Jamai Sasthi Rituals: জানেন কেনো পালিত হয় জামাইষষ্ঠী? এর পেছনে লুকিয়ে পৌরাণিক কাহিনী
আজ জামাই ষষ্ঠী, বাঙ্গালীদের ঘরে ঘরে উৎসবের মতো রব!

Jamai Sasthi Rituals: জামাইষষ্ঠীর বিশেষ লোককথা, জানলে অবাক হবেন আপনিও!
আজ জামাই ষষ্ঠী, বাঙ্গালীদের ঘরে ঘরে উৎসবের মতো রব! জামাইদের মঙ্গল কামনায়, জৈষ্ঠ মাসের বিশেষ তিথিতে পালন করা হয় এই বিশেষ আচার। এর পাশাপাশি বিশেষ আপ্যায়ন পায় জামাইরা। তবে আদতে এই আচার-অনুষ্ঠানের অনেক নিয়ম কানুন (Jamai Sasthi Rituals) রয়েছে, তা বলা বাহুল্য। মেয়ে-জামাইয়ের জন্য এই সবকিছুই পালন করেন শাশুড়িরা।
এবছরে জামাইষষ্ঠীর দিনক্ষণ
- প্রতিবছরের মতন এই বছরেও জ্যৈষ্ঠ মাসের শুক্লা তিথিতে জামাই ষষ্ঠী। ১০ই জৈষ্ঠ বৃহস্পতিবার অর্থাৎ ইংরাজি ক্যালেন্ডারের ২৪ শে মে জামাই ষষ্ঠীর তিথি রয়েছে।
সময়: ২৪ মে রা ১/২৭/১৯ থেকে ২৫ মে রা ৩/২৬/৫২ মিনিট পর্যন্ত।
জামাইষষ্ঠীর ইতিবৃত্তান্ত
লোকমুখে শোনা যায়, জামাইষষ্ঠীর পুরান কথা। ভারতবর্ষে নাকি একসময় এক বিশেষ সংস্কার ছিল, যেখানে কন্যা যতদিন না সন্তান হিসেবে একটি পুত্রকে জন্ম দেবে; ততদিন তার বাবা-মা মেয়ের বাড়িতে পা রাখবে না। এই কারণেই জৈষ্ঠ মাসের বিশেষ দিনে এই জামাইষষ্ঠী পালন করেন মেয়ের মায়েরা কারণ এই দিন একই সাথে জামাই-আপ্যায়নের পাশাপাশি মেয়েকেও দেখা যাবে।
শুধু এখনকার মতন আদর-আপ্যায়ন নয়! শোনা যায়, এই জামাইষষ্ঠী নাকি মেয়ে যাতে পুত্র সন্তান লাভ করে, সেই জন্যই মেয়ের মায়েরা পালন করে। বর্তমান সময়কালে অবশ্য এই নিয়মকালে অনেক পরিবর্তনই চোখে পড়ে।
আরো পড়ুন – তালপাতার পাখায় বাতাস করে জামাইকে ৩ বার ‘ষাট-ষাট’ কেনো বলা হয়? এই রীতির কী মাহাত্ম্য
জামাইষষ্ঠীর নানান আচার-নিয়ম (Jamai Sasthi Rituals)
প্রতিবছরই হিন্দু বাঙালি শাশুড়িরা জামাইদের জন্য, নানান ফলমূলের সমাহার নিয়ে জামাইষষ্ঠী (Jamai Sasthi Rituals) পালন করতে বসে যায়। শুধু ফলমূল নয়, এর পাশাপাশি থাকে এলাহি আয়োজন।
- খাবার-দাবারের সাথে থাকে নতুন বস্ত্র উপহার।
- পান- সুপারি দেওয়ার রীতি।
- ধান-দূর্বা সহকারে আশীর্বাদ করা।
- জামাইদের তালপাতার পাখায় হাওয়া করে ‘ষাট-ষাট’ বলা আরো কত কী!
এর পাশাপাশি থাকে এই গরমের মরসুমের নানান সুস্বাদু ফল। গরম পড়তেই আম,লিচু, কাঁঠাল যেমন বাজারজুড়ে মেলা বসায়, ঠিক সেরকমই জৈষ্ঠ মাসের এই বিশেষ দিনে জামাইদের পাতেও এইসব খাবারের সমাহার। জামাইরাও অধীর আগ্রহে করে থাকে এই বিশেষ দিনটির জন্য।
এরকম আরও প্রতিবেদন পড়তে ঘুরে আসতে পারেন- এখান থেকে