
Jackfruit Cultivation: বর্তমানে অনেক মানুষই জীবিকা হিসেবে চাষবাসের এবং উদ্ভিদ বেছে নিয়েছে, কারণ চাষাবাদের দ্বারাই লাভের মুখ দেখছেন তারা। অনেক ক্ষেত্রেই বেশি মুনাফা পাওয়া যাচ্ছে চাষ এবং উদ্ভিদ পালন থেকে। গাছের শাক, সবজি, ফল থেকেই বেশি পরিমাণ লাভ রাখা যাচ্ছে। কৃষকদের এই কাজকে উৎসাহ জানিয়েছে বিহার সরকার।তারা আরও বেশি করে এই উদ্যানজনিত কৃষিকাজে কৃষকদের সহায়তা করছে। সম্প্রতি বিহার সরকারের (Bihar Government) পক্ষ থেকে এক নয়া প্রকল্প আনা হল, যার মাধ্যমে বিশেষ চাষাবাদের ওপর দেওয়া হচ্ছে বিশেষ ছাড়।
Bihar Government Providing 30 Thousand Rupees for Jackfruit Cultivation
বিহারের বিশেষ উদ্ভিদ চাষের প্রকল্প বিহার সরকারের পক্ষ থেকে সমন্বিত উদ্যান উন্নয়ন মিশন নামক একটি প্রকল্পের সূচনা করা হয়েছে। যার মাধ্যমে কাঁঠাল চাষ (Jackfruit Cultivation) করলেই কৃষকদের প্রায় ৫০ শতাংশ ভর্তুকি দিচ্ছে সরকার। জানা গেছে, বিহার সরকারের পক্ষ থেকে কাঁঠাল চাষের জন্য খরচ নির্ধারণ করা হবে। যার ফলে যে সব কৃষকরা কাঁঠাল চাষ করবেন তারা প্রতি হেক্টরে যদি ৬০ হাজার টাকা খরচা করে, তাহলে সেক্ষেত্রে ৫০% ভর্তুকি দিয়ে ৩০ হাজার টাকা পেয়ে যাবেন। অর্থাৎ কৃষকেরা এই কাঁঠাল চাষ শুরু করলে মাত্র ৩০ হাজার টাকা দিয়েই তাদের উৎপাদন সম্পন্ন হয়ে যাবে। বাদ বাকি টাকা দেবে বিহার সরকার।
ফিক্সড ডিপোজিটে ৯% সুদ দিচ্ছে এই দুটি ব্যাংক! ঝটপট জেনে নিন বিস্তারিত
কীভাবে আবেদন করবেন?
যেসব কৃষকেরা এই উদ্ভিদ পালনে ইচ্ছুক তারা বিহার সরকারের https://horticulture.bihar.gov.in/ এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। সেখানেই নির্দিষ্ট তথ্যের বিনিময়ে তারা কাঁঠাল চাষের জন্য উপযুক্ত টাকা পেয়ে যাবে।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি