ফাইনান্স

Best LIC Policy: মাত্র ৭৫৭২ টাকা বিনিয়োগ করুন, আর হাতে পেয়ে যান ৫৪ লক্ষ টাকা

৫৪ লক্ষ টাকার মালিক হওয়ার সুযোগ দিচ্ছে LIC

Advertisement
Advertisements

LIC Policy : বর্তমানে মুদ্রাস্ফীতির বাজারে সাধারণ মানুষ জোর দিয়েছে আর্থিক সঞ্চয়ের উপর। ঠিক সেই কারণেই সাধারণ মানুষ বিশেষ করে মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষেরা বিভিন্ন কোম্পানিতে আর্থিক বিনিয়োগের দিকে ঝুঁকছেন। তবে অনেক ক্ষেত্রে আর্থিক তছরুপের একটা ভয় থেকেই যায়! তাই সাধারণ মানুষ সব সময় চান, তাদের টাকা যেন কোন ভরসাযোগ্য স্থানে গচ্ছিত থাকে।

সাধারণ মানুষের জন্য LIC Policy এর লাভজনক যোজনা :

LIC policy

ভারতীয় বিমা সংস্থা গুলির মধ্যে ভরসাযোগ্য বিমা সংস্থা হল ভারতীয় জীবন বিমা নিগম বা ‘এলআইসি’ (LIC Policy)। যারা স্বাধীনতার পর থেকেই দেশের মানুষকে বিভিন্নভাবে আর্থিক সহায়তা করে আসছেন। বর্তমানে দেশের মানুষের কাছে ‘এলআইসি’ (LIC) মানেই একটি ভরসাযোগ্য স্থান। অন্যদিকে সংস্থাও তার গ্রাহকদের কথা মাথায় রেখে মাঝেমধ্যেই নিয়ে আসে বিভিন্ন নতুন নতুন লাভজনক যোজনা। 

LIC Jeevan Lav Policy

LIC policy

সম্প্রতি ঠিক সেই রকমই একটি যোজনা নিয়ে এসেছে এলআইসি যার নাম দেওয়া হয়েছে ‘এলআইসি জীবন লাভ’ (LIC Jeevan Lav) পলিসি। যার মাধ্যমে মাসিক মাত্র ৭৫৭২ টাকা বিনিয়োগ করলেই একটা সময় পড়ে আপনি পেতে পারেন মোটা অংকের আর্থিক সুবিধা। সেক্ষেত্রে আপনার বয়স হতে হবে ১৮ থেকে ৫৯ বছরের মধ্যে, তাহলে আপনি এই যোজনায় নিজের নাম নথিভুক্ত করতে পারবেন।

আরো জানুন

LIC policy

তাছাড়া যদি কোন কারণে বিনিয়োগকারীর মৃত্যু হয়, তাহলে সে ক্ষেত্রে মৃতের পরিবারকে এককালীন মোটা টাকা দেবে সংস্থা। বলে রাখা ভালো, মাসিক ৭৫৭২ টাকা বিনিয়োগ করে ম্যাচুরিটির সময় আপনি পেয়ে যাবেন ৫৪ লক্ষ টাকা। সর্বোচ্চ ১০ বছর ১৩ বছর এবং ১৬ বছরের জন্য এই পলিসি কিংবা যোজনায় আপনার নাম নথিভুক্ত করতে হবে। একই সাথে আপনার নামের পাশাপাশি নথিভুক্ত করতে হবে নমিনির নাম, তাহলে কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে আপনার পরিবার আর্থিক সহায়তা পাবে।

এরকম আরও প্রতিবেদন পড়তে ঘুরে আসতে পারেন- এখান থেকে

Related Articles