Kar Kache Koi Moner Katha: উচিত শিক্ষা! নির্মম অত্যাচারের শিকার হয়ে পরাগকে অ্যারেস্ট করাল শিমুল, প্রকাশ্যে ধামাকাদার পর্ব
প্রথম থেকেই ভিন্ন ধারার গল্প উপস্থাপন করায় দর্শকের মন জয় করেছিল ধারাবাহিকটি।

Kar kache koi Moner Katha: বর্তমানে জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা (Kar kache koi Moner Katha)’। প্রথম থেকেই ভিন্ন ধারার গল্প উপস্থাপন করায় দর্শকের মন জয় করেছিল ধারাবাহিকটি। গল্পের নায়িকা শিমুলের প্রতিবাদী চরিত্র বেশ নজর কেড়েছে দর্শকদের। ইদানিং গল্পের মোড় ঘুরে গিয়েছে অন্যদিকে। গল্পের প্রথম দিকে শিমুল তার শাশুড়ির চক্ষুশুল হলেও ধীরে ধীরে সেই শাশুড়িই তার পরম বন্ধু হয়ে উঠছে।
Kar kache koi moner katha zee Bangla
ধারাবাহিকের শেষ পর্বে দেখা গিয়েছে শিমুলকে পরাগের ঘরে ফিরে যেতে অনুরোধ জানায় তার শাশুড়ি। শিমুল জানায় সে পরাগের সঙ্গে থাকতে চায় সুখে শান্তিতে সংসার করতে চায় কিন্তু পরাগের শারীরিক সম্পর্ক ছাড়া তার প্রতি কোনো মায়া মমতা বা ভালোবাসা কিছুই নেই। মধুবালা দেবী অস্বস্তি বোধ করলেও শিমুলকে শেষবারের মতো তার ছেলেকে শুধরে দেওয়ার চেষ্টা করতে বলে শিমুলও কথা দেয় তাকে যে শেষবারের মতো চেষ্টা করবে সে।
Kar kache koi Moner Katha New Episode
এরই মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আগামী পর্ব যেখানে দেখা যাবে মধুবালার কথামতো শিমুল পরাগের ঘরে যেতে তাকে দেখে অবাক হয়ে পরাগ জিজ্ঞেস করে হঠাৎ শিমুল এই ঘরে কেন এসেছে? শিমুল জানাই তার আসার কোন তালিব ছিল না বরং মধুবালার কথা রাখতেই সেই ঘরে এসেছে। পরাগ শিমুলকে অসম্মানজনক কথা বলতে থাকে এবং তার পরে আবারও জোর জবরদস্তি করতে করে তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে চায়। এরপর শিমুলকে সে ধাক্কা মারলে খাটের কোনায় লেগে মাথা কেটে যায় তার।
পরাগের এই অসভ্য আচরণ দেখে বেজায় চটে যায় শিমুল। সে পরাগকে জানিয়ে দেয় তার এই কাজের মাশুল তাকে গুনতে হবে। সে কোনোমতেই তাকে আর ছাড়বে না। পরাগ জিজ্ঞেস করে শিমুল কি তাকে পুলিশে দেবে? শিমুল জানিয়ে দেয় দরকার পড়লে সে তাই দেবে। কিন্তু অত্যাচার আর সহ্য করবে না। শিমুলের কথা শুনে মনে মনে ভয় পেয়ে যায় পরাগ! তবে কি এইবার সত্যি সত্যি পরাগকে অ্যারেস্ট করাবে শিমুল? নাকি পুলিশের ভয়ে নিজেকে আস্তে আস্তে শুধরে নেব পরাগ! কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প? জানতে দেখতে হবে কার কাছে কই মনের কথা।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি