অফবিট

Jhulan Yatra 2023: প্রতি বছর ধুমধাম করে পালিত হয় ঝুলন যাত্রা, এই উৎসবের পেছনে রয়েছে এক বিরাট কাহিনী

শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে শ্রী রাধা-কৃষ্ণের উৎসব যাবৎ পালন করা হয় 'ঝুলন পূর্ণিমা' (Jhulan Purnima)।

Advertisements

Jhulan Yatra 2023: শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে শ্রী রাধা-কৃষ্ণের উৎসব যাবৎ পালন করা হয় ‘ঝুলন পূর্ণিমা’ (Jhulan Purnima)। এই উৎসবকে ‘শ্রাবণ পূর্ণিমা’ বলেও আখ্যা দেওয়া হয়। বৃন্দাবনে এই উৎসবের প্রথম সূচনা হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণের শৈশব থেকে বয়ঃসন্ধি পর্যন্ত জীবনের নানান লীলাসাধনকে অবলম্বন করেই পালন করা হয় এই ঝুলন যাত্রা। শ্রীকৃষ্ণের পৃথিবীতে আবির্ভাবের সময়কাল, বয়ঃসন্ধির পরে বৃন্দাবনে তাঁর জীবনযাপন এবং নন্দালয়ে তাঁর নানান কীর্তিকলাপ সঙ্গে বয়সকালে রাধারানীর সাথে যে প্রেমের মুহূর্ত; এই সব উপস্থাপন করাই হলো ঝুলন যাত্রার অন্যতম লক্ষ্য।

ঝুলন যাত্রা কি? (Jhulan Yatra)

Jhulan Yatra

Advertisements

ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সাথে প্রেমের দ্বারা সারা জীবজগতে ভালোবাসার এক আলাদা সংজ্ঞা গড়ে তুলেছিলেন। ঝুলন যাত্রার দ্বারা সেই কাহিনীই উপস্থাপিত হয় সাধারণ মানুষ তথা ভক্তদের সামনে। রাধাকৃষ্ণের মূর্তি দোলনায় স্থাপন করা হয় এইদিন। এরপর সেই দোলনা পূর্ব থেকে পশ্চিম দিকে দোলানো হয়। সূর্য যেহেতু শক্তির উৎস, পূর্ব দিকে উদয় হয় এবং পশ্চিম দিকে অস্ত যায়। সেই অনুকরণে এই ভাবেই ঝোলানো হয় রাধাকৃষ্ণকে। ৫ দিন যাবৎ নানা রকম সাজে সাজানো হয় তাঁদেরকে। বৃন্দাবন জুড়ে চলে এক বিশাল বড় মহোৎসব। ভক্তদের সমাগম লেগেই থাকে। এই রাধাকৃষ্ণ ঝোলানোর নানান রূপ থেকেই ঝুলন যাত্রার আবির্ভাব, যাকে ঝুলন উৎসব বলে আখ্যা দেওয়া হয়।

ঝুলন যাত্রা পালন করার নিয়ম

Jhulan Yatra

রাধাকৃষ্ণকে হলুদ বস্ত্র দিয়ে সাজিয়ে তুলতে হয়।

ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে ময়ূরের পালক এবং মুকুট দিতে হয়।

ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয় সর্বত্র।

পূজা শেষ হয়ে গেলে গীতা পাঠ এবং গায়ত্রী মন্ত্র জপ করতে হয়।

ভগবানের চরণে তুলসী পাতা নিবেদন করতে হয়।

দরিদ্রদের দান করতে হয়।

ঝুলন যাত্রার সময় বাড়িতে নারায়ন পূজার আয়োজন করতে হয় পূর্ণিমা তিথিতে।

ভক্তদের সকলকেই হলুদ বস্ত্র পরিধান করতে হয়।

গরীব-দুঃখীদের জল দান করতে হয়, এতে সংসারে সুখ-সমৃদ্ধি ভরে ওঠে।

সপ্তাহের এই দুদিন ভুলেও জ্বালাবেন না ধূপকাঠি, সংসারে নামবে চরম বিপদ

Jhulan Yatra

চলতি বছর ঝুলন যাত্রার নির্ঘণ্ট

বর্তমান সময়কালে দাঁড়িয়ে গ্রামবাংলায় এই ঝুলন যাত্রার চল থাকলেও, ধীরে ধীরে এই জাতীয় উৎসব-আয়োজনের প্রয়োজনীয়তা কমে আসছে। আনন্দ উপভোগের মাধ্যম হিসেবে মানুষ বেছে নিচ্ছে অন্য জিনিস। তবুও মায়াপুর, ইস্কন, মথুরা, নবদ্বীপের মতো কৃষ্ণধামে আজও মহাসমারোহে পালন করা হয় এই ঝুলন উৎসব। চলতি বছরে ২৭শে আগস্ট অর্থাৎ রবিবার থেকে শুরু হবে হচ্ছে ঝুলন যাত্রার সময়। নির্দিষ্ট তিথি মেনে পাঁচদিন ব্যাপী এই উৎসব পালন করা হবে।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles