Jagadhatri: দুর্ধর্ষ এপিসোড! মেহেন্দির নোংরা চক্রান্তের শিকার হলো জগদ্ধাত্রী ও স্বয়ম্ভু
প্রথম থেকেই টিআরপি তালিকায় পাকাপাকিভাবে নিজের জায়গা দখল করে নিয়েছে এই ধারাবাহিক।

Jagadhatri: বর্তমানে জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী (Jagadhatri)’। প্রথম থেকেই টিআরপি তালিকায় পাকাপাকিভাবে নিজের জায়গা দখল করে নিয়েছে এই ধারাবাহিক। গল্পের নায়িকা জগদ্ধাত্রীর চরিত্রটি বিশেষ দাগ কেটেছে দর্শকদের মনে। ইদানিং গল্পে চলছে টানটান উত্তেজনা।
Jagadhatri Zee Bangla
ধারাবাহিকের নিয়মিত দর্শকরা সকলেই জানেন, জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে মুখার্জি বাড়ি থেকে বের করতে নতুন প্ল্যান করে মেহেন্দি ও উৎসব। সেই মতো তারা বৈদেহীকে উৎসব ও জগদ্ধাত্রীর পূর্ব প্রেমের কথা জানিয়ে বলে উৎসবের থেকে প্রত্যাখ্যান পেয়ে তার উপর প্রতিশোধ নিতেই মুখার্জি বাড়িতে এসেছে জগদ্ধাত্রী। এই কথা বলে খুব সহজেই উৎসব ও মেহেন্দি মন বিষিয়ে দিয়েছে বৈদেহীর। মেহেন্দি মনে মনে ঠিক করেই রেখেছে যদি তাদের এই পরিকল্পনা বিফলে যায় তবে সে সবাইকে জানিয়ে দেবে জগদ্ধাত্রী আর জ্যাস সান্যাল একই মানুষ। অন্যদিকে দেখা যায় বৈদেহী রাজনাথের মন বিষিয়ে দেয় জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুর বিরুদ্ধে যাতে সে তাদের বাড়ি থেকে বের করে দেয়। বৈদেহীর কথায় সম্মতি জানায় রাজনাথের ভাই চন্দ্রনাথ। সেও একই ভাবে রাজনাথ মুখার্জিকে বোঝায় নিজের স্বার্থ চরিতার্থ করতেই তার পূর্ব জীবনের কথা জেনে জগদ্ধাত্রী এই বাড়িতে পা রেখেছে। রাজনাথ মুখার্জি তাদের কথায় প্ররোচিত হয়ে বৈদেহীকে কথা দেয় যে উৎসবের সঙ্গে পূর্ব সম্পর্কের কথা প্রমাণিত হলে সে নিজে জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে বাড়ি থেকে বের করে দেবে।
ঘুরে গেল গল্প! রূপের সঙ্গে ময়ূরীকেও গ্রেফতারের আর্জি জানালেন মীনাক্ষী দেবী, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব
শেষ পর্বে দেখা গিয়েছে জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে মুখার্জি বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে রাজনাথ মুখার্জি। রাজনাথের এই সিদ্ধান্তে খুশি হয়েছে মেহেন্দি ও বৈদেহী। রাজনাথ জগদ্ধাত্রীকে বলে সে তাকে ভালোবেসে মুখার্জি বাড়ির বউয়ের সম্মান দিয়েছিল কিন্তু সে তার বোনের সঙ্গে এমন নোংরা কাজ করবে সে ভাবতে পারেনি। রাজনাথের প্রতিটা কথায় স্পষ্ট হয়ে গিয়েছে যে বৈদেহী খুব ভালোভাবেই তাকে প্ররোচিত করতে পেরেছে এমনকি সে স্বয়ম্ভুকেও নিজের ছেলে বলে অস্বীকার করেছে এবং জানিয়ে দিয়েছে সে কোর্টে গিয়ে তার দেওয়া স্বীকৃতি তুলে নেবে। কৌশিকী তার কাকার এই সিদ্ধান্তকে ধিৎকার জানালেও রাজনাথ মুখার্জি তার সিদ্ধান্তে অনড় থাকে। জগদ্ধাত্রী স্বয়ম্ভুকে কথা দেয় সে আসল অপরাধীকে তার বাবার সামনে এনে তাকে আবার তার বাবার ভালোবাসা ফিরিয়ে দেবে। অন্যদিকে মেহেন্দি ঠিক করে রেখেছে সে শেষ চালেই বাজিমাত করবে অর্থাৎ সকলকে জানিয়ে দেবে জগদ্ধাত্রীই জ্যাস সান্যাল। মেহেন্দির কাছ থেকে এই কথা শোনার পর কি হতে চলেছে মুখার্জি বাড়িতে? নিজের জায়গা ফিরে পাবে কি জগদ্ধাত্রী (Jagadhatri)? নাকি মেহেন্দি ও উৎসবের চক্রান্তের শিকার হবে সে! কোন দিকে মোড় নেবে গল্প! জানতে চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দায়।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি