ISRO Cheif S Somanath: চন্দ্রযানের নায়ককে উড়ানে পেয়ে গর্বিত! ইন্ডিগোর উড়ানে উষ্ণ অভ্যর্থনা ইসরো প্রধানের
সম্প্রতি ইন্ডিগোর একটি ফ্লাইটে ইসরো প্রধান এস সোমানাথকে অভ্যর্থনা দেওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে।

ISRO Cheif S Somanath: ২৩শে আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করেছে চন্দ্রযান-৩। পৃথিবীর প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে আধিপত্য বিস্তার করেছে ভারত। এই কর্মকান্ডে যাঁদের অবদান অনস্বীকার্য তারা হলেন ইসরোর বিজ্ঞানী ও গবেষকগণ। তাদের অক্লান্ত পরিশ্রমে আজ এত বড় সাফল্যের অধিকারী ভারত। ইতিমধ্যে সকলেই জানেন, এই বিশাল কর্মকাণ্ডের সকল বিজ্ঞানীদের মধ্যে যার অবদান সবচেয়ে বেশি তিনি হলেন এস সোমনাথ। তার তত্ত্বাবধানেই বর্তমানে ‘প্রজ্ঞান’ ঘুরে বেড়াচ্ছে চাঁদের বুকে।
ISRO Chief S Somanath receiving a warm welcome on an IndiGo flight
এরপরই নানা জায়গা থেকে প্রশংসিত হয়েছেন এস সোমনাথ এবং ইসরোর অন্যান্য বিজ্ঞানী ও গবেষকগণ। সম্প্রতি ইন্ডিগোর একটি ফ্লাইটে ইসরো প্রধান এস সোমানাথকে অভ্যর্থনা দেওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে।
হৃদয়স্পর্শী মুহূর্তটি ক্যামেরাবন্দি করে ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এয়ার হোস্টেস পূজা শাহ।ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, “মি এস সোমনাথ ইসরোর চেয়ারম্যান। আমাদের ইন্ডিগো ফ্লাইটে মিস্টার এস সোমানাথকে পরিবেশন করার সুযোগ পেয়ে সৌভাগ্য বোধ করছি। আমাদের ফ্লাইটে জাতীয় নায়কদের পাওয়া সবসময়ই আনন্দের।”
মিস ইন্ডিয়া ফাইনালিস্ট থেকে সিভিল সার্ভিসে 93 তম স্থান! ঐশ্বর্যের গল্প চমকে দেবে সকলকে
ISRO Chief S Somanath receiving a warm welcome on an IndiGo flight has gone viral on social Media
পূজা শাহের শেয়ার করা ভিডিওতে দেখা গিয়েছে, এস সোমনাথকে নিয়ে ফ্লাইটে পেয়ে গর্বিত ঘোষণা করছেন তিনি। ভিডিওটিতে তিনি বলেছেন, “আমি ইসরোর চেয়ারম্যান মিঃ এস সোমনাথের উপস্থিতি ঘোষণা করে আনন্দিত। তিনি আজ আমাদের বিমান সংস্থার উড়ানে উঠেছেন। মিস্টার সোমনাথ এবং তাঁর দলের জন্য বড় করতালি। আপনাকে উড়ানে পেয়ে আমরা গর্বিত স্যার, ধন্যবাদ। ভারতকে গর্বিত করার জন্য অনেক কিছু”।ঘোষণা শেষে বিমানের অন্য যাত্রীরা করতালি দিয়ে ইসরো প্রধানকে অভিনন্দন জানিয়েছেন।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি