Aditya L1 Updates: সৌর দেশে পাড়ি দিল আদিত্য এল-১, চাঁদের পর সূর্য অভিযানে বড়সর সাফল্য পেল ইসরো
অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সূর্যের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর আদিত্য এল-১ মহাকাশযানটি।

Mission Aditya L1: ২৩ আগস্ট বুধবার সন্ধ্যায় চাঁদের কুমেরু অর্থাৎ দক্ষিণ মেরু স্পর্শ করেছে ল্যান্ডার বিক্রম। চাঁদের দক্ষিণ মেরুতে খোদাই হয়েছে ভারতের অশোক স্তম্ভ। তার কিছুদিনের মধ্যেই জানা গিয়েছিল ইসরোর পরবর্তী লক্ষ সূর্য। আজ সেই দিন। আজ ২রা সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সূর্যের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর আদিত্য এল-১ মহাকাশযানটি। ভারতের তরফে সূর্যের দিকে পাঠানো প্রথম মহাকাশযান এটি। চেন্নাই থেকে প্রায় ১৩৫ কিলোমিটার দূরে পূর্ব উপকূলে অবস্থিত মহাকাশবন্দর থেকে ৪৪.৪ মিটার লম্বা পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (PSLV) রকেটে সকাল ১১:৫০ মিনিটে এ মহিমান্বিতভাবে উড়ে গিয়েছে আদিত্য এল-১। মূলত সূর্য সম্বন্ধে বিশেষ খোঁজখবর নিতেই এই মহাকাশযান পাঠিয়েছে ইসরো। সূর্যের উপর কড়া নজরদারি চালাবে এই আদিত্য।
Aditya L1 Updates:
মহাকাশযানটিকে, ১২৫ দিনের মধ্যে পৃথিবী থেকে প্রায় ১.৫ মিলিয়ন কিমি যাওয়ার পর, সূর্যের সবচেয়ে কাছের ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্ট L1এর চারপাশে একটি হ্যালো কক্ষপথে স্থাপন করা হবে। এই পয়েন্টে পৌঁছানোর পর সূর্য সম্পর্কে তথ্য পাঠাতে শুরু করবে আদিত্য। আজ থেকে প্রায় ১৬ দিন পৃথিবীর চারপাশে এই মহাকাশ যানটি ঘুরবে। এই সময়ের মধ্যে পাঁচটি কক্ষপথের পরিবর্তনে সূর্যের দিকে যাওয়ার জন্য গতিবেগ বৃদ্ধি করবে এই মহাকাশযানটি। এরপর থেকে ১১০ দিন সূর্যের অভিমুখে যাত্রা শুরু করবে এই আদিত্য-এল ১ এবং ল্যাগরেঞ্জ পয়েন্টে দাড়িয়ে পর্যবেক্ষণ করবে সূর্যকে। এই পয়েন্টে সূর্য ও পৃথিবীর আকর্ষণ এবং বিকর্ষণ বল একইসঙ্গে ক্রিয়াশীল থাকায় যে কোনো কৃত্রিম উপগ্রহ এই পয়েন্টে স্থির থাকতে পারে। মূলত মহকাশের পরিবেশ এবং আবহাওয়ায় সূর্যের প্রভাব কীরূপ তা জানতেই উৎক্ষেপণ করা হয়েছে আদিত্য এল-১।
এই অভিযানটির জন্য বরাদ্দ হয়েছে ৩৭৮.৫৩ কোটি টাকা। ইসরোর এই অভিযান সফল হলে সৌর ঝড় সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে সক্ষম হবে বিজ্ঞানীগণ। এছাড়াও উঠে আসবে সূর্য সম্পর্কে না জানা আরও অনেক তথ্য। মূলত সৌর বায়ুমন্ডলের গতিশীলতা, করোনার উপর বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা,বেগ এবং ঘনত্ব পরিমাপ ইত্যাদি একাধিক বিষয় সম্পর্কে একাধিক তথ্য পাওয়া যাবে।
চাঁদের পর গন্তব্য সূর্য! চন্দ্রযান ৩-এর সফলতার পরই মিশন আদিত্য এল-১-এর ঘোষণা ইসরোর
মহাকাশযানটিতে ভিসিবল এমিশন লাইন করোনাগ্রাফি (ভিইএলসি) এবং সোলার আল্ট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ (এসএউআইটি) নামে মূল দুটি পে লোড রয়েছে। ল্যাগরেঞ্জ পয়েন্ট পৌঁছানোর পরবর্তী সময় এই ভিইএলসি পেলোড প্রতিদিন সূর্যের ১,৪৪০টি ছবি তুলে পাঠাবে। তাই এই পেলোডটি আদিত্য এল-১-এর অন্যতম গুরুত্বপূর্ণ পেলোড। অন্য পেলোডগুলি হল— সোলার লো এনার্জি এক্স-রে স্পেক্ট্রোমিটার (এসওএলইএক্সএস), হাই এনার্জি এল১ অরবিটিং এক্স-রে স্পেক্ট্রোমিটার (এইচইএল১ওএস), আদিত্য সোলার উইন্ড পার্টিকল এক্সপেরিমেন্ট (এসপিইএক্স) এবং প্লাজ়মা অ্যানালাইজ়ার প্যাকেজ ফর আদিত্য (পিএপিএ)।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি