ট্রেন্ডিং

Jamai Sasthi Rituals: তালপাতার পাখায় বাতাস করে জামাইকে ৩ বার ‘ষাট-ষাট’ কেনো বলা হয়? এই রীতির কী মাহাত্ম্য

জেষ্ঠ্য মাস মানেই বাঙালির জামাইদের আনন্দের মাস অর্থাৎ জামাইষষ্ঠী।

Advertisement
Advertisements

Jamai Sasthi Rituals: তালপাতার পাখা নাড়িয়ে বলেন ‘ষাট ষাট’ কিন্তু জানেন কি এই নিয়মের আসল কারণ?

জেষ্ঠ্য মাস মানেই বাঙালির জামাইদের আনন্দের মাস অর্থাৎ জামাইষষ্ঠী। শ্বশুরবাড়ি গেলেই পাওয়া যায় রাজার মতন আদর-আপ্যায়ন। প্রতিটি শাশুড়ি তার জামাইয়ের জন্য নানান পদ রেঁধে-বেড়ে রাখেন, শুধুমাত্র এই জামাইষষ্ঠী উপলক্ষে। তবে জামাইষষ্ঠীতে শুধু খাওয়া-দাওয়া হয় তা নয়, এর পাশাপাশি বিভিন্ন নিয়মও (Jamai Sasthi Rituals) থাকে।

জামাইষষ্ঠীর আসল কারণ

Jamai Sasthi Rituals

জৈষ্ঠ্য মাসের বিশেষ শুক্লা ষষ্ঠীতে এই জামাইষষ্ঠী পালন করা হয়। আসলে সন্তানদের মঙ্গলের জন্যই মায়েরা এই ষষ্ঠী পালন করে থাকে। কন্যাদের মায়েরা মেয়েদের সন্তান লাভের জন্য আশীর্বাদ করেন। জামাই ষষ্ঠী দিনটিকে সন্তান ধারণ, বংশবৃদ্ধি এইসবের মঙ্গল কামনাতেই মেনে আসা হয়। যার ফলে যুক্ত হয় জামাইদের প্রতি আপ্যায়নও।

Jamai Sasthi Rituals উপকরণ

Jamai sasthi

গোটা জামাইষষ্ঠী জুড়ে বেশ কিছু নিয়ম-নীতি (Jamai Sasthi Rituals) পালন করা হয়, যেগুলির বেশ কিছু গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে।

  • আম্রপল্লব
  • পাঁচ – নয় রকমের ফল
  • পান-সুপারি
  • তালপাতার পাখা
  • বেলপাতা
  • সাদা সুতো
  • হলুদ
  • নতুন বস্ত্র

Jamai Sasthi Rituals

এইসবের পাশাপাশি একটি বিশেষ রীতি রয়েছে জামাইষষ্ঠীতে। যেখানে জামাইকে শাশুড়িরা তালপাতার পাখা দিয়ে হাওয়া করে এবং তিনবার ‘ষাট -ষাট’ বলে ধান-দূর্বা দিয়ে আশীর্বাদ করে। তবে অনেকেই হয়তো জানে না এর পিছনের আসল কারণ।

Jamai Sashthi special Rituals

Jamai Sasthi Rituals

শাশুড়িরা জামাইকে হাওয়া করে তিনবার ‘ষাট-ষাট’ বলে কারণ এর মাধ্যমে তাদের দীর্ঘায়ু কামনা করা হয়। এর দ্বারা তারা যেন চিরসতেজ এবং চিরসবুজ ও সুস্থ থাকে। এর পাশাপাশি সন্তান ধারণ করে তাদের কন্যারা।

এরকম আরও প্রতিবেদন পড়তে ঘুরে আসতে পারেন- এখান থেকে