খবর

June Rule Change: জুন থেকেই একাধিক জিনিসের দাম বদলে যাচ্ছে, সরাসরি চাপ পড়বে মধ্যবিত্তের পকেটে!

মাস শেষ হতে না হতেই, মধ্যবিত্তের পকেটে টান পরতে চলেছে, কারণ জুন মাসে বেশ কিছু বদল আসতে চলেছে

Advertisements

June Rule Change: মাস শেষ হতে না হতেই, মধ্যবিত্তের পকেটে টান পরতে চলেছে, কারণ জুন মাসে বেশ কিছু বদল আসতে চলেছে (June Rule Change)। বেশ কিছু জিনিসের দাম প্রায় আকাশ ছোঁয়া হতে চলেছে ১লা জুন (Price Change from June) থেকেই। তাহলে আর দেরি না করে দেখে নিন, কি কি জিনিসের দাম বাড়তে চলেছে সরকারি নির্দেশ অনুসারে।

Rule Change from June (সিএনজি-পিএনজির দাম)

June Rule Change

প্রতি মাসের শুরুতেই পিএনজি এবং সিএনজির (CNG and PNG) দাম পরিবর্তিত হয়। দিল্লি, মুম্বাইতেই সাধারণত এই পরিবর্তন লক্ষ্য করা যায়। চলতি বছর এপ্রিল মাসে বেশ কিছুটা কমেছিল এর দাম। মে মাসে যদিও কোন পরিবর্তন লক্ষ্য করা যায়নি কিন্তু জুনে এর দাম আদেও বাড়বে কিনা, তা নিয়ে রয়েছে সংশয়।

গ্যাস সিলিন্ডারের দাম

June Rule Change

এলপিজি গ্যাস সিলিন্ডারের (LPG Gas) দাম যে হারে বাড়তে চলেছে, তাতে মধ্যবিত্তদের পক্ষে গ্যাস ব্যবহার করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। প্রতি মাসে শুরুতেই গ্যাসের দামের আপডেটগুলি দেওয়া হয়। যেমন এপ্রিল ও মে দুটি মাসেই বাণিজ্যিক গ্যাসের দাম কিছুটা কমেছিল। আবার ওই অপরদিকে গার্হস্থ সিলিন্ডারের দাম প্রায় ৫০ টাকা বাড়ানো হয়েছিল। বর্তমানে ১১০০ টাকার কাছাকাছি সব জায়গায় গ্যাসের দাম রয়েছে। চলতি মাসে এর কি বদল হবে, তা দেখার মতন।

আরো পড়ুন – জুন মাসে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! ছুটির লিস্ট দেখে ঝটপট জরুরি কাজ সেরে রাখুন

দুই চাকার ইলেকট্রিক গাড়ি

June Rule Change

২১ শে মে বিজ্ঞপ্তির মাধ্যমে ভারী শিল্প মন্ত্রক জানিয়েছিল FAME-II ভর্তুকির পরিমাণ এবার সংশোধন করা হবে। আগে এটি প্রতি কিলোওয়াটে ১৫০০০ টাকা ছিল। এরপর সেটি বদলে ১০০০০ হয়েছিল। তবে এখন জানা যাচ্ছে, বৈদ্যুতিক গাড়ির দাম প্রায় ১৫ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত বাড়বে। তাই টু হুইলার (Two Wheeler) কিনলেও, আপনার পকেটে টাকার জোর থাকতেই হবে।

Related Articles