বিনোদন দুনিয়া

Kar Kache koi Moner Katha: ভোলবদল! পুলিশের ভয়ে শিমুলের কাছে ক্ষমা চেয়ে তাকে কাছে টেনে নিল পরাগ, প্রকাশ্যে মোড় ঘোরানো পর্ব

সম্প্রচারের প্রথম দিন থেকে এই সিরিয়ালটিকে কটাক্ষের মুখে পড়তে হলেও বর্তমানে সেইসব অতীত।

Advertisements

Kar Kache Koi Moner Katha: জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত হওয়া নবাগত ধারাবাহিকগুলির মধ্যে কার কাছে কই মনের কথা (Kar kache Koi Moner Katha) অন্যতম। সম্প্রচারের প্রথম দিন থেকে এই সিরিয়ালটিকে কটাক্ষের মুখে পড়তে হলেও বর্তমানে সেইসব অতীত। টিআরপি তালিকা হোক বা সোশ্যাল মিডিয়া সর্বত্রই এই ধারাবাহিকের ক্রেজ লক্ষণীয়। গল্পের নায়িকা শিমুলের প্রতিবাদী চরিত্র বেশ পছন্দ করেছেন দর্শক। ইদানিং শিমুল ও তার শাশুড়ি মধুবালা দেবীর সম্পর্কের রসায়নও মন জয় করেছে দর্শকদের। যার কারণে একটি পর্ব মিস করতে চাইছেন না কেউ।

Kar Kache koi Moner Katha Zee Bangla

Kar kache koi moner katha

Advertisements

ধারাবাহিকের সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গিয়েছে, মধুবালার অনুরোধে শিমুল পরাগের ঘরে গেলে আবারও শারীরিক অত্যাচারের শিকার হয় সে। পরাগ এত জোরে ধাক্কা মারে শিমুলকে যে খাটের কোনায় লেগে তার মাথা ফেটে যায়। শিমুল পরাগকে জানায় সে এই ঘটনার শেষ দেখে ছাড়বে। এরপরই সকাল হতে শিমুলের মাথার ক্ষতচিহ্ন লক্ষ করে সকলেই। শিমুল মধুবালা দেবীকে জানিয়ে দেন তার অনুরোধে পরাগের ঘরে গিয়ে তার এই অবস্থা হয়েছে। সকলে পরাগকে ছি ছি করলেও পলাশ তার দাদাকে সমর্থন করে শিমুলকে উল্টোপাল্টা কথা বলতে থাকে। শিমুল তার শাশুড়ি মাকে স্পষ্ট জানিয়ে দেয় সে পরাগকে উচিত শিক্ষা দেবে আর তার জন্য যদি পুলিশের কাছে যেতে হয় তাও সে যাবে। এই বলে বাড়ি থেকে বেরিয়ে এসে সোজা পৌঁছে যায় পুলিশ স্টেশনে। সেখানে অফিসারকে সবটা খুলে বলে শিমুল।

Kar Kache koi Moner Katha New Episode

Kar Kache koi Moner Katha: ভোলবদল! পুলিশের ভয়ে শিমুলের কাছে ক্ষমা চেয়ে তাকে কাছে টেনে নিল পরাগ, প্রকাশ্যে মোড় ঘোরানো পর্ব

Advertisements

এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আগামী পর্ব, যেখানে দেখা যাবে অফিসার শিমুলকে জিজ্ঞাসা করে সে কি চায় তার স্বামীর বিরুদ্ধে ডায়রি করতে যাতে পুলিশ পরাগকে তুলে আনতে পারে! শিমুল জানায় তুলে আনতে হবে না শুধু বাড়ি গিয়ে বা তাকে ডেকে বলে একটু ধমক দিলেই হবে। অফিসার শিমুলকে জানিয়ে দেন ফোন নম্বর, ঠিকানা লিখে দিতে সকালে তারা যাবে। এরপরই দেখা যায় সকালবেলা পলাশ শিমুলের সঙ্গে আবার খারাপ ব্যবহার করতে শুরু করে ঠিক সেই সময়ই বাড়ির কলিং বেল বেজে ওঠে এবং দরজা খুলে তারা দেখতে পায় পুলিশ এসছে। তারা এসেই পরাগকে খুঁজতে থাকে কিন্তু বাড়িতে পুলিশ আসার কারন বুঝতে পারেনা পরাগ।

দুর্ধর্ষ এপিসোড! গিনিকে উদ্ধার করে রূপকে উচিত শিক্ষা দিল মেঘ

Kar Kache koi Moner Katha: ভোলবদল! পুলিশের ভয়ে শিমুলের কাছে ক্ষমা চেয়ে তাকে কাছে টেনে নিল পরাগ, প্রকাশ্যে মোড় ঘোরানো পর্ব

পুলিশ অফিসার জানান তার স্ত্রী ওরফে শিমুল তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে থানায় গিয়ে। এই কথা শুনে শিমুলের উপর রেগে গিয়ে চোটপাট করলে পরাগকে ধমক দেয় অফিসার। পলাশ শিমুলকে দোষারোপ করতে থাকলে শিমুল তার বিরুদ্ধে অভিযোগ জানাবে শুনে চুপ হয়ে যায় সে। পরাগ স্বীকার করে সে শিমুলকে মেরেছে কিন্তু তারপরেই টেনে আনে স্ট্র কথা। জানায় শিমুলের শতদ্রুর সঙ্গে সম্পর্ক থাকায় সে তার গায়ে হাত তুলেছে। শিমুল অফিসারকে বলে তার কথায় কোনো যুক্তি নেই। সেই সময়ই বাড়িতে এসে শিমুলের বন্ধুরা তারা এসে পাশে দাঁড়ায় শিমুলের এমনকি পুতুলও অফিসারের কাছে তার ভাইয়ের নামেই অভিযোগ করে। শেষ পর্যন্ত পরাগ পুলিশ অফিসারকে জানায় তার ভুল হয়েছে সে আর এমন কাজ করবে না। পুলিশের কাছে তো ক্ষমা চাইল পরাগ কিন্তু শিমুলের কাছে কি ক্ষমা চাইবে? তাকে ভালোবাসে আপন করে নেবে কি সে নাকি আবারও অত্যাচারের শিকার হবে শিমুল! কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প! জানতে দেখতে হবে কার কাছে কই মনের কথা।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles