খবর

Indian Railway Rules: ট্রেনের টিকিট হারিয়ে গেলেও চিন্তা নেই! এই ছোট্ট কাজটি করলেই করতে পারবেন যাত্রা

ডুপ্লিকেট টিকিট দিয়েও আপনি আপনার যাত্রা পথ অতিক্রম করতে পারবেন ট্রেনেই

Advertisement
Advertisements

Indian Railway Rules: অনেক দূরের পথ অতিক্রম করার জন্য সবথেকে নির্ভরযোগ্য এবং আরামদায়ক পরিষেবা হলো এই ট্রেনে (Indian Railway)। যদিও ট্রেনে যাতায়াতের জন্য অনেক রকমের ঝঁক্কি পোহাতে হয়। অনেক সময় দেখা যায় অনেক কষ্ট করে টিকিট জোগাড় করলেও ঠিক যাবার আগে তা হারিয়ে গেছে। তবে এক্ষেত্রে চিন্তা করার প্রয়োজন নেই! ডুপ্লিকেট দিয়েও আপনি আপনার যাত্রা পথ অতিক্রম করতে পারবেন ট্রেনেই।

Indian Railway Rules: টিকিট হারিয়ে গেলে কি করণীয়?

Indian Railway

  • টিকিট হারিয়ে গেলে আপনাকে সবার প্রথমে যোগাযোগ করতে হবে চেকারের সাথে, যে আপনাকে ডুপ্লিকেট টিকিটের ব্যবস্থা করে দেবে। এই ডুপ্লিকেট টিকিট পাওয়ার জন্য যদিও কিছু টাকা তো ব্যয় করতেই হবে। এক্ষেত্রে টাকার পরিমান নির্ভর করছে, আপনি কোথায় কিভাবে যাত্রা করবেন তার উপরে। এই জাতীয় যাবতীয় তথ্য আপনি পেয়ে যাবেন indianrail.gov.in-এ।
  • ৫০ টাকার বিনিময়ে থ্রি টায়ার এবং স্লিপার ক্লাসের জন্য পাওয়া যাবে। এর জন্য ১০০ টাকা জরিমানা দিতে হবে। যদি রিজার্ভেশন চার্ট তৈরি করার পরে আপনার টিকিটটি হারিয়ে যায়, তাহলে প্রায় ৫০ শতাংশ ভাড়া দিতে হবে।
  • টিকিট ছিঁড়ে গেলেও অসুবিধা নেই। সে ক্ষেত্রে ডুপ্লিকেট টিকিট তৈরি করে নেওয়া যাবে। এর জন্য আপনাকে ২৫ শতাংশ অর্থ দিতে হবে কিন্তু যাদের টিকিট ওয়েটিং-এ থাকবে, তাদের জন্য ডুপ্লিকেট টিকিট তৈরি করা সম্ভব নয়।

আরো জানুন :

Indian Railway

তবে কেউ যদি হারিয়ে যাওয়া টিকিট খুঁজে পায়, তাহলে সে টিকিট কাউন্টারে তা দেখাতে পারে পরবর্তী সময়ে এবং ডুপ্লিকেট টিকিটের অর্থ সে ফেরত পেয়ে যাবে। আবার যদি ঠিক ট্রেন ঢোকার মুখেই আপনার টিকিট হারিয়ে যায়, তাহলে আপনার আইডি প্রুফ অবশ্যই ট্রেনের চেকারকে দেখান। আপনার নামের সাথে তার তালিকার নথি মিলে গেলে কোন সমস্যা হবেনা। সেক্ষেত্রে চেকারের দেওয়া একটি স্লিপের মাধ্যমেই আপনি তাহলে যাত্রা করতে পারবেন।

এরকম আরও প্রতিবেদন পড়তে ঘুরে আসতে পারেন- এখান থেকে

Related Articles