যত লম্বা সফরই হোক না কেন, নির্ভরযোগ্যতার সঙ্গে ট্রেনকেই বেছে নেন যাত্রীরা। নিত্য যাতায়াতের এক অন্যতম মাধ্যম হলো এই রেলপথ। তবে রেলপথে যাত্রা করার পাশাপাশি, রেলের বিভিন্ন নিয়মও জেনে রাখা দরকার।

Railway Rules

Railway Rules

Advertisements

অনেকের কাছেই রেলের অনেক নিয়ম অজানা। ঠিক যেমন অনেকেই জানে না, টিকিট কাটলেও নির্দিষ্ট সময়ের পরে জরিমানা দিতে হয় রেল কর্তৃপক্ষকে। এমন নিয়মও রয়েছে ভারতীয় রেলওয়েতে (Indian Railway)। কিন্তু কেন এমন নিয়ম ! ধরা যাক, কেউ তার বন্ধু-বান্ধব বা আত্মীয়কে ট্রেনে তুলে দিতে গেছে, সেই কারণে তাকে প্ল্যাটফর্ম টিকিট কাটতে হয়েছে। তবে অনেক সময় প্ল্যাটফর্ম টিকিট থাকা সত্ত্বেও জরিমানার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষকে কিন্তু কেন?

Fine Will Have to Paid on The Platform Even If You Have a Train Ticket

Railway rules

একবার প্ল্যাটফর্ম টিকিট কেটে কেউ সারাদিন বা সারারাত স্টেশনে কাটাতে পারে না। প্ল্যাটফর্ম টিকিটেরও একটি নির্দিষ্ট সময়সীমা রয়েছে। একটি প্ল্যাটফর্ম টিকিট দু’ঘণ্টার জন্যই বৈধ থাকে। দু’ঘন্টা অতিক্রম হয়ে গেলে, সেই ব্যক্তিকে প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে আসতে হয়। তবে রাতের ক্ষেত্রে এই নিয়ম সম্পূর্ন আলাদা। রাতে ওই একই টিকিটে ৬ ঘন্টা পর্যন্ত প্ল্যাটফর্মে থাকতে পারেন একজন ব্যক্তি।

ট্রেনের টিকিট হারিয়ে গেলেও চিন্তা নেই! এই ছোট্ট কাজটি করলেই করতে পারবেন যাত্রা

Indian Railway Fine Amounts

Railway rules

যদি কেউ ওই নির্দিষ্ট সময়সীমার বাইরেও প্ল্যাটফর্মে থাকেন, সেক্ষেত্রে তাকে ২৫০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। এছাড়া কোনো ব্যক্তি যদি প্ল্যাটফর্ম টিকিট ছাড়াই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকেন, তবে এই জরিমানার পরিমাণ দ্বিগুণ হয়ে যায়।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles