অফবিট

Jagannath Temple Puri: প্লেন তো দূরের কথা কোনো পাখিও ওড়ে না এই মন্দিরের উপর দিয়ে! কেন জানেন?

Advertisements

Jagannath Temple: পশ্চিমবঙ্গবাসীর তথা বাঙালি হিন্দুদের অন্যতম তীর্থস্থান পুরী (Puri)। এই পুরীর জগন্নাথ দেবের টানে প্রতিদিন লক্ষ লক্ষ দর্শনার্থী উপস্থিত হয় জগন্নাথ মন্দিরে (Jagannath Temple)। রথ যাত্রার সময় এই ভিড় দ্বিগুণ হলেও, সারা বছর নানান শ্রেণীর মানুষেরা এই মন্দিরে উপস্থিত হন এবং জগন্নাথ দেবকে দর্শন করেন। হিন্দুদের চার ধামের মধ্যে পুরী হলো অন্যতম। তাই পুরীতে বিশেষ মাহাত্ম্য রয়েছে, এটি বলা বাহুল্য। তবে এই মন্দিরে ভক্তদের আগমনের পাশাপাশি বেশ কিছু অলৌকিক ঘটনাও ঘটে চলে। ঠিক যেমন, এই মন্দিরের উপর দিয়ে কোন বিমান কিংবা পাখি উড়ে যেতে পারে না। যা শুনে অবাক হবেন অনেকেই।

Why Plane and Birds don’t Fly from Jagannath Temple

Jagannath Temple

Advertisements
  • কেন বিমান বা পাখি এই মন্দিরের ওপর দিয়ে উড়ে যায় না?

প্রথমত পুরান মতে মেনে চলা হয়, শ্রীবিষ্ণুর বাহন গরুড় হল এই পুরীর জগন্নাথ মন্দিরের রক্ষা কবজ। সেই কারণেই যেহেতু গরুড় পক্ষিরাজ অর্থাৎ পাখিদের রাজা, তাই সেই মন্দিরের ওপর দিয়ে অন্য সকল ছোটখাট পাখিরা উড়ে যেতে ভয় পায়।

Advertisements

জগন্নাথ দেবের রথের কাঠ কাটতে ব্যবহার হয় সোনার কুড়ুল, রথযাত্রার অজানা কাহিনী জানলে অবাক হবেন

Jagannath Temple

দ্বিতীয়ত বিমান না উড়ে যাওয়ার অন্যতম কারণ হল, এই জগন্নাথ দেবের মন্দিরের উপরে থাকা অষ্টধাতুর চক্র। এটিকে নীল চক্র বলা হয়ে থাকে। অনেকেই ভাবেন এই নীল চক্রের বিশেষ শক্তি রয়েছে, যার ফলে এর উপর দিয়ে উড়োজাহাজ গেলে তার গতিপথে বাঁধা সৃষ্টি হতে পারে। আসলে তা নয়, এই নীল চক্রের একটি আলাদা ম্যাগনেটিক পাওয়ার রয়েছে। যার ফলে এর উপর দিয়ে কোন প্লেন উড়ে যেতে পারে না।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles