বিনোদন দুনিয়া

Jagadhatri: গল্পে নতুন চমক! জগদ্ধাত্রীকে ফাঁসাতে গিয়ে রাম ধোলাই খেলো উৎসব, প্রকাশ্যে দূর্ধর্ষ পর্ব

বর্তমানে জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় আছে জগদ্ধাত্রী

Advertisements

Jagadhatri: বর্তমানে জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় আছে জগদ্ধাত্রী (Jagadhatri)। সম্প্রচারের প্রথম দিন থেকেই গল্পের নায়িকা জগদ্ধাত্রী ওরফে জ্যাস সান্যালের অভিনয় এবং অ্যাকশন নজর কেড়েছে দর্শকদের। খুব অল্প দিনেই দর্শকমনে পাকাপাকি জায়গা করে নিয়েছিল ধারাবাহিকটি। টিআরপি তালিকাতেও এক থেকে পাঁচের মধ্যে সর্বদা জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক।

Jagadhatri Zee Bangla

Jagadhatri: গল্পে নতুন চমক! জগদ্ধাত্রীকে ফাঁসাতে গিয়ে রাম ধোলাই খেলো উৎসব, প্রকাশ্যে দূর্ধর্ষ পর্ব

Advertisements

ধারাবাহিকের নিত্য দর্শকরা সকলেই জানেন জগদ্ধাত্রী মুখার্জি বাড়ির ছোট ছেলে উৎসবের পূর্ব প্রেমিকা ছিল। কিন্তু উৎসব তাকে ঠকিয়ে বিয়ে করে তার বোন মেহেন্দিকে। এদিকে স্বয়ম্ভুকে পিতৃ পরিচয় পাইয়ে দিতে মিথ্যে বউ সেজে মুখার্জি বাড়িতে আসে জগদ্ধাত্রী। অন্য দিকে জগদ্ধাত্রী যে জ্যাস সান্যাল তা জানতে পারে মেহেন্দি, উৎসব সহ মুখার্জি বাড়ির অনেকেই। জ্যাস সান্যালকে বারবার মাত দিতে চাইলেও তার বুদ্ধির কাছে পার পায়না কেউই। তাই তাকে শেষ করার প্রচেষ্টা বারবারই ব্যর্থতায় পর্যবসিত হয় মেহেন্দি ও উৎসবের। তারা সবসময়ই চায় জগদ্ধাত্রীকে সকলের সামনে বিশেষ করে রাজনাথ মুখার্জির সামনে তাকে অপদস্থ করতে।

Jagadhatri New Episode

Jagadhatri

Advertisements

এরই মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আগামী পর্ব, যেখানে দেখা যাবে জগদ্ধাত্রীকে কালিমালিপ্ত করতে নতুন ফন্দি আঁটে মেহেন্দি। সে সকলের সামনে জানিয়ে দেয় জগদ্ধাত্রী উৎসবের পূর্ব প্রেমিকা এবং উৎসব তাকে প্রত্যাখ্যান করায় সে এই বাড়িতে প্রতিশোধ নিতে এসেছে। উৎসবের মা এই কথা শুনে চমকে যায় সে উৎসবকে এই কথা জিজ্ঞেস করলে উৎসবও জানায় মেহেন্দির বলা সকল কথা সত্যি। এরপরই জগদ্ধাত্রী উৎসবের কাছে জানতে চায় সে মিথ্যা কথা কেন বলছে তার নামে! কিন্তু উৎসব জানায় কোনোটাই মিথ্যা নয় সে ইচ্ছাকৃত এই বাড়িতে ঢুকেছে তার উপর প্রতিশোধ নিতে।

তারাই আকাশের গার্লফ্রেন্ড, সন্ধ্যাকে সব সত্যি জানিয়ে দিল রন্টু, প্রকাশ্যে দূর্ধর্ষ পর্ব

Jagadhatri

এই সময় বৈদেহি বাড়ির সকলকে ডাকতে শুরু করলে স্বয়ম্ভু জগদ্ধাত্রীকে এসে বলে উৎসব তোমার নারীত্বকে অপমান করেছে তাই ওর প্রত্যেকটা মার তোমার হওয়া উচিত। এরপরই উৎসবকে চড় মারতে থাকে জগদ্ধাত্রী, তার রুদ্র মূর্তি দেখে ভয় পেয়ে যায় বৈদেহী ও মেহেন্দি। এরপরই বৈদেহি সকল কথা জানাতে যায় কৌশিকিকে। কিন্তু লাভের লাভ হয়না। বরং মেহেন্দি ও উৎসবের সব প্ল্যান ধরে ফেলে কৌশিকী। সঙ্গে উৎসবকে সতর্ক করে সে বলে ভবিষ্যতে উৎসব এরকম কোনো গল্প জগদ্ধাত্রীর নামে বানালে শুধুমাত্র অফিস না বাড়িতে থাকাও দুষ্কর হয়ে যাবে উৎসব ও মেহেন্দির জন্য। তবে কি এইবার উৎসব ও মেহেন্দির বিরুদ্ধে কঠিন কোনো সিদ্ধান্ত নেবে কৌশিকী ও জগদ্ধাত্রী! কোন চালে তাদের মাত দেবে জ্যাস সান্যাল? জানতে দেখতে হবে জগদ্ধাত্রী।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles