বিনোদন দুনিয়াভাইরালভিডিও

Viral Video: অসামান্য প্রতিভা, পাঁচ বছরের শিশুর গলায় অসাধারণ গান শুনে মুগ্ধ বিচারকমন্ডলী, ভাইরাল ভিডিও

টেলিপর্দায় বলিউডের অন্যতম রিয়্যালিটি শো হল ইন্ডিয়া'স গট ট্যালেন্ট

Advertisements

Viral Video: বর্তমানে সোশ্যাল মিডিয়া মানুষকে তথ্যসমৃদ্ধ করার বিনোদও দিয়ে থাকে। দিনের শেষে অবসরযাপনের জন্য মানুষ বেছে নাই সোশ্যাল মিডিয়াকে। এটি মানুষের মনোরঞ্জনের অন্যতম হাতিয়ার। এর পাশাপাশি আজকের দিনে টিভির সমস্ত সিরিয়াল বা রিয়্যালিটি শোয়ের ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় মানুষ অনেক বেশি সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হয়ে পড়েছে।

India’s Got Talent Season 9

Viral Video: অসামান্য প্রতিভা, পাঁচ বছরের শিশুর গলায় অসাধারণ গান শুনে মুগ্ধ বিচারকমন্ডলী, ভাইরাল ভিডিও

Advertisements

টেলিপর্দায় বলিউডের অন্যতম রিয়্যালিটি শো হল ইন্ডিয়া’স গট ট্যালেন্ট (India’s Got Talent)। সনি টিভির পর্দায় সম্প্রচারিত একটি হিন্দি ভাষার ট্যালেন্ট শো সিরিজ এটি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাধর প্রতিযোগিতারা অংশগ্রহণ করে এই শোয়ে। বিচারকদের কঠিন পরীক্ষার মুখোমুখি হয়ে মূল পর্বে পৌঁছায় প্রতিযোগীরা। বর্তমানে টেলিভিশনে এই শোয়ের ৯ নম্বর সিজন সম্প্রচারিত হচ্ছে।

খালি গলায় অসাধারণ গান গেয়ে আবারও ভক্তদের মন জিতলেন শ্রেয়া ঘোষাল, না শুনলেই মিস!

India’s Got Talent’s Viral Video

Viral Video

Advertisements

মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই শোয়ের বিভিন্ন নাচ বা গানের ক্লিপ ভাইরাল হতে দেখা যায়। সম্প্রতি তেমনই একটি ক্লিপ ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যেখানে দেখা যাচ্ছে ইন্ডিয়া’স গট ট্যালেন্টে অংশ নিয়েছেন এক ক্ষুদে প্রতিযোগী। সঙ্গে রয়েছেন তার মা। বিচারকদের সামনে মাত্র ৫ বছরের এই ক্ষুদে শিশুটি শ্রেয়া ঘোষালের গাওয়া কলঙ্ক সিনেমার বিখ্যাত ঘর মোরে পারদেশীয়া গানটি পরিবেশন করে। সঙ্গে তার মাও গলা মেলায় এই গানে। গানের সুর সারগাম সব কিছুই অত্যন্ত নিখুঁত ভাবে পরিবেশন করেন বাচ্চা মেয়েটি। তার গানে মুগ্ধ হয়েছেন সকল বিচারক।বিচারকের আসন থেকে উঠে এসে বাচ্চাটিকে আদর করেন শিল্পা শেঠি। SET India নামক youtube চ্যানেল থেকে আপলোড করাই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা পেয়েছে বিভিন্ন মানুষের প্রশংসা ও ভালোবাসায় ভরে উঠেছে ভিডিওটির কমেন্ট সেকশন।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles