ট্রেন্ডিং

IQ Best Teaser : ছবিতে আছে পেপার প্লেন হাতে একটি শিশু, খুঁজে বের করে জিতে যান ব্রেন টিজারের এই খেলা

Advertisement
Advertisements

IQ Best Teaser : সারাদিন ফোন ঘাটতে ঘাটতে ক্লান্ত হয়ে গেছেন? খুঁজছেন নতুন কিছু! তাহলে অল্প কিছু সময় বের করে অপটিক্যাল এডুকেশন  বা ব্রেন টিজারের IQ best Teaser এই দুর্দান্ত খেলাটি খেলুন। আপনার হাতে যদি মাত্র ১০ সেকেন্ড সময় থাকে তবে করে নিন চোখের পরীক্ষা, এই খেলার দ্বারা আপনার দৃষ্টি শক্তির পরীক্ষা করে নেওয়া যাবে।

IQ best Teaser
এই খেলার মাধ্যমে অদ্ভুত ভাবে স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তি দুটোই খুলে যাবে। নানান রঙ, নানান আকৃতি, নানান মানুষ এর মাঝখানে বের করতে হবে বিশেষ কিছুকে মাথা খাটিয়ে। এই খেলা মন দিয়ে খেললে সাফল্য আসতে বাধ্য।

IQ best Teaser

IQ Best Teaser-টি দেখে নিন:

এই প্রতিবেদনে দেখুন একটি ছবি দেওয়া রয়েছে। যেখানে পার্কে শিশুরা খেলা করছে। এর মধ্যে আপনাকে বের করতে হবে, একটি বিশেষ শিশুকে। যে শিশুটি হাতে কাগজের এরোপ্লেন রয়েছে এবং সেটা নিয়ে খেলতে মত্ত সে। এত শিশুর মাঝে ওই একটি শিশুকে খুঁজে পাওয়াটা অতটাও সহজ নয় কিন্তু গভীরভাবে পর্যবেক্ষণ করলে এটি সম্ভব অতি সহজেই।

ধাঁধার উত্তরপর্ব :

IQ best Teaserকি তাহলে কি আপনিও পারলেন না, ছবি ওই বিশেষ শিশুটিকে খুঁজে বের করতে ? কাজটি শক্ত হলেও গভীর মনোনিবেশের দ্বারা সম্ভব । আপনার সুবিধার জন্য ছবিটিতে বিশেষভাবে চিহ্নিতকরণ করা হলো শিশুটিকে।

এরকম আরও প্রতিবেদন পড়তে ঘুরে আসতে পারেন- এখান থেকে