বিনোদন দুনিয়াভিডিও

Kar kache koi Moner Katha: জমজমাট এপিসোড! মধুবালার সামনেই প্রতীক্ষার পর্দা ফাঁস করল শিমুল 

বর্তমানে ধারাবাহিকটি বেশ জমজমাট হয়ে উঠেছে। শিমুলের প্রতিবাদী চরিত্র দৃষ্টি আকর্ষন করেছে দর্শকদের।

Advertisements

Kar Kache Koi Moner Katha: যত সময় অতিবাহিত হচ্ছে ততই দর্শকের মনে জায়গা করে নিচ্ছে জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা (Kar kache Koi Moner Katha)’ ধারাবাহিকটি। বর্তমানে ধারাবাহিকটি বেশ জমজমাট হয়ে উঠেছে। শিমুলের প্রতিবাদী চরিত্র দৃষ্টি আকর্ষন করেছে দর্শকদের।

Kar Kache Koi Moner Katha Zee Bangla

Kar kache koi Moner Katha: জমজমাট এপিসোড! মধুবালার সামনেই প্রতীক্ষার পর্দা ফাঁস করল শিমুল 

Advertisements

ধারাবাহিকের শেষ পর্বে দেখা গিয়েছে সুবিচার পাওয়ার জন্য শিমুল তার বান্ধবীদের নিয়ে পৌঁছে যাই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে। সেখানে গিয়ে পরাগ ও পলাশের কথা সবটা জানায় শিমুল। কীভাবে প্রতিনিয়ত সে স্বামীর দ্বারা শারীরিক ও মানসিক অত্যাচারের শিকার হচ্ছে তা জানতেই ডিএম ম্যাডাম শিমুলকে জানায় সে পরাগ ও পলাশকে ডেকে পাঠাবে। এরপরই সে শিমুলের প্রতিভার কথা জেনে তাকে এবং তার বান্ধবীদের টাকা উপার্জনের একটি উপায় বলেন। শিমুলের উপর একটি অনুষ্ঠানের কিছু সময়ের দায়িত্ব দেন তিনি। শিমুলও ঠিক করে জীবনে সে ঘুরে দাঁড়াবে।

Advertisements

Kar kache Koi Moner Katha New Episode

Kar kache koi moner katha

এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আগামী পর্ব, যেখানে দেখা যাবে শিমুল ও তার পাড়ার সকল বান্ধবী মিলে অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করে। ডিএম ম্যাডামের কথা শুনে সকলেই যেন নতুন করে আশার আলো দেখতে পেয়েছে। এক কথায় নতুন ভাবে তাদের বাঁচার রসদ জুগিয়েছেন তিনি। এরপরই তারা ঠিক করে নিজেদের দায়িত্বে তারা দুর্গাপুজো করবে। পুতুল ও তুতুলও শিমুলদের এই সিদ্ধান্তে বেশ খুশি। সকলে যে যার বাড়ি চলে যায়। ঠিক তারপরেই বাড়িতে এসে প্রতীক্ষা মধুবালা কে জিজ্ঞেস করে তার হবু বরের নামে শিমুল কোন সাহসে ডিএম ম্যাডামের কাছে অভিযোগ! শিমুল জানায় সে কিছুক্ষণের অতিথি তাই সে যদি একদিন বাড়িতে থাকে তবে সে বুঝতে পারবে পলাশ আসলে কেমন মানুষ এবং সে কীভাবে অপমান করে শিমুলকে।

চাঞ্চল্যকর এপিসোড! কৃষ্ণার আসল সত্যি সকলের সামনে ফাঁস করলো পর্ণা

Kar kache koi moner katha

প্রতীক্ষা শিমুলের কথায় বিশেষ পাত্তা দেয় না বরং তার চরিত্র নিয়ে কথা শোনায়। ঠিক সেই সময়ই শিমুল প্রতীক্ষাকে বলে সে যে শিমুলের বন্ধু এবং তার সহকর্মী অনুলেখার থেকে সব খবর নিয়ে শিমুলকে ফাঁসিয়েছিল সেটা সে বেশ ভালোই বুঝতে পেরেছে। প্রতীক্ষা শিমুলের কথা শুনে ঘাবড়ে যায় এবং বুঝতে পারে তার সঙ্গে সে খুব সহজে পেরে উঠবে না। অন্যদিকে মধুবালা প্রতিখ্যাকে জিজ্ঞেস করে শিমুলের বন্ধু জেতার সহকর্মী সেই কথা কেন সে এতদিন বলেনি! মধুবালার কথার কোনো জবাব সে দিতে পারেনা। তবে কী এইবার পলাশ ও প্রতীক্ষার সব প্ল্যান সকলের সামনে চলে আসবে! প্রতীক্ষাই যে আসলে শিমুলকে ফাঁসিয়েছিল সেই কথা কী জানতে পারবে মধুবালা ও পরাগ! কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প! জানতে দেখতে হবে কার কাছে কই মনের কথা।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles