ট্রেন্ডিং

Investigative skill: রেস্টুরেন্টে এসে লোকটির মানিব্যাগ হারিয়ে গেল! খুঁজে বের করুন মাত্র ৭ সেকেন্ডে

Advertisements

Investigative skill: বিভিন্ন সমস্যা সমাধান করতে ঠিক কতটা সক্ষমতা রয়েছে, তা চোখের ধাঁধার খেলার মাধ্যমে বুঝে নেওয়া সম্ভব । গভীর পর্যবেক্ষণ এবং দৃষ্টিশক্তিকে কাজে লাগিয়ে চোখের ভুলের সমাধানের মাধ্যমে এই জাতীয় ধাঁধার সমাধান বের করা হয়। বহু প্রাচীনকাল থেকেই এই জাতীয় খেলার চল রয়েছে। অনেকেই এক নজরে উত্তর খুঁজে বের করতে পারে। আবার অনেকেই অনেক চেষ্টা করে, অনেক পর্যবেক্ষণ করেও, ধাঁধার সমাধান করতে পারে না। আজকের এই প্রতিবেদনে এরকমই একটি বেশ শক্ত ধাঁধা হাজির করা হল, তার উত্তর দিতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে।

Investigative skill: Channel Your Inner Detective and Apot The Man’s Lost Wallet

Investigative skill

Advertisements

উপরে একটি সুন্দর ছবি দেওয়া হয়েছে। যেখানে দেখা যাচ্ছে একজন মহিলা ও পুরুষ একসাথে ডিনার করতে গেছে । স্বাভাবিকভাবেই বোঝা গেছে তারা যে ডেটে বেরিয়েছেন। টেবিলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে খাবার। খাবার শেষ করার পরে তারা মিষ্টিমুখও করছে। টেবিলে এক টুকরো কেকও দেখা যাচ্ছে। এরপর যিনি খাবার সার্ভ করছিলেন, তাকে বিল নিয়ে আসতে বলেন ওখানে উপস্থিত লোকটি। বিল মিটানোর জন্য সে পকেটে হাত দেয় যখন, তখন অবাক হয়ে যায় কারণ তার মানিব্যাগ পকেটে নেই! এর পরের কাজটা সমাধানকারীর অর্থাৎ ছবির মধ্যেই লুকিয়ে রয়েছে মানিব্যাগ। যেটা খুঁজে ফেলতে হবে সমাধানকারীকে। তাহলে আর দেরি না করে শুরু করে দিন খোঁজার কাজ।

Spot the Lost Wallet in 7 Seconds

Optical illusion

কি? মানিব্যাগ খুঁজে পেয়েছেন? না পেলে আর সময় নষ্ট করবেন না, সময় কিন্তু শেষের মুখে। এই ধাঁধার জন্য সময় ছিল মাত্র ৭ সেকেন্ড। পর্যবেক্ষণ করলেই মানিব্যাগটা পেয়ে যাবেন ছবির মধ্যেই।

ছবির ঘোড়াটির মালিক কে? ৬ সেকেন্ডে উত্তর দিলেই আপনি জিনিয়াস

Visual Test Solution

Investigative skill

সময় শেষ হল ঠিক এখানেই! খুঁজে পেলেন মানিব্যাগটি? না পেলেও অসুবিধা নেই! এবার পেয়ে যাবেন । মেয়েটির ঠিক পিছনেই লুকিয়ে রাখা হয়েছে মানি ব্যাগটি। বোঝাই যাচ্ছে সেই লুকিয়ে রেখেছে এবং হাসছে। বোঝার সুবিধার্থে বিশেষভাবে চিহ্নিতকরণ করে দেওয়া হল।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles