Richest Man: আম্বানি কিংবা রতন টাটা নয়, বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি এই ভারতীয়! জানতেন?

India’s Richest Man: বিশ্বের ধনীতম (Richest Man) ব্যক্তির তালিকায় ভারতীয়রাও পিছিয়ে নেই। এই তালিকায় বরাবরই নাম লিখিয়েছেন মুকেশ আম্বানি, রতন টাটা কিংবা ধীরুভাই আম্বানির মতো ব্যক্তিরা। তবে অনেকেই হয়তো জানে না, এই সব নামজাদা কোটিপতির পিছনে লুকিয়ে থাকা আসল সত্য। বর্তমানে এই সব ব্যক্তিরা ধনী ব্যক্তির তালিকায় ভারত থেকে অনেকে নাম লিখিয়ে নিলেও, স্বাধীন ভারতের প্রথম ধনী ব্যক্তি ছিলেন নিজাম মীর ওসমান আলী খান (Nizam Mir Osman Ali Khan)।
World’s Most Richest Man From India
অনেকেই হায়দ্রাবাদের এই নিজাম মীর ওসমান আলী সম্পর্কে জানেনই না। তাকে নিয়ে একবার এক ম্যাগাজিনে বিশেষ খবর ছাপানো হয়েছিল। ১৯৩৭ সালের সেই রিপোর্ট অনুসারে, সেই সময়ের প্রায় ৩ বিলিয়ন টাকার অধিকারী ছিলেন ওই ব্যক্তি। তবে অত্যন্ত ধনী ব্যক্তি হওয়া সত্ত্বেও, তার কোন অহংকার বোধ ছিল না। এখনকার ধনী ব্যক্তিদের মতো
জীবন-যাপনও করতেন না তিনি।
বিশ্বের ধনকুবের ভিখারীকে চেনেন? তাঁর আয়ের অংকটা শুনলেই বন বন করে ঘুরবে মাথা
Nizam Mir Osman Ali Khan
বিশ্বের ধনীতম ব্যক্তি হওয়া সত্ত্বেও খুব সাধারণ পোশাক-আশাক পরতেন ওসমান আলী এবং অত্যন্ত সাধারণ ঘরেই বসবাস করতেন। তার শোয়ার ঘর বছরে মাত্র একবার পরিষ্কার করা হতো। জমানোর দিকেই বেশি নজর দিতেন এই ব্যক্তি। এমনকি তার বাড়িতে কোন অতিথি এলে, তিনি শুধুমাত্র চা-বিস্কুট খেতে দিতেন। ওসমান আলী খান ‘নিজাম’ উপাধি পায় ১৯১১ সালে। এরপর ১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার পরেই ধনী ব্যক্তির তালিকায় তিনি নাম করে নেন। সেই সময় তার সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ১৭.৪৭ লক্ষ টাকা। অনেকেই জানলে অবাক হবেন, সেই সময় দাঁড়িয়েও নিজাম নামে ওই ব্যক্তির নিজস্ব কারেন্সি এবং বিমান ব্যাবস্থা ছিল। সম্পত্তির মধ্যে প্রায় ১০০ মিলিয়ন পাউন্ড সোনা এবং ৪০০ মিলিয়ন পাউন্ড গয়না ছিল তার।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি