Smartphone: ৮ জিবি ফোন, মাত্র ৭ হাজার টাকায়! দুর্দান্ত অফারে স্মার্টফোন নিয়ে এল এই সংস্থা
ভারতীয় বাজারে বেশ চমক আনতে চলেছে। কম দামে উন্নতমানের ফিচার দেওয়া হল এই সংস্থার অন্যতম লক্ষ্য।

Budget Smartphone: নয়া সংস্থা Itel A60s তাদের বাজেট স্মার্টফোনের (Budget Smart) জন্য ভারতীয় বাজারে বেশ চমক আনতে চলেছে। কম দামে উন্নতমানের ফিচার দেওয়া হল এই সংস্থার অন্যতম লক্ষ্য। অত্যন্ত কম দামের ফোন ইতিমধ্যেই তারা বাজারজাতও করেছে। তাদের বেস মডেলের দাম ১০ হাজার টাকারও কম। এবার তারা বাজারে আনতে চলেছে Itel A60S, যার দাম হবে মাত্র ৭ হাজার টাকা! এই ফোনে থাকবে ৮ জিবি র্যাম থেকে এক্সপ্যানশন করার মতো ৪ জিবি র্যাম।
Itel A60s Smartphone Features
এই ফোনে থাকতে চলেছে অত্যাধুনিক নানান ফিচার। রেয়ার প্যানেলে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। এছাড়া রয়েছে এলইডি ফ্ল্যাশ ও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আয়তকার ক্যামেরা মডিউলে সাজানো থাকবে ক্যামেরার বিভিন্ন সেন্সরগুলি। Shadow Black, Sunshine Gold, Moonlit Violet, Glacier Green- এই জাতীয় বিভিন্ন রঙে পাওয়া যাবে আইটেল এ৬০এস। এই ফোনে থাকবে ৬৪ জিবি স্টোরেজ এবং অন্য আরেকটিতে ১২৮ জিবি স্টোরেজ। ফোনের প্রাইমারি সেন্সর থাকবে ৮ মেগাপিক্সেলের। এছাড়া অক্টা-কোর প্রসেসরও থাকবে।
8 হাজার টাকা ছাড়ে কিনুন জনপ্রিয় এই স্মার্টফোন, দাম দেখেই বুকিং করুন
Itel A60 Budget Smartphone
মাত্র ৭ হাজার টাকায় ৮ জিবি র্যাম এবং ৪ জিবি ফিজিক্যাল র্যাম কার্যতপক্ষে অসম্ভব! যদিও এখনো এই ফোনটি লঞ্চ হয়নি। অ্যামাজনে এই ফোনটি অতি সহজেই পেয়ে যাবে যে কেউ। যারা টেক-গ্যাজেট ভালোবাসে, তাদের ক্ষেত্রে এই ফোন রীতিমতো চমকের মতো। সম্ভাব্য অ্যামাজন প্রাইম ডে সেল অর্থাৎ ১৫ই জুলাই ফোনটি লঞ্চ হতে পারে।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি