Jagadhatri: সব ফন্দি বিফলে! জগদ্ধাত্রীকে দোষী সাব্যস্ত করার আগে ঠাম্মির কাছ থেকে উচিত শিক্ষা পেলে বৈদেহি, প্রকাশ্যে দূর্ধর্ষ পর্ব
সম্প্রচারের প্রথম দিন থেকেই গল্পের নায়িকা জগদ্ধাত্রী ওরফে অঙ্কিতার অভিনয় এবং অ্যাকশন নজর কেড়েছে দর্শকদের।

Jagadhatri: বর্তমানে জি বাংলায় (Zee Bangla) সম্প্রচারিত হওয়া অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagadhatri)। সম্প্রচারের প্রথম দিন থেকেই গল্পের নায়িকা জগদ্ধাত্রী ওরফে অঙ্কিতার অভিনয় এবং অ্যাকশন নজর কেড়েছে দর্শকদের। খুব অল্প দিনেই দর্শকমনে পাকাপাকি জায়গা করে নিয়েছিল ধারাবাহিকটি। প্রতি সপ্তাহে টিআরপি তালিকাতেও নজর কাড়া সাফল্য থাকে এই ধারাবাহিকের।
Jagadhatri Zee Bangla
ধারাবাহিকের নিত্য দর্শকরা সকলেই জানেন জগদ্ধাত্রী যে উৎসবের পূর্ব প্রেমিকা ছিল তা সকলের সামনে বলে দিয়েছে মেহেন্দি। এরপরই উৎসব ও মেহেন্দি দুজনে প্ল্যান করে বৈদেহিকে জানায় জগদ্ধাত্রী তার উপর প্রতিশোধ নিতেই এই বাড়িতে বিয়ে করে এসেছে। এরপরই জগদ্ধাত্রী তাকে অপমান করার জন্য উৎসবের গায়ে হাত তোলে। বৈদেহি জগদ্ধাত্রির কথা কৌশিকীকে বলতে গেলে বিশেষ কিছু লাভ হয় না বরং কৌশিকী স্পষ্ট জানিয়ে দেয় উৎসব যেন তার মনগড়া গল্প তাকে এসে না বলে নচেৎ মুখার্জি বাড়িতে তার টেকা দুষ্কর হয়ে যাবে। অন্যদিকে দেখা যায় টিটু ও লিলিপুটের বিরুদ্ধে কার্তিক ও আরাধনা স্টেটমেন্ট দিতে রাজি হয় পুলিশের কাছে। নিজের বুদ্ধির জোরে আবারও টিটু ও লিলিপুটকে অ্যারেস্ট করে জ্যাস সান্যাল ওরফে জগদ্ধাত্রী।
শেষ রক্ষা হল না! জেঠুর কাছে ধরা পরে চরম মূল্য দিতে হল চয়ন ও রুচিকে, প্রকাশ্যে ধুন্ধুমার পর্ব
Jagadhatri New Episode
এরই মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আগামী পর্ব যেখানে দেখা যাবে বৈদেহী শকুন্তলা দেবীর কাছে এসে জগদ্ধাত্রীর ব্যাপারে সমস্ত কথা বলে দেয়। এই কথা শুনে অবাক হয়ে যায় শকুন্তলা দেবী। সে জানা এমন কোন কথা সে গুনাক্ষরেও জানতো না। জগদ্ধাত্রী উৎসবের ব্যাপারে বাড়ির অন্যরা কিছু জানত কিনা তা বারবার জানতে চায় শকুন্তলা দেবী। বিয়ের রাতে উৎসবকে দেখে কেন জগদ্ধাত্রীর হাত থেকে বরনডালা পরে গিয়েছিল তা ভালোমতোই বুঝতে পারে শকুন্তলা দেবী। এরপরই জগদ্ধাত্রীর ঠাম্মি জানায় তার বড় নাতনির দুঃখের কথা সে জানতো। সে জানায় উৎসব তার নাতনীকে জ্বালাতন করতো। এমন অনেক মেয়ের সঙ্গেই ওর সম্পর্ক ছিল। ঠাম্মির এই কথা শুনে রেগে গিয়ে বৈদেহি তার দিকে আঙুল তুললে আমি তাকে জানিয়ে দেয় ভদ্রভাবে কথা বলতে। তিনি বলেন, তারা বড়লোক হলেও সহবত জানে না। এরপরই সে বলে একটা জেল খাটা আসামি তার বাড়ির জামাই এই কথা ভেবেই তার লজ্জা লাগে। এরপর জগদ্ধাত্রীকে ফোন করে কথা শোনায় শকুন্তলা দেবী। এদিকে কৌশিকীর বিয়ে নিয়ে আনন্দে মেতে উঠেছে মুখার্জি পরিবার। অন্যদিকে টিটু ও লিলিপুটকে অ্যারেস্ট করায় তুষারতীর্থ তলাপাত্রের রোষের মুখে পড়তে চলছে জগদ্ধাত্রী। আগামী দিনে নতুন কোন বিপদ অপেক্ষা করছে তার জন্য! জানতে দেখতে হবে জগদ্ধাত্রী।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি