অফবিট

Richest States: আমাদের দেশের ধনীতম রাজ্য কোনটি জানেন? কত নম্বরে পশ্চিমবঙ্গ!

Advertisements

Richest States: দেশের উন্নতি সম্ভব তখনই যখন দেশের শিল্প এবং কৃষি সমান্তরাল ভাবে উন্নত হবে। আমাদের দেশের এখনও পর্যন্ত প্রায় 60 শতাংশ মানুষ গ্রামে বসবাস করেন। অর্থাৎ ভারতের বেশিরভাগ মানুষই কৃষি কাজের উপর নির্ভরশীল। শিল্প এবং ব্যবসার দিক থেকে ভারত অনেকটা এগিয়ে থাকলেও রয়েছে নানান সমস্যা। তবে দেশে রয়েছে বেশ কিছু ধনী রাজ্য (Richest States)। যদি কাউকে প্রশ্ন করা হয় সম্পত্তির দিক থেকে ধনীতম রাজ্য কোনটি তাহলে হয়তো উত্তরটা সকলেই দিতে পারবেন। আমাদের দেশের সবচেয়ে ধনী রাজ্য মুম্বাই, কারণ এখানে বসবাস করেন বেশিরভাগ ধনকুবের। তবে কেবলমাত্র মুম্বাই নয় দেশের ধনী রাজ্যের (Richest States) তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের নামও।

India’s Richest States:

Richest States

Advertisements

মহারাষ্ট্র : 400 বিলিয়ন ডলারের ওপর দাঁড়িয়ে রয়েছে ভারতের সবচেয়ে ধনী রাজ্য (Richest States)। দেশের আর্থিক রাজধানী মুম্বাই অবস্থিত মহারাস্ট্রে। এই দেশ মূলত তুলো, সয়াবিন এবং আখের প্রধান উৎপাদক হিসেবেই পরিচিত। আর তাই মুম্বাইকে বাণিজ্য নগরী বলা হয়ে থাকে।

তামিলনাড়ু : ভারতের দ্বিতীয় ধনী রাজ্য হল তামিলনাড়ু। 300 বিলিয়ান জিএসডিপির ওপর দাঁড়িয়ে রয়েছে এই রাজ্য। তামিলনাড়ু মূলত ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল এবং টেক্সটাইল সংস্থার জন্য বিখ্যাত।

Advertisements

উত্তর প্রদেশ: ভারতের সবচেয়ে জনবহুল রাজ্যের নাম উত্তর প্রদেশ। দেশের ধনীতম রাজ্যের তালিকায় তৃতীয় স্থান দখল করেছে এই রাজ্য। মোট 210 বিলিয়ন ডলারের ওপর দাঁড়িয়ে রয়েছে উত্তর প্রদেশ।

Richest States

গুজরাট : দেশের চতুর্থ ধনী রাজ্য গুজরাট। প্রায় 200 বিলিয়ন ডলারের ওপর দাঁড়িয়ে রয়েছে গুজরাট। শক্তিশালী রেল, বন্দর এবং সড়ক নেটওয়ার্কের জন্যই জনপ্রিয় ভারতের এই রাজ্য।

কর্ণাটক: এ রাজ্যের জিএসডিপি প্রায় 200 বিলিয়ন ডলার। তবে সমৃদ্ধির দিক থেকে গুজরাটের চাইতে পিছিয়ে রয়েছে কর্ণাটক। আর তাই ধনীতম রাজ্যের তালিকায় পাঁচ নম্বরের স্থান পেয়েছে এই রাজ্য।

Richest States

পশ্চিমবঙ্গ : আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ অবস্থিত এই তালিকার ষষ্ঠ স্থানে। প্রায় 150 বিলিয়ন জিএসডিপি সহ জিডিপির পরিপ্রেক্ষিতে নিজের জায়গা দখল করেছে পশ্চিমবঙ্গ।

রাজস্থান : 130 বিলিয়ন ডলারের ওপর দাঁড়িয়ে রয়েছে রাজস্থান। ভারতের ইতিহাস আজও বহন করে চলেছে এই রাজ্য। এই রাজ্য মূলত কৃষি, পর্যটন এবং খনিজ সম্পদের উপর নির্ভর করে রয়েছে।

অন্ধ্রপ্রদেশ : 120 বিলিয়ন জিএসডিপি ডলার নিয়ে অষ্টম স্থানে জায়গা করে নিয়েছে অন্ধ্রপ্রদেশ। এই রাজ্যের বিশাখাপত্তনম শহরটি রাজ্যের একটি প্রধান শিল্প এবং বন্দর শহর।

ভারতের গভীরতম নদী কোনটি জানেন? কোথায় আছে এর উৎসস্থল?

Richest States: আমাদের দেশের ধনীতম রাজ্য কোনটি জানেন? কত নম্বরে পশ্চিমবঙ্গ!

তেলেঙ্গানা: জিডিপির নিরিখে নবম স্থানে জায়গা পেয়েছে তেলেঙ্গানা। এর রাজধানী হায়দ্রাবাদ মূলত আইটি এবং ব্যবসার কেন্দ্র যা রাজ্যের অর্থনীতিতে উল্লেখযোগ্যভাবে অবদান রেখে চলেছে।

মধ্য প্রদেশ : দেশের 10 তম ধনী রাজ্যের তালিকায় একেবারে শেষে নাম রয়েছে মধ্যপ্রদেশের। এই রাজ্য ভারতের প্রাণকেন্দ্র নামেও পরিচিত। এই রাজ্যের জিএসডিপি প্রায় 120 বিলিয়ন।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles