বিনোদন দুনিয়া

Jagadhatri: জমজমাট এপিসোড! জগদ্ধাত্রীকে ফাঁসাতে গিয়ে রাজনাথের থেকে উচিত শিক্ষা পেল বৈদেহী

টিআরপি তালিকাতেও সর্বদাই এক থেকে পাঁচের মধ্যে নিজের জায়গা ধরে রাখে এই সিরিয়াল।

Advertisements

Jagadhatri: বর্তমানে জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় রয়েছে জগদ্ধাত্রী (Jagadhatri)। টিআরপি তালিকাতেও সর্বদাই এক থেকে পাঁচের মধ্যে নিজের জায়গা ধরে রাখে এই সিরিয়াল। এই গল্পের নায়িকা জগদ্ধাত্রীর অভিনয় ও অ্যাকশন প্রথম থেকেই মন জয় করে নিয়েছে দর্শকদের।

Jagadhatri Zee Bangla

Jagadhatri

Advertisements

ধারাবাহিকের নিত্য দর্শকরা সকলেই জানেন মেহেন্দি ও উৎসব জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে মুখার্জি বাড়ি থেকে বের করার জন্য বারবার ফন্দি আঁটলেও প্রতিবারই অসফল হয়েছে। তাই এইবারে মোক্ষম চাল দিয়েছে তারা। সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গিয়েছে জগদ্ধাত্রী যে উৎসবের পূর্ব প্রেমিকা তা সকলের সামনেই বৈদেহীকে জানিয়ে দেয় মেহেন্দি। এরপর উৎসব জগদ্ধাত্রী নামে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে এবং বৈদেহীকে জানায় তার ওপর প্রতিশোধ নিতেই জগদ্ধাত্রী স্বয়ম্ভুকে বিয়ে করে এই বাড়িতে এসেছে। এমনকি বৈদেহী জগদ্ধাত্রী বাপের বাড়ি গিয়ে তাদের বাড়িতে সব কথা জানিয়ে আসে। জগদ্ধাত্রীর সৎ মা শকুন্তলা দেবী এই কথা জানার পর তাকে ফোন করে অপমান করে এমনকি তার মরণ কামনাও করে। একমাত্র জগদ্ধাত্রী ঠাম্মি বৈদেহী মুখার্জিকে জানিয়ে দেয় যে জগদ্ধাত্রী নয় বরং উৎসবই বিভিন্ন মেয়েদের জীবন নিয়ে খেলেছে সেই তালিকা থেকে তার নাতনীও বাদ পড়েনি।

Jagadhatri New Episode

Jagadhatri: জমজমাট এপিসোড! জগদ্ধাত্রীকে ফাঁসাতে গিয়ে রাজনাথের থেকে উচিত শিক্ষা পেল বৈদেহী

Advertisements

এরই মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকে আসন্ন নয়া পর্ব যেখানে দেখা যাবে, রাজনাথ মুখার্জি ওরফে উৎসবের বাবাকে জগদ্ধাত্রী ও উৎসবের পূর্ব সম্পর্কের কথা জানিয়ে দেয় বৈদেহি। সে রাজনাথকে বলতে থাকে তার পূর্ব সম্পর্কের কথা জানতে পেরে সেই সূত্রকে ব্যবহার করেই জগদ্ধাত্রী উৎসবের উপর প্রতিশোধ নিতে এই বাড়িতে বউ হয়ে এসছে। বৈদেহির এই কথাকে সম্পূর্ণ সমর্থন জানায় রাজনাথের ছোট ভাই ওরফে চন্দ্রনাথ মুখার্জি। সেও একইভাবে তার দাদাকে জানিয়ে দেয় জগদ্ধাত্রীর উদ্দেশ্যই ছিল স্বয়ম্ভুকে বিয়ে করে মুখার্জি বাড়ির সিংহাসন দখল করা। বৈদেহী বারবার রাজনাথকে জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে বাড়ি থেকে বের করে দিতে বলতে থাকে। শেষ পর্যন্ত রাজনাথ বৈদেহীকে কথা দেয় যদি জগদ্ধাত্রীর সঙ্গে উৎসবের পূর্ব সম্পর্কের কথা প্রমাণিত হয় এবং জগদ্ধাত্রীর উদ্দেশ্য অন্যরকম থাকে তবে সে নিজে তাদের বের করে দেবে।

শেষ চালে বাজিমাত মিশকার! ডিএনএ টেস্টে প্রমাণিত হল মিশকার সন্তানের বাবা সূর্য, প্রকাশ্যে ধুন্ধুমার পর্ব

Jagadhatri

রাজনাথের এই কথা মেহেন্দিকে জানিয়ে দেয় বৈদেহী। এরপর মেহেন্দি মনে মনে ভাবে তার এই টোটকা কাজে লেগেছে। এরপর সে আরো মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলতে থাকে জগদ্ধাত্রীর নামে এবং উৎসবকে আদর্শ স্বামী বলে বৈদেহীর কাছে। মেহেন্দির কথায় গলে গিয়ে তাকে কাছে টেনে নেয় বৈদেহী। মেহেন্দি মনে মনে ভাবে তার এই টোটকায় কাজ না হলে সে বলে দেবে জগদ্ধাত্রীই জ্যাস স্যানাল। তারপর তার শ্বশুর ও শ্বাশুড়ি নিজেই বার করে দেবে তার দিদি ও জামাইবাবুকে। সত্যিই কি এইবার মেহেন্দির চক্রান্তে সকলের সামনে চলে আসবে জগদ্ধাত্রীর আসল পরিচয়? সব সত্যি জানার পর কি প্রতিক্রিয়া জানাবে সকলে? জানতে দেখতে হবে জগদ্ধাত্রী।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles