Eggplant or Mango : এটি আম নাকি বেগুন? ১০ সেকেন্ডে বলতে হবে সঠিক ফলের নাম! ভাইরাল অদ্ভুত ফলের ছবি!

ফলের রাজা আম ( Mango )। গরমকাল পড়তে না পড়তেই এর চাহিদাও তুঙ্গে! আম (Mango) চিনে নিতে বাঙালিদের খুব একটা অসুবিধা হয় না। পাকা-কাঁচা যেকোনো আমই বাঙালিররা বুঝে নিতে পারে সহজেই। এখন তো দেশের বিভিন্ন প্রান্তে এর ফলন দেখা যায়। গ্রীষ্ম প্রধান ফল হলেও প্রবল ঠান্ডাতেও এই ফলের চাষ আজ সম্ভব। যেরকম ভাবে শুরু হয়েছে কর্ণাটকে।
Is it an eggplant or mango :
তবে এই আমপ্রিয় বাঙালীর কর্নাটকের আম Mango চিনতে কিন্তু মাথার ঘাম পায়ে পড়বে! কোথায় হিমসাগর, ল্যাংরা, ফজলি আর কোথায় এই আম। কর্নাটকের উদুপি জেলায় এমন আম ফলেছে, যা দেখতে এক্কেবারে বেগুনের মতো। এই আম দেখলে কারোর সাধ্য নেই তা আম বলে চিনে নেওয়ার।
আপাতত সোশ্যাল মিডিয়াময় ভাইরাল এই আমের ছবি। এই জাতীয় আম দেখে চিনে নেওয়াটা চোখের পরীক্ষার থেকে কম কিছু না। বলা বাহুল্য , অপটিক্যাল ইলিউশনের খেলা এই আম চিনে নেওয়ার জন্য কেউ কেউ আবার, ১০ মিনিটের চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছে, মজা করে।
এই আম গাছের আসল মালিক কোটার সুব্রায় আচার্য। এর আকৃতি ভিন্ন হলেও এগুলি যে আসলে আমই তা জানিয়েছেন ওই ব্যক্তি। এছাড়াও এই ফলের গন্ধের দাঁড়াই বুঝে যাওয়া যাবে, এটি আসলে বেগুন না! আমই। এই অদ্ভুত আম ভাইরাল হতেই ওই বাড়িতে আশেপাশের লোকজন ভীড় জমায়। দেশব্যাপী লোক এই আম চেখে দেখতে চায়।