Jeetu-Nabanita: সত্যি হল জল্পনা! জিতুর জন্মদিনে কাছে নেই নবনীতা, সুন্দরী শ্রাবন্তীর তরফ থেকে এল শুভেচ্ছা বার্তা
জিতুর সঙ্গে বিচ্ছেদ নিয়ে নবনীতাই প্রথম মুখ খুলেছিলেন।

Jeetu-Nabanita: তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে সর্বদাই উৎসুক সাধারণ মানুষ। তাদের অন্দরমহলে কি ঘটছে, তার পুঙ্খানুপুঙ্খ তথ্য সর্বদাই নখদর্পণে রাখে ফ্যান-ফলোয়ার্সরা। সম্প্রতি টলিউডের পাতায় যাদের নিয়ে এরূপ চর্চার শেষ নেই, তাঁরা হলেন জিতু কমল (Jeetu Kamal) এবং নবনীতা দাস (Nabanita Das)। সোশ্যাল মিডিয়ার বিশেষ বার্তা দ্বারা নবনীতা জানিয়েছিলেন, তাঁদের এই সম্পর্ক বিচ্ছেদের পথে। সেই মতোই আলাদা থাকছেন এই তারকা দম্পতি। তবে বিচ্ছেদ হলেও কি শুভেচ্ছা বার্তা পাঠানো যায় না! এমন প্রশ্ন উঠছে বর্তমানে সর্বত্র।
Jeetu Kamal- Nabanita Das
সুখী তারকা দম্পতির সম্পর্কে ভাঙ্গন ধরতে না ধরতেই নানান সমালোচনার ঝড় উঠেছিল সর্বত্র। দুটো মানুষ আলাদা হয়ে গেলেও, জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠানো যায় না? এমনটা হয়তো কেউই ভাবেনি। তবে নবনীতা কিন্তু এরূপই করেছে। জিতুর জন্মদিনে শুভেচ্ছা বার্তাটুকু তিনি পাঠাননি। বরং নেটিজেনদের অভিযোগ জিতুর জন্মদিনে নিজের ঘনিষ্ঠ পুরুষ বন্ধুকে নিয়ে ব্যস্ত ছিলেন অভিনেত্রী।
Jeetu Kamal’s Birthday
জিতুর সঙ্গে বিচ্ছেদ নিয়ে নবনীতাই প্রথম মুখ খুলেছিলেন। তাই নবনীতাকে নিয়েই অধিক জলঘোলা হয়েছে। এছাড়া নবনীতাকে তাঁর বিশেষ পুরুষ বন্ধুর সাথে ঘনিষ্ঠ অবস্থাতেও দেখা গিয়েছিল। তবে জিতু কিন্তু নিজের দিক থেকে একেবারে সঠিক! বিচ্ছেদের পরেও নবনীতার জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় ঘটা করে শুভেচ্ছা বার্তা জানিয়েছিলেন। উল্টো দিকে নবনীতা কিন্তু সোশ্যাল মিডিয়া তো দূর, ব্যক্তিগতভাবেও তাঁকে কোনো শুভেচ্ছা বার্তা পাঠাননি।
বর্তমানে অভিনেত্রী ধারাবাহিক থেকে কিছুটা ছুটি নিয়ে ঘুরতে গেছেন। প্রাকৃতিক পরিবেশ উপভোগ করছেন। তাঁর সঙ্গে সেই ঘনিষ্ঠ বন্ধু রয়েছে কিনা, এই ব্যাপারে জানতে অবশ্য সকলেই উৎসুক। বিশেষ ভিডিওর মাধ্যমে অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তিনি ক্যাজুয়াল থাকতেই ভালবাসেন।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি