India’s First UPI-ATM: এটিএমে এবার থেকে করুন কার্ডবিহীন লেনদেন ইউপিআই-এটিএমের মাধ্যমে! জানুন বিস্তারিত
হিতাচি পেমেন্ট সার্ভিস ভারতের প্রথম UPI-ATM পরিষেবা চালু করেছে।

India’s First UPI-ATM: বর্তমানে প্রায় প্রতিটি মানুষই এটিএম থেকে টাকা তুলে থাকেন।তবে এটিএম পরিষেবাতেও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে জালিয়াতি। এহেন পরিস্থিতিতে কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা তোলার জন্য ভারতে প্রথম UPI-ATM পরিষেবা চালু করা হয়েছে।
Hitachi Payment Services launches India’s first-ever UPI-ATM with NPCI
হিতাচি পেমেন্ট সার্ভিস ভারতের প্রথম UPI-ATM পরিষেবা চালু করেছে। জাপান ভিত্তিক হিতাচি লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান হিতাচি পেমেন্ট সার্ভিসেস মঙ্গলবার ভারতের ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই) সঙ্গে যৌথভাবে Hitachi Money Spot UPI ATM নামে একটি হোয়াইট লেবেল এটিএম (WLA) হিসাবে ভারতের প্রথম UPI-ATM পরিষেবা চালু করেছে। এর ফলে ডেবিট কার্ড ছাড়াই ‘QR Code’ স্ক্যান করে মুহূর্তের মধ্যে এটিএম থেকে টাকা তোলা যাবে।
Advantages Of UPI-ATM
UPI-ATM-এর সুবিধা
এটিএম কার্ড ছাড়াই টাকা তোলার সুবিধা থাকায় স্কিমিংয়ের সুযোগ থাকবে না যার ফলে জালিয়াতির পরিমাণ কিছুটা হলেও কমবে। এছাড়া লেনদেনের ক্ষেত্রেও সুরক্ষা বাড়বে।
হিতাচি পেমেন্ট সার্ভিসের তরফে জানানো হয়েছে যে, বর্তমানে দেশের ৩,০০০- এর বেশি এটিএমে ডেবিট কার্ড ছাড়া ‘QR Code’ স্ক্যান করে টাকা তোলা যাবে।
Transaction Amount
লেনদেনের পরিমাণ
দেশে প্রথমবার QR কোডের মাধ্যমে নগদ তোলার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে পাইলট প্রকল্প হিসাবে প্রায় ৭০০টি মেশিন লাইভ রয়েছে। তবে এখন যে কেউ ১০,০০০ টাকা পর্যন্ত তুলতে পারবেন। ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পাশাপাশি, বেশ কিছু নির্বাচিত ব্যাঙ্ক এই পরিষেবা প্রদানের জন্য জন্য যোগ দিয়েছে।
How to withdraw money from ATM (UPI-ATM)?
কীভাবে এটিএম (UPI-ATM) থেকে টাকা তুলবেন?
প্রথমে এটিএমে (UPI-ATM) যেতে হবে। স্ক্রিনে লেখা ‘UPI Cardless Cash’- এ ক্লিক করতে হবে।
এরপর কত টাকা তুলতে চান সেই অপশন আসবে। অপশনে থাকা পরিমাণের চেয়ে বেশি বা কম টাকা তুলতে চাইলে ‘Other Amount’-তে ক্লিক করতে হবে।
এরপর নির্দিষ্ট টাকার পরিমাণ লিখতে হবে।
এরপর নিজের ফোনের UPI অ্যাপ খুলে স্ক্রিনে আসা ‘QR Code’ স্ক্যান করতে হবে আপনাকে।
এরপর নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বেছে নিয়ে। ‘Confirm’-এ ক্লিক করতে হবে।
‘Confirm to withdraw cash’ অপশন আসার পর ‘Proceed’- অপশনে ক্লিক করতে হবে।
এরপর UPI পাসওয়ার্ড দিতে দিলেই এটিএমের মতো টাকা বেরিয়ে আসবে।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি